Civic Volunteer: পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় ঘোষণা মমতার। বেতন বাড়বে, সঙ্গে মিলবে বিশেষ সুবিধা

Govt Announced Special Benefits For Civic Volunteers

রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য (Civic Volunteer) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় সিদ্ধান্ত। সাধারণত বছরের বিভিন্ন সময় সিভিকদের জন্য নানান ধরনের ঘোষণা করে থাকে রাজ্য সরকার। চলতি বছরের শেষপর্বে পৌঁছে আবারও সিভিকদের জন্য গুরুত্বপূর্ণ এক ঘোষণা সামনে এল। সিভিকদের নাকি বেতন বাড়বে। এছাড়াও মিলবে বিশেষ সুবিধা।

Announcements For Civic Volunteers

পশ্চিমবঙ্গ সরকার (WB Government) সিভিক ভলান্টিয়ারদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা করলো রাজ্য সরকার। এবার তাঁদের আর্থিক অবস্থার উন্নতি ও তাঁদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের সরকার একাধিক উদ্যোগ চালু করেছে। এই নতুন পদক্ষেপগুলির মধ্যে রয়েছে সিভিকদের বেতন বৃদ্ধি, এছাড়াও তাঁদের পরিবারের জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি এবং তাঁদের সন্তানদের জন্য বৃত্তির ব্যবস্থাও করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে।

সিভিকদের জন্য সরকারের জরুরি ঘোষণা

অধিকাংশ সময় দেখা যায়, সিভিক ভলান্টিয়াররা প্রায়শই কম বেতন এবং কাজের অত্যন্ত চাপ থাকা সত্ত্বেও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে থাকেন। দীর্ঘদিন ধরে রাজ্য সরকার এই দাবী শোনার পর অবশেষে তাঁদের বেতন বৃদ্ধি এবং এই অতিরিক্ত সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বৃদ্ধি শীঘ্রই? জরুরি আপডেট সম্পর্কে জানুন

এর আগের বছর, সরকার তাঁদের জন্য বার্ষিক বোনাস বৃদ্ধি করেছে এবং ২০২৪ সালের প্রথম দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও আশ্বাস দিয়েছেন যে সিভিক ভলান্টিয়ারদের সমস্ত দাবি এবার থেকে ধীরে ধীরে পূরণ করা হবে। আর এই নতুন ঘোষণাগুলি হলো সেই প্রতিশ্রুতি পূরণের অংশ। রাজ্য সরকারের নতুন উদ্যোগের প্রধান অংশ হল সিভিক ভলান্টিয়ারদের সন্তানদের জন্য একটি বৃত্তি প্রকল্প। সিভিকদের সন্তানদের যাতে পড়াশোনার দিকে অগ্রগতি হয় তার জন্য রাজ্য সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে।

সিভিকদের সন্তানদের বৃত্তি দেবে সরকার

পশ্চিমবঙ্গে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এবার থেকে ২০০০ থেকে ৪,০০০ টাকা পর্যন্ত বৃত্তি পাবে। আর কলেজের পড়ুয়াদের শিক্ষাগত ব্যয় মেটাতে প্রতি সেমিস্টারে দেওয়া হবে ৩,০০০ টাকা। এছাড়াও, অবিবাহিত সিভিক ভলান্টিয়ারদের প্রত্যেক পরিবার তাঁদের সন্তানদের শিক্ষার জন্য এককালীন ২৫,০০০ টাকা করে অনুদান পাবে। পরিবারের অন্য সদস্য চাকরি না পাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে এই অনুদান।

রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি! কাদের কত টাকা বাড়লো?

যদি রাজ্যের সিভিক ভলেন্টিয়ার কর্তব্যরত অবস্থায় মারা যান, সেক্ষেত্রে স্বেচ্ছা সেবকদের পরিবারের জন্যও সরকার ক্ষতিপূরণ ব্যবস্থা চালু করেছে। এই পরিস্থিতিতে পরিবার এককালীন ৫০,০০০ টাকা পাবে। তাছাড়া, মৃতদের সন্তানরা তাঁদের শিক্ষার জন্য বৃত্তি পাবে বলে জানা যাচ্ছে। সিভিকদের জন্য চালু করা সুবিধা বাস্তবায়নের তদারকি করার উদ্দেশ্যে সরকারের তরফে চালু করা হয়েছে ‘সহায়ক ওয়েলফেয়ার সোসাইটি। এই সংস্থাটি সিভিক ভলান্টিয়ারদের আর্থিক এবং সামাজিক অবস্থার উন্নতির জন্য কাজ করবে। যাতে সিভিকরা তাঁদের প্রাপ্য সুবিধাগুলি পান।

Related Articles

Back to top button