Government Employees: রাজ্য সরকারি কর্মীদের পোয়াবারো! বোনাস বাড়িয়ে দিল সরকার। কবে, কত টাকা বোনাস পাবেন জেনে নিন

Government Employees Bonus Hike

সকল রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) জন্য সুখবর। সরকার এবার নয়া
ঘোষণা করতেই সকলের মুখের হাসি চওড়া হল।
কারণ সরকারি কর্মীদের বোনাস বৃদ্ধি হল। আর সেই বোনাসের টাকা একাউন্টে পাঠানো হচ্ছে। অ্যাড-হক বোনাসের ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার (WB Government). মঙ্গলবার দিন এই ঘোষণা এসেছে তাঁদের জন্য।

Government Employees Ad Hoc Bonus

রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়ে একটি
ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার দিন রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে এই বিষয়ে।
বাংলার সরকার জানিয়েছে, যে সকল রাজ্য সরকারি কর্মচারীরা কোনওরকম ‘প্রোডাক্টিভিটি লিঙ্ক বোনাস’ অর্থাৎ (কাজের ভিত্তিতে প্রদান করা বোনাস) পান না, পাশাপাশি, ২০২৫ সালের ৩১ মার্চ যাঁদের মাসিক স্যালারি ৪৪,০০০ টাকার কম, তাঁদের সকলকে মাথাপিছু করে সর্বোচ্চ ৬,৮০০ টাকা বোনাস দেওয়া হবে।

সরকারি কর্মীদের বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত

একদিকে যেমন রাজ্য সরকার সরকারি কর্মীদের বোনাস বৃদ্ধির (Bonus Hike). ঘোষণা করেছে সেইসঙ্গে নবান্নের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, কর্মীরা পুরনো বেতন কাঠামো বা নতুন কাঠামো যাতেই থাকুক না কেন, তাঁদের বোনাস প্রদানের সর্বোচ্চ সীমা ৪৪,০০০ টাকা হচ্ছে। তবে এও স্পষ্ট করা হয়েছে যে, যাঁদের মাসিক বেতন ৪৪,০০০ টাকার বেশি, তাঁরা সেই অ্যাড-হক বোনাস পাবেন না।

আরও পড়ুন: সরকারি কর্মীদের জন্য সুখবর! চলতি মাসেই বাড়ছে বেতন? পেনশন বাড়াবে সরকার! জানুন বিস্তারিত

কবে বোনাস বৃদ্ধি করা হচ্ছে?

ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে
কবে বোনাস বৃদ্ধি করা হচ্ছে সেই বিষয়ে। আর সেখান থেকেই জানা যায়, বাংলার যে সকল সরকারি কর্মীরা মুসলিম, তাঁরা ইদের আগে সেই বোনাস পাবেন। এছাড়া, মুসলিম ছাড়া অন্যান্য ধর্মের রাজ্য সরকারি কর্মীদের বোনাস দেওয়া হবে দুর্গাপুজোর ঠিক আগেই। সেক্ষেত্রে রাজ্য তরফে জানানো হয়েছে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে সেই অ্যাড-হক বোনাস প্রদান করা হবে।

কত টাকা করে বোনাস পাবেন?

রাজ্য সরকারি কর্মীরা কত টাকা করে বোনাস পাবেন সেই হিসেব করতে কোনও রাজ্য সরকারি কর্মী যত মাসের যোগ্য, সেটাকে ভাগ করতে হবে ১২ দিয়ে। আর সেটাকে ২০২৫ সালের ৩১ মার্চের নিরিখে প্রাপ্ত বেতনের সঙ্গে গুণ করতে হবে। আর তাহলে যে অঙ্কটা পাওয়া যাবে, সেটাই হবেই অ্যাড-হক বোনাসের পরিমাণ। তবে জেনে রাখুন, অঙ্কটা সর্বোচ্চ ৬,৮০০ টাকা হবে। ফর্মুলায় যদি দেখা যায় যে কারও বোনাসের অঙ্কটা হচ্ছে ৭,০০০ টাকা, তাহলে তিনিও পাবেন সর্বোচ্চ ৬,৮০০ টাকা।

এর পাশাপাশি, যে চুক্তিভিত্তিক কর্মচারীরা কমপক্ষে ১২০ দিন কাজ করেছেন যাদের ২০২৪-২৫ অর্থ বর্ষে নির্দিষ্ট বেতন ছিল, তাঁদের অ্যাড-হক বোনাস দেওয়া হবে। অতএব তাঁরা ২০২৪-২৫ অর্থবর্ষে মোট যে বেতন পেয়েছেন, সেটাকে ১২ দিয়ে ভাগ করলে যা হবে, সেই অঙ্কটা হল অ্যাড-হক বোনাস। তবে ওই অঙ্কটা মূলত ৬,৮০০ টাকার বেশি হবে না।

আরও পড়ুন: অবশেষে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি দীর্ঘ অপেক্ষার পর। কত টাকা বকেয়া পাবেন?

উপসংহার: রাজ্য সরকারের তরফে সম্প্রতি বোনাস বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। আপনারা যারা এই বিষয়ে সম্পূর্ণ তথ্য পেতে চান তাহলে সরকারের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন।

Related Articles

Back to top button