WB Holiday September

বছরের শুরু থেকে মোটামুটি প্রায় অনেকগুলি মাস কেটে গিয়েছে। আগস্ট মাস পেরিয়ে চলে আসছে সেপ্টেম্বর। প্রত্যেক মাসের শুরুতেই ছুটির তালিকায় নজর থাকে ছাত্রছাত্রী থেকে সরকারি কর্মীদের (WB Holiday) মাসের কোন কোন দিন ছুটি থাকছে, হিসেব রাখেন সবাই(WB Holiday). সাধারণত বছরের শুরুতেই ছুটির তালিকা প্রকাশ করা হয় সরকারের তরফে।

ছাত্রছাত্রীরা পেয়ে যান স্কুল কলেজের হলিডে লিস্ট। সরকারি কর্মীরাও ছুটির তালিকায় চোখ বোলান(WB Holiday). আর এবার চলে এলো সেপ্টেম্বরের ছুটির তালিকা। এই মাসে প্রায় অনেকদিন ছুটি পাচ্ছেন সকলে। কোন কোন দিন ছুটি থাকছে? আসুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ ছুটির তালিকা(WB Holiday).

সরকারি কর্মীরা পাবেন মাসে 18,000 টাকা! নতুন নিয়ম সরকারের! খুশির খবর জানুন

WB Holiday In September 2024

আর কিছুদিন পরেই দুর্গোৎসব। শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন। বছরের শুরুতে গরমের ছুটি-সহ একগুচ্ছ ছুটি পেয়েছেন ছাত্র-ছাত্রী ও অফিস কর্মীরা(WB Holiday). আগস্ট মাসেও ছিল রাখি পূর্ণিমা, স্বাধীনতা দিবস, ও অন্যান্য বেশ কিছু ছুটি।

সবমিলিয়ে আগস্ট জুড়ে ছুটির মেজাজে ছিলেন সকলে। আর এবার চলে আসছে সেপ্টেম্বর মাস। তার পরের মাসেই পুজো। কিন্তু সেপ্টেম্বর মাসে ছুটি কদিন(WB Holiday) মনে এই প্রশ্ন এসেছে অনেকেরই। কিন্তু কোন কোন দিন ছুটি জানতে হলে হলিডে লিস্টে চোখ বোলাতে হবে। আসুন সে বিষয়ে জানা যাক।

ছুটির তালিকা বলছে, সেপ্টেম্বর মাসেও রয়েছে বিভিন্ন উৎসব অনুষ্ঠান। যার কারনে ছুটি পাবেন রাজ্যবাসী ছাত্র-ছাত্রী এবং অফিস কর্মীরা। গত মাসের মত এই মাসেও বেশ কিছুদিন ছুটি রয়েছে। তাই মাস শুরুর আগেই ছুটির তালিকায় চোখ রেখেছেন সকলে। পড়ুয়ারা অধির আগ্রহে অপেক্ষা করছেন, কবে ছুটি পাওয়া যায়। সেপ্টেম্বর মাসের হলিডে লিস্ট থেকে জানা যায়, এই মাসে রবিবার সহ মোট সাত দিনের ছুটি রয়েছে।

দেশে চালু হচ্ছে পুরনো পেনশন ব্যবস্থা? কি জানাচ্ছে কেন্দ্রীয় সরকার? সঠিক আপডেট জেনে নিন

WB Holiday In September Update 2024

সেপ্টেম্বর মাসে রয়েছে গণেশ চতুর্থী উৎসব। এই উৎসব সারা দেশব্যাপী পালিত হয়। ধুমধাম করে আয়োজিত এই উৎসবে ছুটি থাকবে দেশের বিভিন্ন স্কুল কলেজ ও অফিস গুলিতে। আর কোন কোন দিন কোন কোন তারিখ ছুটি? তালিকায় চোখ বুলিয়ে নিন।

সেপ্টেম্বর মাসে যে যে দিন ছুটি থাকছে- শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ গণেশ চতুর্থী বৃহস্পতিবার দিন ছুটি, সেপ্টেম্বর ৫, ২০২৪ প্রথম ওনাম উপলক্ষে ছুটি। রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪ থিরুভোনাম উপলক্ষে ছুটি। সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ইদে মিলাদ উপলক্ষে ছুটি থাকবে। এছাড়াও আরো অন্যান্য দিন নতুন করে ছুটি হতে পারে। আপনারা তালিকা দেখে নেবেন।