Smartphone

Smartphone – দেখে নিন কত দিনের মধ্যে জমা দিতে হবে নথি।

অতিমারির কারণে গত দু’বছর দেশজুড়ে বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান (Smartphone)। তবে চালু ছিল অনলাইনে পড়াশোনা। এখনও ভারত কথা পশ্চিমবঙ্গে এমন অনেক পরিবার রয়েছে যাদের স্মার্টফোন কেনার মতো আর্থিক অবস্থা নেই। সেকথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘তরুণের স্বপ্ন’ নামে একটি নতুন প্রকল্প শুরু করেন।

এই ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে মোবাইল ফোন (Smartphone) কেনার জন্য। যার দ্বারা পড়ুয়ারা অনলাইনে ক্লাস চালু রাখতে পারে। সেই উদ্দেশ্যে ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হতো ১০ হাজার টাকা করে। আবারও এ বছরের জন্য নতুন করে জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তি।

গত শুক্রবার অর্থাৎ ১৫ জুলাই এই বিষয়ে নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্কুল শিক্ষা বিষয়ক ডিরেক্টরেটের (Smartphone) তরফে। বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট প্রকল্পের সুবিধা পেতে ছাত্র-ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজনীয় তথ্য আপডেট করতে হবে। স্কুলের প্রধান শিক্ষক বা টিচার ইনচার্জদের সঙ্গে কথা বলে সমগ্র বিষয়টি নিশ্চিত করতে ডিআইদেরও নির্দেশ দেওয়া হয়েছে।

Jio থাকলেই পেয়ে যাবেন 2000 টাকার রিচার্জ অফার বিনামূল্যে

প্রসঙ্গতা জানা গিয়েছে গত বছর ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টে মোবাইল কেনার টাকা পাঠানো নিয়ে বহুল সমস্যার সম্মুখীন হয়েছে সরকার। সেক্ষেত্রে এবছর আগে ভাগে অ্যাকাউন্টের (Smartphone) সমস্যা মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগেরবার দেখা গিয়েছিল বহু ছাত্র-ছাত্রীর নেই ব্যাংক অ্যাকাউন্ট। আবার কখনো দেখা গিয়েছে ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও তা হয়ে গেছে বন্ধ।

অবশেষে অনলাইনে কলেজে ভর্তি শুরু হলো, স্টেপ বাই স্টেপ দেখুন কি কি করতে হবে

আবার অনেকক্ষেত্রে ভুল তথ্য জমা দেওয়ার ফলে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে শিক্ষা দপ্তর। আর ব্যাংক অ্যাকাউন্টে (Smartphone) গন্ডগোল থাকার ফলে অনেক পড়ুয়া প্রকল্পের টাকা পায়নি বলেও জানা গিয়েছে। এবছরের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সমস্ত স্কুলগুলিকে সমস্ত তথ্য বিকাশ ভবনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে এ বছরে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষক সংগঠনগুলি। বঙ্গীয় শিক্ষা ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল এ বিষয়ে জানান, ‘‘অতিমারীর সময়ে অনলাইনে পড়াশোনা চলার কারণে আমরাই শিক্ষা দফতরের কাছে ছাত্রছাত্রীদেরকে মোবাইল দেওয়ার দাবি জানাই। কিন্তু, বর্তমান পরিস্থিতিতে আর এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইতিমধ্যেই স্কুল স্বাভাবিক ছন্দে ফিরছে। এই আবহে ফের মোবাইলের জন্য টাকা দেওয়া হচ্ছে। মূলত, ভোটের কথা মাথায় রেখেই সরকার এহেন পদক্ষেপ নিয়েছে।”

প্রতিদিন এমন নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

ন্যাশনাল ব্যাংকে গ্রেড ‘A’ পদে নিয়োগ, বেতনও প্রচুর