WB Govt এর এই 2টি প্রকল্পে আবেদন করলে মিলবে মাসিক 1000 টাকা।
জেনে নিন WB Govt এর প্রকল্প 2টিতে আবেদনের নিয়ম।
অতিমারীর আবহে দেশের অর্থনীতিতে প্রভাব ফেলার সাথে সাথে সাধারণ মানুষের কর্মসংস্থানেও সমান প্রভাব ফেলেছে (WB Govt)। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া সাধারণ মানুষের জন্য নানা সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের তেমনই একটি প্রকল্প রয়েছে, যেখানে আবেদন করলে মিলবে 1000 টাকা করে।
প্রকল্পের নাম– রাজ্য সরকারের ‘জয় বাংলা’ পেনশন প্রকল্পের অধীন তপশিলি বন্ধু এবং জয় জোহার প্রকল্প।
এই প্রকল্পের উদ্দেশ্য–
WB Govt এর উদ্যোগে রাজ্যের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া সাধারণ মানুষের জন্যই মূলত এই প্রকল্প চালু করা হয়েছে। মানুষের আর্থ সামাজিক উন্নতির লক্ষ্যেই এই প্রকল্প দুটি চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের আওতায় সাধারণ মানুষকে প্রতি মাসে প্রদান করা হবে 1000 টাকা করে পেনশন বা ভাতা। বিশেষত তপশিলি জাতি ও তপশিলি উপজাতি সম্প্রদায়ের মানুষের জন্যই এই প্রকল্প।
আজ থেকেই বাড়ছে অধিকাংশ Bank Interest Rate. পোস্ট অফিস নাকি SBI? কোথায় বেশি লাভ? জানুন
আবেদনের জন্য নিয়ম-
১) WB Govt এর প্রকল্প 2টিতে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই তপশিলি জাতি ও তপশিলি উপজাতি সম্প্রদায়ের ব্যক্তি হতে হবে।
২) আবেদনকারীদের বয়স অবশ্যই ৬০ বছর অতিক্রম করতে হবে।
৩) আবেদনের জন্য আবেদনপত্র পেতে স্থানীয় পঞ্চায়েত/ পুরসভায় যোগাযোগ করতে হবে। এছাড়া দুয়ারে সরকার ক্যাম্প থেকেও আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
৪) আবেদনকারীর নিজের নামের ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকতে হবে।
৫) আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে আবেদনপত্রের ওপর আবেদনকারীর ছবি লাগিয়ে সেটি স্থানীয় পঞ্চায়েত/পুরসভায়/ বিডিও অফিস/ দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে।
৬) আবেদনপত্রের সাথে দিতে হবে প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স কপি। এরপর সেটি যুক্ত করে তা সংশ্লিষ্ট আধিকারিকের অফিসে জমা করতে হবে।
উল্লেখ্য, আবেদনকারী অন্য কোনও সরকারি পেনশন প্রকল্পের সুবিধা নিয়ে থাকলে এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন না।
LPG রান্নার গ্যাস বুকিং এ নিষেধাজ্ঞা, এইমাসে আর গ্যাস পাবেন না, নতুন নিয়ম জেনে নিন
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র-
১) ভোটার কার্ড
২) আধার কার্ড
৩) রেশন কার্ড
৪) জাতিগত শংসাপত্র
৫) আবেদনকারীর ব্যাংকের পাশ বই
৬) সম্প্রতি তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
Post office এর নতুন স্কিমে মাত্র 411 টাকার কিস্তি দিয়ে 65 লক্ষ নিশ্চিত রিটার্ন পান