Lakshmir Bhandar: 2025 সালের শুরুতেই দ্বিগুণ হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা? নববর্ষের শুরুতে কী জানালেন মুখ্যমন্ত্রী?
Lakshmir Bhandar Scheme Benefit Increase
পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের সূচনা করেছিলেন বিগত কয়েক বছর আগেই। যে প্রকল্পের মাধ্যমে রাজ্যে বসবাসকারী মহিলারা প্রত্যেক মাসে ১০০০ টাকা ও ১২০০ টাকার আর্থিক সাহায্য পেয়ে থাকেন। আর এবার এই প্রকল্পে নাকি অর্থ সাহায্য বাড়তে চলেছে। জানুয়ারি মাসের শুরু থেকেই শুরু হল জল্পনা। কিন্তু সত্যিই কি তাই? আসুন দেখে নেওয়া যাক বিস্তারিত।
WB Lakshmir Bhandar Scheme
বাংলার সাধারণ মানুষের কথা ভেবে মুখ্যমন্ত্রী একের পর এক অভিনব প্রকল্প (Government Scheme) নিয়ে এসেছেন বিগত কয়েক বছরে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী চালু করেছিলেন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। যে প্রকল্প মহিলাদের ক্ষমতায়ন চিহ্নিত করে। প্রত্যেক মাসে মহিলাদের একাউন্টে জমা পড়ে নির্দিষ্ট অংকের টাকা। এই প্রকল্পের সুনাম ছড়িয়েছে গোটা দেশে। বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee) লক্ষ্মীর ভান্ডার স্কিম (Lakshmir Bhandar)।
বাংলার বাড়ি প্রকল্পে 16 লাখ নতুন বাড়ি দেবে পশ্চিমবঙ্গ সরকার। বছর শুরুতেই বড় ঘোষণা
লক্ষীর ভান্ডার প্রকল্পে বাড়ছে সুবিধা
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মহিলারা প্রত্যেক মাসে অর্থ সাহায্য পান। এই স্কিমের নিয়ম অনুসারে রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার। তবে মহিলাদের বয়স ৬০ বছর হলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রাপকরা পাবেন বার্ধক্য ভাতা স্কিমের (Old Age Pension Scheme) সুবিধা।
বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তপশিলি জাতি ও উপজাতি জনতার মহিলারা ১২০০ এবং সাধারণ সম্প্রদায়ের মহিলারা ১০০০ টাকা পাচ্ছেন। তবে এও শোনা যাচ্ছে যে, হয়তো খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী এই প্রকল্পে অর্থ সাহায্যের পরিমাণ বাড়িয়ে দেবে। খুব সম্ভবত বিধানসভা নির্বাচনের আগে আর এক দফায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বেড়ে যাবে। আপাতত বর্তমানে পশ্চিমবঙ্গের যে সকল লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের টাকা আটকে গিয়েছিল, সেই সকল প্রাপকদের যাবতীয় সমস্যাগুলি দূর করে পুনরায় রাজ্য সরকার তাদের একাউন্টে টাকা পাঠাচ্ছে।
বড়দিনে মহিলাদের জন্য নতুন প্রকল্প চালু করল মোদি সরকার। প্রতিমাসে অ্যাকাউন্টে আসবে টাকা
মহিলাদের বয়স ৬০ বছর উত্তীর্ণ হলে তাঁরা সরাসরি বার্ধক্য ভাতার সুবিধা পাবেন। তবে সেই ক্ষেত্রে আয়ের শিথিলতা রাখা হয়েছে। আবার এও জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিছুদিনের মধ্যেই টাকার পরিমান বাড়তে পারে। তবে এখনো সরকার তরফে কোন ঘোষণা করা হয়নি। হয়তো খুব শীঘ্রই সেই ঘোষণা শোনা যাবে। আপাতত প্রতীক্ষার দিন গুনছেন এই প্রকল্পের উপভোক্তারা।