বকেয়া ডিএ এর দাবিতে নতুন পদক্ষেপ নিল WB Govt Employee রা, কতটা চাপের মুখে সরকার?

নয়া কি সিদ্ধান্তে পৌঁছলো WB Govt Employee রা?

একদিকে এখনও বকেয়া ডিএ পাননি WB Govt Employeeরা। তারিখ মাঝে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ আরো 4 শতাংশ বাড়ানো হল। এবার রাজ্য কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিতে নয়া পদক্ষেপ নেওয়া হল।

প্রসঙ্গত, রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয়শংকর সিং জানান, ‘বকেয়া ৩৫ শতাংশ da ও (সরকারের) চরম বঞ্চনার প্রতিবাদস্বরূপ রাজ্য কো-অর্ডিনেশন কমিটির আহ্বানে রাজ্যজুড়ে (সরকারি) দফতরে-দফতরে টিফিনের সময় বিক্ষোভ কর্মসূচি হবে। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনোপ্রকার ইতিবাচক সাড়া না পাওয়া গেলে আগামী দিনে প্রশাসনকে স্তব্ধ করে দেওয়ার মতো কর্মসূচি গ্রহণ করা হবে।

Lpg গ্যাস সিলিন্ডার ব্যবহারের নতুন নিয়ম, না মানলে ভর্তুকি পাবেন না

বকেয়া ৩৫ শতাংশ da?
২০১৬ সালের ১ জুলাই থেকে সপ্তম বেতন কমিশনের অধীন ডিএ মিলছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। তবে রাজ্যে ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ষষ্ঠ বেতন কমিশনের অধীন ৩ শতাংশ করে ডিএ দেওয়া হচ্ছে। এরপর WB Govt Employee দের ডিএ বাড়ানো হয়নি। গত ২৮ সেপ্টেম্বর কেন্দ্রের তরফ থেকে ৪ শতাংশ da বাড়ানোর পর সেই ফারাক ৩৫ শতাংশে গিয়ে পৌঁছেছে।

গত ২০ মে আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল আগামী ৩ মাসের (১৯ আগস্ট) মধ্যে রাজ্য সরকারকে কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার কয়েকদিন আগেই রাজ্য সরকার হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছিল। যদিও সেটি খারিজ হয়ে গিয়েছে। তবে আগামী ৯ নভেম্বর কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলার শুনানি হবে।

রাজ্য জুড়ে দুয়ারে সরকার ক্যাম্পের দিন ঘোষণা, কবে কোথায় হবে দেখে নিন

সংবাদ মাধ্যম সূত্রে খবর, এ নিয়ে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানান, রাজ্য সরকারকে আদালতের তরফ থেকে বহুবার বকেয়া ডিএ মিটিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। তাও তা করা হয়নি। কিন্তু তাতে কোনও লাভ হবে না। আইনি লড়াই হবেই। এমনকি বকেয়া ডিএ পেতে রাস্তায় নেমে আন্দোলন করার হুঁশিয়ারিও দেন তিনি (WB Govt Employee)।
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

বিনামূল্যে Ration দেওয়ার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার, কতদিন মিলবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button