WB Holiday: নভেম্বর মাসে নতুন ছুটির ঘোষণা করল নবান্ন! বন্ধ থাকবে স্কুল, কলেজ, অফিস! কবে, কত দিনের ছুটি মিলবে?
নভেম্বর মাসে নতুন ছুটির ঘোষণা করল সরকার।
বছরের শুরু থেকেই একের পর এক ছুটি লেগেই থাকে বাংলায় (WB Holiday). যেহেতু বাঙালির বারো মাসে তেরো পার্বণ তাই ছুটিও চলে তারই সঙ্গে পাল্লা দিয়ে। বছরের শুরুর দিকেই ছুটির ক্যালেন্ডার হাতে পেয়ে যান প্রত্যেকে। বাংলার শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় সারা বছরের ছুটির তালিকা। সেই তালিকা ধরে লাগাতার ছুটি চলে বঙ্গে। এমনিতে অক্টোবর থেকেই উৎসবের মরশুম চলছে। আর এবার নভেম্বর মাসেও পরপর ছুটি পাবেন সবাই।
WB Holiday Update On November
আগস্টের শেষ থেকেই একের পর এক উৎসব ও অনুষ্ঠান চলে রাজ্যে। আর তার সঙ্গেই চলে ছুটি (WB Holiday). সেপ্টেম্বর মাস গড়িয়ে অক্টোবর আসলেই দুর্গাপুজো, দীপাবলি-সহ বাঙালির বেশ কিছু উৎসবের কারণে ছুটির মহড়া লেগেই থাকে। বর্তমানে অক্টোবর পেরিয়ে নভেম্বর মাসে পড়েছে বছর ২০২৪. সকলে অপেক্ষা করে আছেন চলতি নভেম্বর মাসের ছুটির তালিকা দেখার জন্য। তাহলে আর দেরি কেন? ঝটপট জেনে নেওয়া যাক চলতি নভেম্বর মাসে কোন কোন দিন আপনারা ছুটি পেতে চলেছেন।
নভেম্বর মাসে নতুন ছুটির ঘোষণা করল নবান্ন!
আগের মাস তথা অক্টোবর মাস থেকে পশ্চিমবঙ্গে কার্যত উৎসবের মেজাজ। আর তার কারণেই ক্রমাগত বাড়ছে সরকারি ছুটির সংখ্যা। উৎসব ও অনুষ্ঠানের মধ্যে দিনের পর দিন বন্ধ ছিল রাজ্যের স্কুল, কলেজ ও অফিস। বন্ধ ছিল রাজ্যে ব্যাংকিং প্রতিষ্ঠান, সরকারি দপ্তর। দুর্গাপুজোর পর লক্ষ্মী পুজো আর তারপর দীপাবলি কাটিয়ে জগদ্ধাত্রী পুজো শেষ হয়েছে। আর সেই আবহে ফের রাজ্যে আয়োজিত হচ্ছে ভোট। জানা যাচ্ছে, সম্প্রতি নৈহাটি, মাদারিহাট, তালড্যাংরা সহ বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। আর ভোটের কারণেই নতুন করে সরকারি ছুটির ঘোষণা হল রাজ্যে। ইতিমধ্যে জানা গিয়েছে যে, আগামী ১৩ নভেম্বর বিধানসভা উপনির্বাচন আছে নৈহাটি, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, হাড়োয়া এবং সিতাইয়ে।
ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়ে গিয়েছে এবং সেদিনেই বিধানসভা কেন্দ্রের এলাকাগুলিতে ঘোষণা করা হয়েছে ছুটির। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করা হলো রাজ্যের অর্থ দফতরের তরফ থেকে। আর সেই বিজ্ঞপ্তি থেকেই জানা যাচ্ছে রাজ্যের নতুন হলিডের কথা কথা। পশ্চিমবঙ্গের অর্থ দপ্তরের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লিখিত ছয়টি বিধানসভা এলাকায় সরকারি অফিস, সরকারি সংস্থা, পুরসভা, পঞ্চায়েত শিক্ষা প্রতিষ্ঠাননে একদিনের ছুটি জারি থাকবে। আর সেই সঙ্গেই বিভিন্ন দোকান, চা বাগান, ছাড়াও শিল্প বাণিজ্যিক সংস্থা প্রভৃতির কর্মীদেরও দিনগুলিতে সবেতন ছুটি দেওয়া হবে।
1 মাস টানা ছুটির ঘোষণা করল রাজ্য সরকার। কবে থেকে ছুটি পড়ছে দেখে নিন
সম্প্রতি শ্রম দফতরের তরফ থেকে বিষয়টি উল্লেখ করে একটি আলাদা নির্দেশিকা জারি করা হবে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, একুশের নির্বাচনের সময় উল্লিখিত সংশ্লিষ্ট ৬ বিধানসভা কেন্দ্রের মধ্যে পাঁচটিতেই বাজিমাত করেছিল তৃণমূল। কেবলমাত্র মাদারিহাট আসনে জিতেছিল বিজেপি শিবির। আর এবার আসন্ন বিধানসভা উপনির্বাচনে রাজ্যের কোন কেন্দ্রে কোন দল নিজেদের আসন ধরে রাখে সেটাই এখন দেখার বিষয়।