পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্যোগে 200 কোটি টাকা খরচে নতুন পরিষেবা চালু। রাজ্যবাসী আনন্দে আত্মহারা! বিস্তারিত দেখে নিন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যের উন্নয়নে সর্বদাই বিশেষ দায়িত্ব নিয়ে থাকেন। সামনেই শীতের মরশুম। রাজ্যের আবহাওয়া তেমনই ইঙ্গিত দিচ্ছে। তবে চাকুরী প্রার্থীদের আন্দোলন, টেট পরীক্ষা, পঞ্চায়েত ভোট, রাজনৈতিক চাপানউতোর, ডিএ মামলা সহ অন্যান্য বিষয়গুলি যেন একটা অন্য রকম আবহাওয়ার সৃষ্টি করেছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু এই পরিষেবায় বেশ উপকৃত হতে চলেছেন রাজ্যবাসী।
নদিয়া জেলায় প্রশাসনিক বৈঠক করতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আর সেখান থেকেই তিনি ঘোষণা করতে চলেছেন এই নতুন পরিষেবা। এর নাম হল ‘ই-ভেসেল’ পরিষেবা। রাজ্যের দক্ষিণ অংশে আছে মোট 6 টি জেলা। আর জেলাগুলিতেই চালু হতে চলেছে 22 টি ‘ই-ভেসেল’ পরিষেবা।
হুগলি জেলার ত্রিবেণী থেকে দক্ষিণ 24 পরগণা জেলার নুরপুর পর্যন্ত চলবে এই ভেসেলগুলি। বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায় এই ভেসেল গুলি কেনা হয়েছে রাজ্যের তরফ থেকে। এক্ষেত্রে প্রত্যেক ভেসেলে থাকবে 80-100 টি আসন। এই প্রকল্পে রাজ্যের মোট 200 কোটি টাকা ব্যয় হয়েছে। পরিবহন দপ্তর সূত্রে এমনটাই জানা গেছে।
14.2 কেজির রান্নার LPG গ্যাস কিনলে এবারে পান 200 টাকার বেশি ছাড়! কিভাবে পাবেন, জেনে নিন।
এতে কারা লাভবান হবেন? এই ‘ই-ভেসেল’ পরিষেবা চালু হলে রাজ্যে হাওড়া, হুগ্লি, কোলকাতা, পুর্ব-মেদিনীপুর, উত্তর 24 পরগণা এবং দক্ষিণ 24 পরগণা জেলার মানুষ বেশ উপকৃত হবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্দেশে এই সকল সুবিধা দেবার জন্য রাজ্যের পুরাতন মোট 9 টি জেটিঘাট সংস্কার করা হয়েছে। ঐ সকল জায়গায় আধুনিক এবং উন্নত প্রযুক্তির ব্যবহার করা হবে। ফলে টিকিট কাতার ক্ষেত্রে উভয় পক্ষেরই বেশ সুবিধা হবে।
আগামী 10 ই নভেম্বর, 2022 তারিখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন নদিয়ার কৃষ্ণনগরে। সেখান থেকেই এই ‘ই-ভেসেল’ পরিষেবা চালু করতে চলেছেন তিনি। ঐ দিনের অপেক্ষায় রাজ্যবাসী অপেক্ষা করে আছেন অধীর আগ্রহে। এই পরিষেবা চালু হলে, রাস্তার যানজট অনেকটাই নিয়ন্ত্রিত হবে।
সাথে সাথে পরিবেশ দূষণ অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে। যাত্রীদেরও যাতায়াতে বেশ সুবিধা হবে। পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থায় এই পরিবর্তন বেশ গুরুত্ব পাচ্ছে। এমন আরও খবর পেতে আমাদের ওয়েবসাইটে নজর রাখুন। শিক্ষা, চাকরী, ব্যবসা, রাজ্যের নানা প্রকল্প, কেন্দ্রিয় প্রকল্প, সরকারি সহায়তা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্কুল, কলেজ, ব্যাঙ্ক সহ নানা ধরণের বিষয়ে আমাদের প্রতিবেদন গুলি দেখে নিতে পারেন ওয়েবসাইট থেকে। ধন্যবাদ।
Written by Mukta Barai.