“রাজ্য সরকার বকেয়া ডিএ দিয়ে দেবে” – রাতারাতি আশ্বস্ত করলেন উচ্চ পদস্থ নেতৃত্ব। বিস্তারিত দেখুন।
সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এর মধ্যেই রাজ্যের সরকারি কর্মী তথা WB Govt. Employees – দের বকেয়া ডিএ না পাওয়ার যন্ত্রণার জ্বলন্ত অগ্নিশিখা স্তিমিত করতেই কি হতে পারে দুই-এক কিস্তি ডিএ ঘোষণা? এর মধ্যেই আস্বস্ত করলেন রাজ্যের শাসক দলেরই সরকারি কর্মী সংগঠনের এক উচ্চ পদস্থ নেতৃত্ব। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশন মিলিয়ে বকেয়া ডিএ মেটালে কর্মীদের মুখে বেশ হাসি ফুটবে।
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা প্রতি মাসেই ডিএ বাবদ চলতি বেতন কমিশন হিসেবে অনেকটাই বেতন কম পাচ্ছেন। সরকার এই সরকারি কর্মীদের অধিকার হিসেবে ডিএ (DA) কে মেনে নিলেও অনেক নেতৃত্বের মতে রাজ্যের আয় নেই। আর একই কথা বলছেন রাজ্যের অর্থ সচিব এবং মুখ্য সচিব, উভয়েই। তবে হঠাৎ করেই ডিএ দেবার কথা বলে একেবারে টাইমলাইনে এলেন কে? বিস্তারিত জেনে নেওয়া যাক।
রাজ্য সরকারের আয় নেই। কর্মীদের ডিএ মেটালে রাজ্যের দেউলিয়া হবার উপক্রম। কোলকাতা হাইকোর্টে দেওয়া হলফনামায় এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। তবে এখন তৃণমূল দলের একদা বিশিষ্ট জনপ্রতনিধি যিনি বর্তমানে বর্ধমান জেলার জেলা সভাপতি পদে আসীন, তিনি রাজ্যের পুলিশ কর্মীদের বকেয়া ডিএ নিয়ে আস্বস্ত করলেন।
বর্তমানে গরু পাচার সংক্রান্ত মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়ে গত 100 দিনের বেশি সময় ধরে আসানসোল জেলে রয়েছেন। গুড়-বাতাশার নাম যার মুখনিঃসৃত শব্দগুচ্ছ, তিনি হলেন অনুব্রত মন্ডল। তিনি সরকারি কর্মীদের হয়েই কথা বললেন।
পোস্ট অফিসে টাকা রাখলে অবশ্যই দেখুন। এবার অতিরিক্ত সার্ভিস চার্জ কাটবে একাউন্ট থেকেই।
রবিবার সেই অনুব্রত মন্ডলই আসানসোল জেলা হাসপাতালে শারীরিক পরীক্ষা করতে এসে সঙ্গে থাকা পুলিশ কর্মীদের আশ্বস্ত করে বললেন, “রাজ্য সরকার তাদের বকেয়া ডিএ মিটিয়ে দেবে” অর্থাৎ WB Govt. Employees will get their right for DA very soon. যা শুনে তার মুখের দিকে তাকিয়ে থাকা পুলিশ কর্মীদের মুখে দেখা গিয়েছে মুচকি হাসির ছোঁয়া।
বিরোধী দলের নেতৃত্বরা এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েন নি। তবে রাজ্যের দলীয় নেতৃত্ব এই বিষয়ে তেমন কোন মন্তব্য করতে চান নি। অনুব্রত মন্ডল মহাশয় আরও জানান যে, জেলের ভেতরে অনেক বিষয়ে তিনি জেনেছেন যা পাল্টে দেবার দরকার। তবে তিনি সেই বিষয়গুলি জেল থেকে বেরিয়েই সম্পন্ন করবেন বলে জানিয়েছেন।
অবশেষে পশ্চিমবঙ্গে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলো তৃণমূল।
হঠাৎ করে তার মুখে এই বকেয়া ডিএ সংক্রান্ত মন্তব্যকে ঘিরে বেশ জল্পনা শুরু হয়েছে। আগে পরে তার মুখে এই বকেয়া ডিএ বিষয়ে তেমন কোন মন্তব্য খুব কমই শোনা গেছে। তাহলে হঠাৎ এই মন্তব্যের কোন ইঙ্গিত দিতে চাইলেন তিনি? আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই কমেন্ট বক্সে সুচিন্তিত মতামত জানান। ফহন্যবাদ।
Written by Mukta Barai.
এই খবরের জের হল দুযারে মদ প্রকল্পের সুফল । ধন্যবাদ বানানটাও ঠিক করে লিখতে শেখেন নি ।
ওনার কাছে হয়ত The DA এর সমস্ত টাকা 💰💰💰 গচ্ছিত আছে।
রাজ্যের সব কাজেই টাকা জোটে কিন্তু ডি. এ. ক্ষেত্রে টাকা নেই এবং দিলেই রাজ্য দেওলিয়া হয়ে যাবে এটা কি ? নিজের ব্যক্তিগত সম্পত্তি ? ন্যায্য পাওনা দিতে এত ব্যথা কেন লাগে ?