WB HS Exam New Date – বদলে গেলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার সুচী, নতুন রুটিন দেখুন।
WB HS Exam New Date : উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন নিয়ে বড় খবর।
WB HS Exam New Date: আবারও বদলাতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার তারিখ। কবে থেকে হবে পরীক্ষা, কোন কোন পরীক্ষা পিছিয়ে যাবে, বিস্তারিত দেখুন।
২০২২ এর উচ্চমাধ্যমিক পরীক্ষার (WB HS Exam New Date) সূচিতে হতে চলেছে আবারও রদবদল। অতিমারিতে পরীক্ষা হবে কী না সেই নিয়েই অনেকের মনেই সংশয় ছিল। বিশেষ করে যখন তৃতীয় ঢেউ এলো সেই নিয়ে আবারও বিভ্রান্তি তৈরি হয় পরীক্ষার্থীদের মধ্যে। কিন্তু সংসদ ঘোসনা করে দেয় পরীক্ষা হবে। কিন্তু তবুও রুটিন বদলে যাচ্ছে।
২রা এপ্রিল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা। কিন্তু Jee Main পরীক্ষার জন্য কয়েকটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। নবান্নে মিটিংয়ের পর জানা গেছে নতুন রুটিন পরের সপ্তাহে আসবে। ১৬ থেকে ২১ এপ্রিল JEE MAIN বা জয়েন্টের মেইন পরীক্ষা, তাই এই কদিন যে উচ্চ মাধ্যমিক পরিক্ষাগুলো রয়েছে, সেই সমস্ত বিষয়ের পরীক্ষা পিছিয়ে যাবে। রাজ্যের একাধিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী JEE MAIN পরীক্ষায় বসে, তাই বাধ্য হয়েই সূচি বদল করতে হচ্ছে। WB HS Exam New Date
অন্যদিকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে দুদিন পর থেকেই। আর সেই নিয়ে প্রস্তুতি চলছে রাজ্যের তরফ থেকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা (WB HS Exam New Date) নিজের স্কুলে হলেও মাধ্যমিক পরীক্ষা হবে বাইরের স্কুলে।
প্রিয় পাঠক আগামীকাল নতুন রুটিন আসতে পারে। আপডেট পেতে চোখ রাখুন সুখবর বাংলায়। ধন্যবাদ।