Government Notice 2024: রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট! হঠাৎ বদলে গেল নিয়ম! অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি দেখে অবাক হবেন

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য মাঝেমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার (Government Notice). সে বিজ্ঞপ্তি কখনো ছুটির নোটিশ তো কখনো অর্থনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট। বিজ্ঞপ্তি জারি করে সরকারি কর্মীদের অবহিত করা হয়। সম্প্রতি নবান্নের একটি বিজ্ঞপ্তি দেখে অবাক হয়েছিলেন কর্মীরা। তবে অবাক হওয়ার এখানেই শেষ নয়। কারণ অর্থ দপ্তরের তরফে ফের একটি নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে (Government Notice). আর সেই বিজ্ঞপ্তিতেই উল্লেখ হয়েছে যে চুপিসারে বদলে গিয়েছে নিয়ম।

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য বড় খবর! সমস্ত ছুটি বাতিল করল রাজ্য সরকার! বিস্তারিত জানুন

WB Government Notice 2024

দুর্গাপুজোর আগেই রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফে গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হল। বিজ্ঞপ্তি দেখে রীতিমতো অবাক প্রত্যেক সরকারি কর্মী। এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন, ঠিক কি বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হলো (Government Notice). আসলে কয়েকদিন আগেই রাজ্য অর্থ দপ্তরের তরফে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। আর সেই নির্দেশিকায় উল্লেখ হয়েছে যে, সরকার জিপিএফে সুদের হার গণনার নিয়মে বদল করার কথা।‌

পুজোর বাম্পার উপহার! রাজ্যে কর্মরত ১৫,০০০ কর্মীর পকেটে আসছে কড়কড়ে নোট! জারি হল নতুন বিজ্ঞপ্তি

WB Government Notice About GPF

সাম্প্রতিক রিপোর্ট থেকেই চেনা যাচ্ছে, সরকারি কর্মীদের চাকরি থেকে অবসর গ্রহণ অথবা চাকরি ছাড়ার সময় জিপিএফ (GPF) বাবদ যে টাকা পাওয়ার কথা থাকে, এবার সেই GPF গণনার পদ্ধতিতে পরিবর্তন আসছে। অর্থ দফতরের নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এবার থেকে এটি কার্যকর হবে বছরের ১ জানুয়ারি থেকে। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে সংশ্লিষ্ট বিষয়ে জানা গিয়েছে।

অর্থ দফতরের এই নয়া বিজ্ঞপ্তি বলছে, জিপিএফ (GPF)-এ যখন চূড়ান্ত পেমেন্ট হবে, এবার থেকে তার আগের মাস অবধি সুদ গণনা হবে। শুধু কি তাই? জিপিএফের অর্থ দিতে যদি ছয় মাস মতো দেরি হয়, তবে ওই কর্মী নিজের জিপিএফ (GPF)-এ সঞ্চিত টাকার ওপর বিলম্বিত সময়ের জন্যে সুদ পাবেন।

এর সঙ্গে এটাও জেনে রাখা জরুরী যে, পশ্চিমবঙ্গের শিক্ষক, শিক্ষাকর্মীরা জিপিএফ-এর মাধ্যমে যে টাকা জমা করেন, এবার থেকে যদি তাঁদের প্রয়োজন পড়ে, তাহলে সে ভিত্তিতে পরবর্তীতে তাঁরা ঋণের জন্যও আবেদন করতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য, জিপিএফে সুদের হার নিয়ে এর আগেই ঘোষণা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের তরফে সুদের হার ৭.১% রাখার কথা বলা হয়েছিল। তবে বর্তমানে রাজ্য সরকারের আওতায় কর্মরত কর্মীরা জিপিএফে ৭.১% হারে সুদ পাচ্ছেন।

Related Articles

Back to top button