WB DA Hike: জানুয়ারি মাসেই ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের। নববর্ষের আগে বড় খবর। চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল

WB Government Employees DA Hike

রাজ্য সরকারি কর্মীদের ডিএ (WB DA Hike) নিয়ে বড় আপডেট। সম্ভবত নতুন বছরের শুরুতে বাড়তে চলেছে সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) অন্তত সেই খবর ঘুরছে সর্বত্র। তবে মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে সন্দিহান রাজ্য সরকারি কর্মীরা।

তার কারণ হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা রাজ্য সরকারের কোনো বিভাগের তরফে ডিএ বৃদ্ধি (DA Hike) নিয়ে কোনো আভাস দেওয়া হয়নি। তাই ডিএ আদৌ বৃদ্ধি পাবে নাকি তা নিয়ে মনে সন্দেহ দানা বাঁধছে। আসুন জেনে নেওয়া যাক নতুন ডিএ আপডেট।

WB Government Employees DA Hike

এদিকে, রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি না হওয়ায় এত অসন্তোষ বেড়েছে যে, তাঁরা বহুবার আন্দোলন, বিক্ষোভ, কর্মবিরতির ডাক দিয়েছেন। এমনকি রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা শীর্ষ আদালতে বিচারাধীন। তবে জানুয়ারির শুরুতে ডিএ মামলার শুনানি হওয়ার কথা, তাহলে কি রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা আছে?আসুন জেনে নেওয়া যাক সেই
বিষয়ে বিস্তারিত।

আর হাতে গোনা কয়েকটা দিন পর সুপ্রিম কোর্টে উঠবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মী (Government Employees) দের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটি। ইতোমধ্যে প্রকাশিত তারিখ থেকে জানা যায় যে, ২০২৫ সালের ৭ জানুয়ারি হয়তো সেই মামলার শুনানি। এর মাঝে বছরের শেষপর্বে ডিএ বৃদ্ধির (DA Hike) জল্পনা শুরু। তাহলে কি সত্যিই DA বাড়ছে বাংলার সরকারি কর্মীদের?

এতদিনের প্রত্যাশিত দাবি কি তাহলে পূরণ হবে? তাছাড়া ডিএ বাড়লে কত শতাংশ বাড়বে? এই বিষয়টি নিয়ে কিছুদিন আগেই রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় গুরুত্বপূর্ণ তথ্যের উল্লেখ করেছেন।

ঠিক কি বলেছেন উনি? ডিএ প্রসঙ্গে তিনি বলেন, অনেকে মনে প্রশ্ন যে, ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়বে কিনা তার নিয়ে। যদিও জেনে রাখুন, আপাতত এ বিষয়ে কিছু জানা যায়নি। পুরো বিষয়টি নির্ভরশীল বাংলার সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA এবার মিলবে? বহুদিনের আশা পূরণ হবে?

মলয়বাবু আরও বলেন, আগামী বছর তথা ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মীদের জন্য ফের আরও একদফায় ডিএ বাড়ানো হলে আগাম ঘোষণা এখনই হয়ে যেত। তিনি আশা করছেন যে, ২০২৫ সালের বাজেট পেশের সময় হয়তো এক কিস্তি ডিএ বৃদ্ধির ঘোষণা নতুন করে হতে পারে।

কবে ডিএ বাড়বে রাজ্য সরকারি কর্মীদের?

চলতি বছরে এপ্রিল মাসে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়। সেই সময় চার শতাংশ হারে ডিএ বাড়ানো হয়েছিল। বর্তমানে বাংলার সরকারি কর্মীরা ১৪% হারে ডিএ পাচ্ছেন।

আর এবার ২০২৪ এর শেষে এসে এই ধারণা ক্রমশ স্পষ্ট হচ্ছে যে, হয়তো খুব শীঘ্রই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা আবার (DA) বাড়তে পারে। বিভিন্ন রিপোর্টে এমন দাবি উঠে আসছে। যদিও সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে সরকারি ভাবে কোনো ঘোষণা করা হয়নি।

রাজ্যে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে ২০২০ সালের জানুয়ারি থেকে। তবে এরপর রাজ্যে নয়া বেতন কমিশন কবে থেকে কার্যকর হতে পারে, সে বিষয়েও কিছু জানানো হয়নি। এদিকে সম্প্রতি ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। দীপাবলির আগে কেন্দ্রের সরকারি কর্মীদের ডিএ ৩% হারে বৃদ্ধি করা হয়েছে।

নববর্ষের আগে রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত। ডিএ বাড়ছে কত শতাংশ? বকেয়া নিয়ে কি জানালেন মুখ্যমন্ত্রী

তবে তার আগে ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। আর এবার নতুন করে ফের তিন শতাংশ বৃদ্ধি পাওয়ায় বর্তমানে ডিএ বেড়ে হয়েছে মোট ৫৩ শতাংশ। এর ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের কর্মীদের ডিএ ফারাক বেড়েছে। নতুন বছরে যদি ডিএ বৃদ্ধি না করা হয় তবে আরও অসন্তোষ বৃদ্ধি পাবে।

Related Articles

Back to top button