WB Madhyamik Exam 2022 – জীবন বিজ্ঞানের প্রশ্ন নিয়ে বিক্ষোভ

WB Madhyamik Exam 2022 – কেমন হল আজকের জীবন বিজ্ঞান প্রশ্ন

অতিমারির দরুন টানা দুই বছর এবং সাত মাস পর অবশেষে শুরু হয়েছে মাধ্যমিকের  অফলাইন পরীক্ষা (WB Madhyamik Exam 2022)। যথারীতি এই বিষয়ে কিন্তু জল্পনার শেষ থাকে নি। বর্তমান সময়ে মাধ্যমিকের এই পরীক্ষা নিয়ে শুরু হয়েছে বিভ্রান্তি। বিশেষত ইতিহাস পরীক্ষার প্রশ্নের পরে জীবন বিজ্ঞান প্রশ্ন নিয়েও রীতিমতো ক্ষোভ ছাত্রছাত্রী মহলের একাংশের।

গতকাল 11ই মার্চ ছিল ইতিহাসের পরীক্ষা  (WB Madhyamik Exam 2022)।

এমনিতেই করোনা আবহে এবার ও ক্লাস না হওয়ায় ও প্রান্তিক অঞ্চলের যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে, তারা অনলাইনে ঠিক মতো তাদের পঠন পাঠন চালাতে পারেনি যার দরুন অফলাইনে পরীক্ষা দাওয়া কিন্তু তাদের কাছে যথারীতি কঠিন ব্যাপার (WB Madhyamik Exam 2022)।

মাধ্যমিকের সাজেশন পেতে এখানে ক্লিক করুন

শিক্ষক মহলেও এই ইতিহাস পরীক্ষার প্রশ্ন প্রশ্নচিহ্নের মুখে ফেলে দেয়। ফলস্বরূপ ছাত্রছাত্রী রা আগের থেকেই ভীত ছিল জীবন বিজ্ঞান নিয়ে। তারা আজ 12ই মার্চ জীবনবিজ্ঞান পরীক্ষার পর ছাত্রছাত্রী রা রীতিমতো হতবাক এ ধরণের বিজ্ঞান প্রশ্ন।

তবে আজকের প্রশ্ন সহজ হয়েছে, বলছেন অনেক পরীক্ষার্থী। আপনার কি মনে হয়? নিচে কমেন্ট করে জানান।

আরও পড়ুন – বদলে গেলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার সুচী, নতুন রুটিন দেখুন।

Related Articles

One Comment

  1. Amar meyer post COVID anek rokom problem cholche ei nie o je exam complete korte pereche etai anek boro byapar..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button