এই সরকারি প্রকল্প এর মাধ্যমে বাংলার যুবক যুবতীদের টাকা দিচ্ছে সরকার, জলদি আবেদন করুন।
রাজ্যবাসীর জন্য সরকারি প্রকল্প নিয়ে চিন্তা ভাবনায় সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প সহ এই সরকারি প্রকল্প এর মাধ্যমে রাজ্যের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য মাসিক স্কলারশিপ এর ব্যবস্থা করেছে। তবে আবেদনের সঠিক পদ্ধতি না জানা থাকলে আবেদন করলেও আটকে যেতে পারে টাকা!
রাজ্যে প্রথম শ্রেণী থেকে শুরু করে পিএইচডি স্টোর পর্যন্ত এই সরকারি প্রকল্প অনুসারে দেওয়া হয় স্কলারশিপ। বুনিয়াদি স্টোর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত, কোথাও জাতে রাজ্যের কারো পড়াশোনা আর্থিক কারণে থেমে না যায়, সেইদিকে সরকার বেশ সক্রিয়।
রাজ্যে সরকারি প্রকল্পগুলির মধ্যে ঐক্যশ্রী প্রকল্পতে পড়ুয়াদের আবেদন নেওয়া শুরু করেছে সরকার।
এই সরকারি প্রকল্প অনুসারে রাজ্যের প্রত্যেক মাইনরিটি এবং মেধাবী পড়ুয়ারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রি-মেট্রিক, পোস্ট-মেট্রিক, টেকনিক্যাল এবং প্রফেসনাল কোর্স নিয়ে পাঠরত পড়ুয়ারা আবেদনযোগ্য। তৃতীয় ক্ষেত্রে সরকারি প্রকল্প এর নাম মেরিট কাম মিনস স্কলারশিপ।
এই ঐক্যশ্রী নামক সরকারি প্রকল্পতে বৃত্তি পাবার যোগ্যতা কেমন?
এই সরকারি প্রকল্প অনুসারে বৃত্তি পেতে গেলে নিম্ন লিখিত পদ্ধতিতে আবেদন করতে হবে। আসুন সেগুলি ধাপে ধাপে জেনে নেওয়া যাক।
১) আবেদনকারী পড়ুয়াদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া আবশ্যক।
২) আপনি যদি এই সরকারি প্রকল্প অনুসারে স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের আয়তাধীন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত হতে হবে।
৩) আবেদনকারী পড়ুয়াদের পূর্ববর্তী শ্রেনীর বার্ষিক পরীক্ষায় ৫০% নম্বরসহ উত্তীর্ণ হতে হবে।
৪) Pre Matric Scholarship এবং Post Matric Scholarship-এর ক্ষেত্রে আবেদনকারী পড়ুয়াদের পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম হতে হবে।
৫) আপনি যদি Merit Cum Means Scholarship-এর জন্য আবেদন করতে চান তাহলে আপনার পরিবারের বার্ষিক আয় হতে হবে ২ লক্ষ ৫০ হাজার টাকার কম।
৬) ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে স্কলারশিপ পাওয়ার জন্য আবেদনকারী পড়ুয়াদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকা আবশ্যক। কিন্তু প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা তাদের বাবা মায়ের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়েও আবেদন করতে পারবেন।
৭) একটি মোবাইল নম্বর দিয়ে একজনই আবেদন করতে পারবেন।
৮) যে সমস্ত ছাত্রছাত্রী স্কুলে পড়াশোনা করছেন তাদের বাংলা শিক্ষার Unique ID থাকতে হবে।
৯) আবেদনকারী পড়ুয়াদের আধার কার্ড থাকা বাধ্যতামূলক।
সরকারি প্রকল্প অনুসারে আবেদন প্রক্রিয়া-
১) আপনি যদি ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন করতে হলে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। ঐক্যশ্রী প্রকল্পের অনলাইন পোর্টালে গিয়ে আপনাকে আবেদন করতে হবে।
২) প্রথমে আপনার মোবাইল অথবা কম্পিউটারের ‘Google Search Box’-এ গিয়ে ঐক্যশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট www.aikyashree.wb.gov.in লিখে search করতে হবে।
৩) তারপর এই প্রকল্পের অনলাইন পোর্টাল খুলে যাবে। সেখানে আপনার যাবতীয় তথ্য দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।
৪) এরপর আপনার সামনে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, বর্তমান ক্লাস, ঠিকানা, বয়স, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর ইত্যাদি লিখে ফর্মটিকে ফিলাপ করতে হবে।
৫) তারপর আপনার একটি পাসপোর্ট সাইজের ফটো, আপনার সিগনেচার, আপনার ব্যাঙ্কের পাস বইয়ের প্রথম পাতা, আপনার পূর্ববর্তী ক্লাসের বার্ষিক পরীক্ষার মার্কসীট, আধার কার্ড, ভোটার কার্ডসহ যাবতীয় নথিপত্র স্ক্যান করে সেগুলিকে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে।
৬) সবশেষে আপনাকে ‘Submit’ অপশনে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দিতে হবে।
সরকারি প্রকল্প অনুসারে প্রয়োজনীয় নথিপত্র-
এই স্কলারশিপে আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন তা হলো-
১. আপনার পূর্ববর্তী ক্লাসের বার্ষিক পরীক্ষার মার্কসীট।
২.আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (যাদের আছে)।
৩.আপনার আধার কার্ড, ভোটার কার্ড।
৪.আপনার পরিবারের ইনকাম সার্টিফিকেট।
৫.আপনার ব্যাঙ্কের পাসবুকের প্রথম পাতার জেরক্স।
৬.আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
৭.আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি।
স্কলারশিপের জন্য প্রার্থী নির্বাচন প্রক্রিয়া-
ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে স্কলারশিপের জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদনপত্রগুলি ভালো করে বিচার করা হবে। এরপর যে সমস্ত প্রার্থীদের যোগ্য হিসেবে বিবেচিত হবেন রাজ্য সরকার তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি তাদের টাকা ট্রান্সফার করে দেবে।
রাজ্যের সব মেয়েদের 1 লাখ টাকা দিচ্ছে কোটাক কন্যা স্কলারশিপ প্রোগ্রামে।
আবেদনের শেষ তারিখ কবে?-
এই স্কলারশিপের জন্য অনলাইনে আবেদনপত্র জমা নেওয়ার অনলাইন পোর্টাল চালু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তাই আর দেরি না করে শীঘ্রই আবেদন করে ফেলুন। তবে অবশ্যই সতর্কতার সাথে এবং নির্ভুলভাবে।
এমন আরো খবর পেতে আমাদের ওয়েবসাইটে নজর রাখুন। এছাড়াও সরকারি চাকরি, ব্যাঙ্ক, পোস্ট অফিস, টেলিকম অফার সহ বিভিন্ন বিষয়ে আপডেট থাকতে দেখতে থাকুন। আপনার কোন জিজ্ঞাস্য থাকলে অবশ্যই জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।
Written by Mukta barai.