WB Government: বাংলার সরকারি কর্মীদের পকেটে আসছে কড়কড়ে 25000 টাকা! কেন্দ্রের পথে হেঁটে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার
পশ্চিমবঙ্গ সরকার কর্মীদের জন্য মাঝেমধ্যেই নানান ধরনের গুরুত্বপূর্ণ ঘোষণা করে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রেই এই সকল ঘোষণার দ্বারা উপকৃত হন কর্মীরা(Government Employees). বছরের বিভিন্ন সময় জারি হয় নিত্যনতুন বিজ্ঞপ্তি। কখনো মহার্ঘ ভাতা, তো কখনো বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করে কর্মরতদের চমকে দেয় রাজ্য সরকার(WB Government). সম্প্রতি এমন একটি বিজ্ঞপ্তি জারি হল।
যেখানে সরকারি কর্মীদের জন্য রয়েছে এক খুশির খবর। আপনারা সবাই বিরাট বড় একটি আপডেট পেতে চলেছেন। বিশেষ করে পুজোর আগে এই আপডেট চলে আসায় সবার মুখে ফুটতে চলেছে হাসি। নিশ্চয়ই ভাবছেন রাজ্য সরকার(WB Government) আবার কোন নতুন ঘোষণা করলো? আসুন আজকের প্রতিবেদনে এই বিষয়টি নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
বাংলার সরকারি কর্মীদের জন্য বিরাট খবর! বিজ্ঞপ্তি জারি করে চমকে দিল সরকার
WB Government জারি করল নতুন নোটিশ!
অতি সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের জন্য ফের জারি করা হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি জারি হয়েছে সরকারের অর্থ দফতর-এর তরফে(WB Government)। এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছিল গত ৬ অগস্ট। রিপোর্ট অনুযায়ী বলা যায়, পশ্চিমবঙ্গে কর্মরত রাজ্য সরকারি কর্মীদের গ্রুপ ইনস্যুরেন্স সংক্রান্ত বিজ্ঞপ্তি এটি।
যে বিজ্ঞপ্তি রাজ্য সরকার(WB Government) জারি করেছে কেন্দ্রীয় সরকারের পথে হেঁটেই। আর এখান থেকেই জানা যাচ্ছে যে, নয়া বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্য সরকারি কর্মীরা গ্রুপ ইনস্যুরেন্সের অধীনে প্রাপ্য সুযোগ সুবিধার বিষয়টি সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়ে যাবেন। সরকারি কর্মীদের প্রাপ্য সুযোগ-সুবিধার বিষয়টি আরো স্পষ্ট করা হয়েছে অর্থ দপ্তরের বিজ্ঞপ্তির মাধ্যমে।
সরকারি কর্মীরা জেনে নিন, আপনাদের অর্থাৎ প্রত্যেক রাজ্য সরকারি কর্মীর বেতন থেকেই গ্রুপ কেটে নেওয়া হয় ইনস্যুরেন্সের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা। পরবর্তী কালে যখন কোন সরকারি কর্মী অবসর গ্রহণ করেন তখন তিনি সেই গ্রুপ ইনস্যুরেন্স বাবদ টাকাটি পেয়ে থাকেন। সম্প্রতি এই আবহে জানানো হয়েছে, এই গ্রুপ ইনস্যুরেন্সে কত টাকা সুদ দেওয়া হবে। জানা যাচ্ছে, ১ অগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সুদের পরিমাণ বিস্তারিত টেবিলের আকারে প্রকাশ করেছে রাজ্য সরকার।
অবশেষে পুজোর আগেই সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত!
WB Government: সরকারি কর্মীরা কত টাকা পাবেন?
প্রসঙ্গত যে বিষয়টি উল্লেখ করতেই হয়, গত ২০২৩ সালের ২৫ অক্টোবর গ্রুপ ইনস্যুরেন্স সংক্রান্ত সরকারি কর্মীদের প্রাপ্য সুদের বিস্তারিত তথ্য একটি টেবিলের মাধ্যমে জারি করেছিল কেন্দ্রীয় সরকার। আর তারপর হাত গুটিয়ে বসে থাকল না পশ্চিমবঙ্গ সরকার।
কেন্দ্রীয় সরকারের সেই টেবিল অনুযায়ী এবার রাজ্য সরকারি কর্মীদের জন্য গ্রুপ ইনস্যুরেন্স সংক্রান্ত টেবিলটি জারি করা হল। আর এই টেবিল অর্থাৎ বিজ্ঞপ্তি থেকে বলা যায়, প্রতি ইউনিট সাবস্ক্রিপশন যদি ১০ টাকা করে হয়, তবে সেই হিসেব ধরে এবং সেই অনুযায়ী এই নয়া টেবিলটি প্রকাশ করা হয়েছে। মোটামুটি আপনার সামনে একটা হিসাব তুলে ধরা হলো।
সাধারণত জিপিএফ-এর সুদের হারের সমান সুদ দেওয়া হয়ে থাকে গ্রুপ ইনস্যুরেন্সে। এই আবহে রাজ্য সরকার বর্তমানে গ্রুপ ইনসিওরেন্সে ৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। আবার প্রকাশিত টেবিল অনুযায়ী বলা যায়, ১০ টাকা সাবস্ক্রিপশন-এর হিসেব ধরলে এটা বলা যায়, একজন রাজ্য সরকারি কর্মী যদি ১৯৮৭ সালে চাকরিতে যোগ দেন ও ২০২৪ সালের অক্টোবরে অবসর গ্রহণ করতে চলেছেন এমন হয়ে থাকেন, তাহলে তিনি গ্রুপ ইনস্যুরেন্স বাবদ পেয়ে যাবেন ২৪ হাজার ৮৯৬.৩৩ টাকা। যাকে পঁচিশ হাজারের কাছাকাছি ধরা যায়।
ঠিক একই ভাবে বলা যায়, একজন কর্মী যদি ১৯৮৮ সালে কাজে যোগ দেন ও এই অক্টোবরে তিনি অবসরে যান, তাহলে তিনি ২২২৫৯.০৩ টাকা পাবেন। ১৯৮৯ সালে যোগ দেওয়া কর্মী পেয়ে যাবেন ১৯৮৭৩.৪০ টাকা, ১৯৯০ সালের যোগ দেওয়া কর্মীকে দেওয়া হবে ১৭৭৫০.০৯ টাকা।
১৯৯১ সালে যোগ দেওয়া একজন কর্মীর প্রাপ্তি হবে ১৫৮৬২.৫০ টাকা, ১৯৯২ সালে যোগ দেওয়া কর্মী পাবেন ১৪১৮৭.৬০ টাকা, ১৯৯৩ সালে যোগ দেওয়া কর্মীর প্রাপ্তি হবে ১২৭০৪.১২ টাকা, ১৯৯৫ সালে যোগ দেওয়া কর্মীর জন্য ১১৩৮০.১৫ টাকা, এবং ১৯৯৫ সালে যোগ দেওয়া একজন কর্মী পেয়ে যাবেন ১০২০৫.০৬ টাকা।