WB Holiday: নভেম্বর পড়তেই লম্বা ছুটির ছক্কা! টানা 5 দিনের ছুটি ঘোষণা করল নবান্ন! কবে থেকে ছুটি পড়ছে জেনে নিন

টানা ৫ দিনের ছুটি ঘোষণা করল নবান্ন

বছরের শুরু থেকেই রাজ্যে চলে নানান ধরনের ছুটি (WB Holiday). জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠানে রাজ্যবাসী সাধারণ মানুষ ছুটি পেয়ে থাকেন। ছুটির কারণে বন্ধ থাকে স্কুল কলেজ ও অফিস। সরকারি কর্মীদের তো মজাই মজা। বাঙালির বারো মাসে তেরো পার্বণ খুশি খুশি উপভোগ করেন তাঁরা। বছরের শুরুতেই ছুটির ক্যালেন্ডার প্রকাশ করে সরকার। তবে এবার ৫ দিনের লম্বা ছুটির ঘোষণা নবান্নের তরফে।

WB Holiday Update 2024

রাজ্য সরকার প্রায়শই বিশেষ সরকারি ছুটির ঘোষণা করে থাকে। রাজ্যে কবে ও কোন দিন ছুটি থাকছে (WB Holiday) তা সরকারি তরফে ঘোষণা করা হয়। আবার অনেক সময় দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আলাদা করে কোন বিশেষ উৎসবের কারণে সরকারি ছুটি ঘোষণা করেছেন। চলতি বছর তেমনি সরকারি ছুটি পেয়েছেন পশ্চিমবঙ্গবাসী। ইতিমধ্যে জানা যাচ্ছে, আরও একটি লম্বা ছুটির ঘোষণা হয়েছে। পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, কবে ও কোন কোন দিন ছুটি থাকছে। ধোঁয়াশার মধ্যে না থেকে আজকের প্রতিবেদন থেকে জেনে নিন ঠিক কোন কোন দিন রাজ্যে ছুটি থাকছে।

Government Announced New Holiday

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো থেকে শুরু করে কালীপুজো, ভাইফোঁটার অনুষ্ঠান। একটানা ছুটি পেয়েছেন রাজ্যের সরকারি কর্মীরা। প্রায় প্রত্যেক বছরই উৎসবের আবহে লম্বা ছুটি পান তাঁরা। তবে এই ছুটি কিন্তু সরকারের প্রত্যেক দফতরে কর্মরত ব্যক্তিরা পান না। অনেক সময় দেখা যায়, জরুরি পরিষেবায় কর্মরত কর্মীদের উৎসবের আবহেও কাজ করে যেতে হয়। আর সেই কারণে সরকারের তরফ থেকে তাঁদের জন্য বিশেষ কিছু ছুটি বরাদ্দ করা থাকে প্রত্যেক বছর।

তবে সেই স্পেশ্যাল ছুটির সংখ্যা নিয়েও কর্মীদের মনে বাসা বাঁধছিল আক্ষেপ। অনেকেই বলছিলেন, এই ছুটি যথেষ্ট নয়। এমনই মত ছিল অনেকের। তাই এবার এই নিয়েই বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শুক্রবার বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে উপস্থিত ছিলেন আদিবাসী ভবনে। আর সেখান থেকেই স্পেশ্যাল ছুটি বাড়ানোর কথা ঘোষণা করেন তিনি।

সাধারণত দেখা যায় যে, উৎসবের আবহে রাজ্য সরকারি কর্মীরা প্রায় মাস খানেক লম্বা ছুটি পান। ছুটি শুরু হয় দুর্গাপুজো থেকে। দুর্গোৎসবের পর লক্ষ্মীপুজো থেকে শুরু করে কালীপুজো, তারপর ভাইফোঁটা, পরপর সব উৎসবের জন্য অফিস বন্ধ থাকে। তবে অন্যান্য অফিস ও দপ্তর বন্ধ থাকলেও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা এই ছুটি পান না। তার বদলে পুজোর পর সেই সকল কর্মীদের ১০ দিনের স্পেশ্যাল ছুটি দেওয়া হয়। এবার সেই ছুটির সংখ্যা বাড়ানোর কথা ঘোষণা হল সরকার তরফে। কারা পাবেন পাঁচ দিনের লম্বা ছুটি?

নভেম্বর মাসে নতুন ছুটির ঘোষণা করল নবান্ন! বন্ধ থাকবে স্কুল, কলেজ, অফিস!

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘মানুষের স্বার্থে যারা ২৪ ঘণ্টা কাজ করে চলেন, তাঁদের যোগ্য সম্মান পাওয়া উচিত’। এরপর তিনি রাজ্যে কর্মরত পুলিশ কর্মী, দমকল কর্মী, স্বাস্থ্য কর্মী এবং পুরসভা কর্মীদের কথা বলেন। এই সকল কর্মীদের স্পেশ্যাল ছুটির সংখ্যা এবার ১০ দিন থেকে বাড়িয়ে ১৫ দিন করা হচ্ছে। সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই, খুশি কর্মীরা। নতুন করে ছুটির ঘোষণা শুনে মুখে হাসি ফুটেছে তাঁদের।

Related Articles

Back to top button