WB Holiday For Employees

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য মাঝেমধ্যেই বিভিন্ন সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার (WB Holiday). কখনো বেতন বৃদ্ধি সংক্রান্ত সিদ্ধান্ত, তো কখনও ছুটি সংক্রান্ত সিদ্ধান্ত। সরকারি কর্মীদের ছুটি তথা হলিডে নিয়ে সম্প্রতি রাজ্য সরকার একটি নয়া বিজ্ঞপ্তি জারি করেছে। আর সেই বিজ্ঞপ্তি রাজ্যের সরকারি কর্মীদের ঘুম উড়িয়েছে।

বিজ্ঞপ্তি থেকে স্পষ্ট যে, সরকারি কর্মীদের ছুটি কমতে চলেছে। সূত্রের খবর, নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হলো, আপাতত আর কোন ছুটি মিলবে না। বরং অতিরিক্ত কাজ করতে হবে সকল সরকারি কর্মীদের। রাজ্য সরকার হলিডে (WB Holiday) সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করেছে, সেই বিজ্ঞপ্তি কাদের জন্য? কাদের জন্য সরকারের এই নির্দেশ? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ে নিন।

পুজোর বাম্পার উপহার! রাজ্যে কর্মরত ১৫,০০০ কর্মীর পকেটে আসছে কড়কড়ে নোট! জারি হল নতুন বিজ্ঞপ্তি

WB Holiday Notice By Government

রাজ্য সরকারি কর্মীরা সবসময়ই সরকারের নতুন নোটিসের অপেক্ষায় থাকেন। সরকারি নোটিশের দ্বারা কখনো কর্মীদের দায়িত্ব বেড়ে যায়, আবার কিছু নির্দেশ মানার জন্যেও নোটিফিকেশন জারি করা হয়। সরকারের ছুটি সংক্রান্ত (WB Holiday) নোটিশ পাওয়ার অপেক্ষায় দিন গোনেন কর্মীরা। সম্প্রতি হলিডে নোটিশ জারি হল ঠিকই। কিন্তু সেটি ছুটি বৃদ্ধির জন্য নয়। বরং ছুটি কমার জন্য।

যা শুনছেন একদম সঠিক। আচমকাই ছুটি বাতিল-এর নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। নবান্নের নোটিশ পাওয়ার পর হতাশায় সরকারি কর্মীরা। সামনেই দুর্গোৎসব। এছাড়াও, পরপর পুজো ও অনুষ্ঠান। ফলে সবাই ছুটির জন্য মুখিয়ে ছিলেন। কিন্তু রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করল, তাতে নিঃসন্দেহে চিন্তা বাড়লো রাজ্য সরকারি কর্মীদের।

কিভাবে পাবেন জিপিএফ এর অর্থ? নতুন বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর! সুবিধা বাড়ল কর্মীদের

WB Holiday Notice For Employees

আর জি কর কাণ্ডে (RG Kar Medical College) উত্তাল পরিস্থিতি বঙ্গে। এক মাসেরও বেশি সময় ধরে প্রতিবাদ মুখর বাংলা। ঘটনার তীব্র প্রতিবাদে ক্ষুব্ধ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির ডাক দিয়েছেন। পাশাপাশি ধর্মঘটের ডাকও শোনা যাচ্ছে বাংলায়। এমতবস্থায়, অনেক দিন ধরেই এই রাজ্যে অচলাবস্থা।

জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে এখনো পর্যন্ত আরজিকর কাণ্ডের মামলা চলছে। আদালতের নির্দেশ, এখন রাজ্য সরকারকে কোর্টে আরজি কর হাসপাতালের পরিস্থিতি সম্পর্কে প্রত্যেকটি তথ্য প্রমাণ, ঘটনার প্রতিকারে রাজ্য সরকারের ভূমিকা ইত্যাদি বিষয়ে তথ্য তুলে ধরতে হবে।

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কাজে ফেরেননি জুনিয়র ডাক্তাররা। কারণ, তাঁদের কথায় পাঁচ দফা দাবি পূরণ না হলে কাজে ফিরবেন না তাঁরা। সম্প্রতি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র ডাক্তার ও মুখ্যমন্ত্রীর ‌সামনাসামনি বৈঠক হয়। কিন্তু সেই বৈঠকের পরেও ‌জটিলতা কাটেনি। কারণ, জুনিয়র ডাক্তারদের দাবি তাঁদের দাবি পূরণ হয়নি।

ফলে এখনো পর্যন্ত কর্মবিরতি জারি রয়েছে। এর মধ্যে, গতকালের শুনানিতে শীর্ষ আদালতের তরফে জানানো হয়, রাজ্য সরকারকে তথ্য ও নথি জমা দিতে। আর সেই কাজেই এখন ব্যস্ত থাকছেন রাজ্যের প্রশাসনিক কর্তা, অফিসাররা। তাই জন্য তাঁদের কোন বিশেষ কারণ ব্যতীত ছুটি নিতে না করেছে রাজ্য সরকার।

নবান্ন সূত্রের খবর, এই বিষয়টি নিয়ে সম্প্রতি মুখ্যসচিব মনোজ পন্থ বিভিন্ন দফতরের অফিসারদের নিয়ে একটি বৈঠক করেছেন। মুখ্যসচিবের এই বৈঠকে রাজ্যের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে যেন তারা অতিরিক্ত ছুটি না নেন। আর সেই নির্দেশ মানা হচ্ছে। কিছু দফতরের অফিসাররা সাম্প্রতিক করম পুজো ও বিশ্বকর্মা পুজোর ছুটির দিনেও দপ্তরে উপস্থিত থেকে কাজ করেছেন।