পশ্চিমবঙ্গের বিদ্যুৎ বিল অর্ধেক বা 50% করে দিলেন মুখ্যমন্ত্রী, এই সুযোগ হাতছাড়া করবেন না!
রাজ্যের জনসাধারণের অনেক দিনের অভিযোগের বিষয় হল রাজ্যের বিদ্যুৎ বিল। আর সামনেই পঞ্চায়েত ভোট। এর মধ্যেই রাজ্যবাসীদের সুখবর শোনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার। বিষয়টি বেশ স্বস্তি দেবে রাজ্যবাসীকে। আসুন বিষয়টি বিস্তারিত জেনে নেওয়া যাক।
কারা পাবেন বিদ্যুৎ বিল এ ছাড়?
পঞ্চায়েত ভোটের দামামা বেজে গেছে এ রাজ্যে। এর মাত্র মাস দুয়েক আগেই রাজ্য সরকারের নেওয়া দুয়ারে সরকার ক্যাম্প বেশ গুরুত্ব পাচ্ছে। প্রতি বারে এই দুয়ারে সরকার প্রকল্পে রাজ্যবাসীকে 25 টি জনমুখী প্রকল্প এর সুবিধা পাইয়ে দেওয়া হয় এই ক্যাম্পে। এবারে আরো দুটি প্রকল্প নতুন করে আবেদন করা যাবে দুয়ারে সরকার ক্যাম্পে।
এই নতুন দুটি প্রকল্প হল ইলেকট্রিক সংক্রান্ত বিষয় এবং অপরটি হল জমির পাট্টা। এক্ষেত্রে যাদের বিদ্যুৎ বিষয়ক সমস্যা আছে তাদেরকে এই দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে হবে। নতুন বিদ্যুৎ এর কানেকশন নিতে গেলেও এখানে আবেদন করা যাবে। রাজ্য সরকার থেকে বিজ্ঞপ্তি জারি করে আধিকারিকদের জানানো হয়েছে যে, আগামী 31শে ডিসেম্বর তারিখের মধ্যে সমস্ত আবেদন নিস্পত্তি করতে হবে।
বদলে গেল ATM থেকে টাকা তোলার নিয়ম, না মানলে প্রতিবার 100 টাকা ফাইন।
সুতরাং এক্ষেত্রে আবেদন করলে বেশ লাভবান হবেন রাজ্যবাসী। আর ইলেকট্রিক বিলের ক্ষেত্রে আনা হল 50% ছাড় দেওয়ার বিশেষ ব্যবস্থা। তবে এই সুবিধা সকলের জন্য নয়। যাদের পূর্বের বিদ্যুৎ বিল বকেয়া আছে, তারা সেই বকেয়া মেটাতে পারবেন। এক্ষেত্রে তাদের এই বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।
এর আগে রাজ্যের পূজা কমিটি গুলির বিদ্যুৎ বিলে ছাড় দেবার জন্য অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে এবারে রাজ্যের বিদ্যুৎ বিলে এই 50% ছাড় পেতে চলেছে রাজ্যবাসী। এই সুবিধায় রাজ্যবাসী বেশ সুবিধা পাবেন। এছাড়াও এই দুয়ারে সরকার ক্যাম্পে থাকছে কৃষক বন্ধু প্রকল্প, মানবিক প্রকল্প, ঐক্যশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, তপসিলি বন্ধু প্রকল্প, জয় জোহার প্রকল্প, কাস্ট সার্টিফিকেট, স্বাস্থ্য সাথী প্রকল্প, খাদ্যসাথী প্রকল্প ইত্যাদি।
নতুন ব্যবসা করুন এবারের শীতে। ঘরে বসেই নামমাত্র পুঁজিতে মাসে আয় 30-40 হাজার টাকা।
এখন সরকার তাদের প্রকল্পগুলিকে রাজ্যবাসীর দুয়ারে নিয়ে যাওয়ায় বেশ খুশি তারা। এখন আগের মতো আর ঝামেলা পোহাতে হচ্ছে না তাদের। এমন আরো খবর পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ। Written by Mukta Barai.
মাননীয় প্রধানমন্ত্রীর আবাস রোজনায় গরীব মানুষের প্রতি সদয় হওয়ার জন্য সুস্বাগতম
Dear sir,
Ame sanjit Das.ame marred.amar kono home nai.ja income kori seta dia hoche na.ki thakbo ki khabo ki babby ke dekhbo.
Sir amar neme mukul sekh ami khete khaoya lok Tai mase mase bil diye di tar pore o 21000 taka bil pathiyeche ta ami akhon ki korbo