Holiday List 2025: নতুন বছরে বেড়ে গেল ছুটি। সারা বছরের ছুটির তালিকা প্রকাশ করল রাজ্য সরকার। এক নজরে দেখে দিন কোন কোন দিন হলিডে
West Bengal Govt Holiday 2025
নতুন বছরের ছুটির ক্যালেন্ডার (Holiday List) প্রকাশ করল রাজ্য সরকার। দেখতে দেখতে ২০২৪ সালের শেষপর্বে এসে দাঁড়িয়েছি আমরা। আর দিন কয়েক পরেই নতুন বছর। ডিসেম্বর শেষ করে জানুয়ারিতে পা রাখলেই নতুন বছরের দৌড়
শুরু হবে। তবে তার আগে রাজ্য সরকার প্রতিবার-এর মতো এবারেও প্রকাশ করল হলিডে লিস্ট (WB Holiday). কবে কবে ছুটি? আসুন জেনে নেওয়া যাক।
West Bengal Holiday List 2025
প্রত্যেকের কাছেই ছুটির তালিকা খুব জরুরী। এই ক্যালেন্ডার অনুযায়ী সারা বছরের ছুটির তথ্য পেয়ে যান স্কুল-কলেজের পড়ুয়া থেকে অফিসের কর্মরতরা। তাই ছুটির ক্যালেন্ডার দেখার জন্য রীতিমতো অপেক্ষা করেন তাঁরা। সম্প্রতি সরকার
এর তরফে নতুন বছরের হলিডে লিস্ট প্রকাশ করা হয়েছে। আসুন দেখে নেওয়া যাক বিস্তারিত।
২০২৫ সালের সরকারি ছুটির তালিকা
নতুন বছর আসতে না আসতেই প্রকাশিত হলো ২০২৫ সালের প্রাথমিক স্কুলের ছুটির তালিকা। আপনারা আর দেরি না করে জেনে নিন নতুন বছরে কোন কোন দিন ছুটি পাবেন। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, আগামী বছর ২০২৫ সালে প্রাথমিক স্কুলে সবমিলিয়ে ছুটি থাকছে মোট ৬৫ দিন। ১ জানুয়ারি থেকে ১৫ এপ্রিলের মধ্যে ছুটির সংখ্যা হল মোট ১৪ দিন।
আবার ১৬ এপ্রিল থেকে ৭ আগস্ট পর্যন্ত গরমের ছুটি নিয়ে ছুটি থাকবে মোট ১৪ দিন। আর এরপর ৮ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আপনারা ছুটি পাবেন মোট ৩৭ দিন। এছাড়া পুজোর জন্য ছুটি মিলবে ২৫ দিনের জন্য। যার মধ্যে থাকছে দুর্গাপুজো, কোজাগরী লক্ষ্মীপুজো, কালীপুজো এবং ভাইফোঁটা। গত বছর পুজোয় ছুটির সংখ্যা ছিল মোট ১৫ দিন। আর এবার সেই ছুটি পরিণত হল টানা ২৫ দিনে।
বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বৃদ্ধি শীঘ্রই? জরুরি আপডেট সম্পর্কে জানুন
তালিকা অনুসারে বলা যায়, প্রথম পর্যায়ের ছুটি গুলির মধ্যে পড়ছে জানুয়ারিতে ইংরেজি নববর্ষ, স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী, মকর সংক্রান্তি, নেতাজি জন্ম জয়ন্তী এবং প্রজাতন্ত্র দিবস। আর এরপর সরস্বতী পূজা, ঠাকুর পঞ্চানন বর্মা জন্ম জয়ন্তী, সবেবরাত, মাতৃভাষা দিবস, শিবরাত্রি, দোলযাত্রা, শ্রী হরিচাঁদ ঠাকুর জন্মজয়ন্তী, ইদ উল ফিতর, রামনবমী, মহাবীর জয়ন্তী, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ এই দিনগুলিতে উৎসব উপলক্ষ্যে ছুটি থাকছে। এবার আসা যাক দ্বিতীয় পর্যায়ে।
এক্ষেত্রে রয়েছে গুড ফ্রাইডে, মে দিবস, গরমের ছুটি, রবীন্দ্রনাথ জন্মজয়ন্তী, বুদ্ধ পূর্ণিমা, কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী, বকর ইদ, রথ যাত্রা, মহরম, আচার্য প্রফুল্লচন্দ্র রায় জন্মজয়ন্তী উপলক্ষ্যে ছুটি।
তৃতীয় পর্যায়ে চলে আসা যাক। এক্ষেত্রে রয়েছে রাখী পূর্ণিমা, শহীদ দিবস, এরপর স্বাধীনতা দিবস, জন্মাষ্টমী, শিক্ষক দিবস, ফতেয়া দোহাজ দাহাম, তারপর বিশ্বকর্মা পুজো, মহালয়া আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মজয়ন্তী। এরপর টানা ছুটি মিলবে পূজাবকাশ উপলক্ষ্যে। এরপর গান্ধী জন্মজয়ন্তী, ছট পূজা, জগদ্ধাত্রী পূজা এবং গুরু নানক জন্মজয়ন্তী, শিশুদিবস উপলক্ষ্যে ছুটি থাকছে। এছাড়া, বিরসা মুন্ডা জন্মজয়ন্তী, বড়দিন উপলক্ষ্যে ছুটি মিলবে।
রাজ্যে ফের সরকারি ছুটির ঘোষণা! টানা ছুটি পাবেন সরকারি কর্মীরা। কবে থেকে ছুটি পড়ছে দেখে নিন
নতুন তালিকা প্রকাশ হতেই বলা হচ্ছে, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে গরমের ছুটির দিন সংখ্যা কমেছে। ২০২৪ সালে যেখানে গ্রীষ্মাবকাশ যেখানে ছিল ১৯ দিন, সেখানে আগামী বছর ২০২৫ সালের তালিকায় সংখ্যা নেমে দাঁড়িয়েছে মাত্র ৯ দিনে। আর ২ মে থেকে গরমের ছুটি শুরু হবে যা চলবে ১২ মে পর্যন্ত। যদিও মনে করা হচ্ছে যে, গরমকালে রাজ্যের তাপমাত্রার বাড়লে ছুটির সংখ্যা বাড়তে পারে।