WB HS Exam New Routine – বদলে গেল উচ্চমাধ্যমিকের সম্পূর্ণ রুটিন, এক ক্লিকেই ডাউনলোড করুন।

WB HS Exam New Routine – প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন রুটিন।

দুদিন ধরেই জল্পনা চলছিলো আর অবশেষে আজ শিক্ষা মন্ত্রীর ইঙ্গিতের পরই, ঘন্টা দুয়েকের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন, এবারের পরীক্ষার সূচী (WB HS Exam New Routine) আবার বদলে গেল। আর বার বার এই পরিবর্তন নিরুপায় হয়েই করা হয়েছে, সেকথাও স্বীকার করলেন মাননীয়া। আর তার সাথে অবিভাবক ও পরীক্ষার্থীদের কাছে সহমর্মিতাও প্রকাশ করলেন।

আর মুখ্যমন্ত্রীর ঘোষণার কিছুক্ষণ পরেই, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ(WBCHSE) থেকে প্রকাশিত হলো উচ্যমাধ্যমিক পরীক্ষার নতুন রুটিন। সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষা এবং নির্বাচনের জন্যই রুটিনের (WB HS Exam New Routine) এই বদল। আগামী ২ রা এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে চলবে ২১ সে এপ্রিল পর্যন্ত।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন রুটিন (WB HS Exam New Routine)
উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ রা এপ্রিল থেকে। কবে হবে কোন পরীক্ষা আসুন দেখে নেওয়া যাক।

২ রা এপ্রিল (শনিবার): – প্রথম ভাষা (বাংলা, ইংরেজি,হিন্দি, নেপালি,উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাত,পঞ্জাবি)। (WB HS Exam New Routine)
৪ এপ্রিল (সোমবার): – দ্বিতীয়ভাষা – (ইংরেজি,বাংলা, হিন্দি, নেপালি, অল্টারনেটিভ ইংলিশ)।

৫ এপ্রিল (মঙ্গলবার): ভোকেশনাল বিষয় – হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি ও আইটিইএস, ইলেকট্রনিকস, টুরিজম ও হসপিটালিটি, প্লাম্বিং, কন্ট্রাকশন।
১৬ এপ্রিল (শনিবার): অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস।
১৮ এপ্রিল (সোমবার): ইকোনকিমস।

১৯ এপ্রিল (মঙ্গলবার): কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভারয়নমেন্টাল স্টাডিজ, হেলথ এবং ফিজিকাল এডুকেশন, মিউজিক, ভিস্যুয়াল আর্টস। (WB HS Exam New Routine)
২০ এপ্রিল (বুধবার): কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি,সোশিয়োলজি।

২২ এপ্রিল (শুক্রবার): ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি।
২৩ এপ্রিল (শনিবার): স্ট্যাটিসটিক্স, জিয়োগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। (WB HS Exam New Routine)

২৬ এপ্রিল (মঙ্গলবার): কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সি, আরবি, ফরাসি।
২৭ এপ্রিল (বুধবার): বায়োলজিকাল সায়েন্স, বিজনেস স্টাডিস,পলিটিকাল সায়েন্স।

কখন শুরু হবে পরীক্ষা ?
ভোকেশনাল বিষয়ের পরীক্ষা যেমন: মিউজিক , ফিজিক্যাল এডুকেশন, ভিস্যুয়াল আর্টসের পরীক্ষা হবে 2 ঘণ্টার। (WB HS Exam New Routine)

ভোকেশনাল বিষয় ছাড়া অন্যান্য বিষয়ের পরীক্ষা সকাল ১০ টা থেকে শুরু করে চলবে ১ টা ১৫ মিনিট পর্যন্ত। ওই সময়ের মধ্যেই প্রশ্নপত্র পড়ার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।

উচ্চ মাধ্যমিকের রুটিন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন, Jio Airtel VI – পাল্লা দিয়ে ফ্রি ডেটা দিচ্ছে সবাই, দেখুন কে বেশি সস্তায় দিচ্ছে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button