WB Govt Job 2022

WB Govt Job 2022 – জানুন আবেদনের শেষ তারিখ।

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আরও একটি সুখবর। আবারো নিয়োগ হতে চলেছে সরকারি (WB Govt Job 2022) পদে। ছোটবেলা থেকে সঠিকভাবে শিক্ষাগ্রহণ করার মূল কারনই হল ভবিষ্যতে ভালো চাকরিতে নিযুক্ত হওয়া। তবে আর চিন্তা নেই রাজ্যে নারী-পুরুষ নির্বিশেষে করতে পারবেন এই চাকরির জন্য আবেদন। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত তথ্য।

নিয়োগের স্থান- শিলিগুড়ি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি (CMOH) এর অফিসে মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স ছাড়াও অন্যান্য পদে জারি করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। (WB Govt Job 2022)
শূন্যপদ সংখ্যা- ৪৫টি পদ।
নিয়োগ পদের নাম- মোট ১৯ ধরণের পদে করা হবে প্রার্থী নিয়োগ।

১) Medical Officer– 05
২) Staff Nurse– 17
৩) Accountant– 01
৪) Medical Officer– 01
৫) GNM– 01
৬) Lab Technician– 02
৭) Clinical Psychologist/ Psychologist– 01
৮) Clinical Psychologist/ Psychologist– 04
৯) Para Medical Worker– 01
১০) Peer Support– 01
১১) SRC Lab Technician– 01
১২) OST Medical Officer– 01
১৩) ICTC Lab Technician– 08
১৪) Lab Technician (Blood Bank)– 02
১৫) Laboratory Technician– 01
১৬) District PPM Coordinator– 01 ইত্যাদি।

মাধ্যমিকের পর কি বিষয়ে পড়া যায় তা নিয়ে চিন্তিত? চিন্তা দূর করতে দেখুন এই বিশেষ প্রতিবেদন

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- যেহেতু ১৯ ধরণের পদে প্রার্থী নিয়োগ (WB Govt Job 2022) হবে, তাই প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি নির্ণয় করা হয়েছে নিয়োগের ক্ষেত্রে। তাই আবেদন প্রার্থীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে বিশদ জানতে ক্লিক করুন অফিসিয়াল ওয়েবসাইট।

আবেদনকারীর বয়সসীমা, আবেদন করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন অফিসিয়াল ওয়েবসাইট।
আবেদনের শেষ তারিখ- গত ১৯ মে, ২০২২ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে উপরিউক্ত পদগুলির জন্য আবেদন। এটি চলবে আগামী ৬ জুন, ২০২২ তারিখ পর্যন্ত।

আগামী সপ্তাহে খুলছে স্কুল, পুজোর ছুটি কমানোর প্রস্তাব।

আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র Scan এবং PDF করে ৬ জুনের আগে recruitmenthealthsmp1@gmail.com ইমেইল আইডিতে পাঠাতে হবে চাকরি প্রার্থীদের। (WB Govt Job 2022)
Official Website
শিক্ষা, চাকরি সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

এবার যারা মাধ্যমিক পাশ করেছে, তাদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর