WB Holiday: সরকারি কর্মীদের পোয়াবারো! এক্সট্রা একদিন ছুটি দিল রাজ্য সরকার। কবে মিলছে ছুটি? জেনে নিন

WB Govt Announced New Holiday

বছরের শুরুতেই ছুটির (Holiday) তালিকা প্রকাশ করে রাজ্য সরকার। আর সেই তালিকা মোতাবেক ছুটি দেওয়া হয় স্কুল, কলেজ, অফিসে। এই বছরে ছুটির লিস্ট বলছে, বছরভর রয়েছে একঝাঁক হলিডে। এরই মাঝে রাজ্য সরকার এক্সট্রা একটা সরকারি ছুটির ঘোষণা করল। কবে মিলবে সেই ছুটি? দেখে নিন আজকের প্রতিবেদন থেকে।

Government Employees New Holiday

ছুটির অপেক্ষা করে কে না থাকেন! বছরের শুরু থেকে শেষ বারো মাস নানান কারণে ছুটি চলে রাজ্যে। একে তো বাংলায় বারো মাসে তেরো পার্বণ আর সেই উপলক্ষ্যে ছুটি (Government Holiday) পেয়ে থাকেন ছাত্রছাত্রী থেকে অফিসে কর্মরতরা। এদিকে নতুন বছর তো পড়েই গিয়েছে। আর নতুন বছরে এক্সট্রা একদিন ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। নতুন ছুটির ঘোষণা করল সরকার

নতুন বছর পড়তে জানুয়ারির শুরু থেকেই বেশ কয়েকদিনের ছুটি (Government Holiday) মিলেছে। আর জানুয়ারি শেষ হলে ফেব্রুয়ারী মাসেও রয়েছে একাধিক ছুটি। এদিকে, চলতি মাসে আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। অতএব আজকে ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গে ছুটি থাকবে ব্যাঙ্ক ও সমস্ত সরকারি দপ্তর। আর তেইশে জানুয়ারির পর ছুটি রয়েছে ২৬ শে জানুয়ারির দিন। ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস ন্যাশনাল হলিডে হিসেবে পালিত হয়। তবে এই দিন পড়েছে রবিবার। তাহলে কি ছুটি মিলবে না?

সরকারি কর্মচারীরা 25 লাখ টাকা পাবেন। প্রস্তাব গেল অর্থ মন্ত্রকে

কবে এক্সট্রা ছুটি মিলবে?

আগামী ২ ফেব্রুয়ারি সরস্বতী পুজো উপলক্ষ্যে এমনিতেই সাপ্তাহিক ছুটি আছে। সরস্বতী পুজো রবিবার পড়লেও তার পরদিন অর্থাৎ সোমবারও ছুটি দিল রাজ্য সরকার। সরস্বতী পুজো রবিবারের পাশাপাশি সোমবারও রয়েছে। অর্থাৎ দুইদিন মিলিয়েই পড়েছে। তাই রাজ্য সরকারের তরফে এই সোমবার দিন ছুটি দেওয়া হয়েছে।

আর এদিন আপনারা এক্সট্রা ছুটি পাবেন। সরকারি কর্মীরা জানুন, চলতি বছর ২০২৫ সালে মোট আটটি ছুটির দিন পড়েছে রবিবার। তবে এই বছর ২০২৫ সালে স্বামী বিবেকানন্দর জন্মদিন, প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি) ছাড়াও সরস্বতী পুজো (২ ফেব্রুয়ারি) পড়েছে রবিবার দিন।

টানা 42 দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা। সরকারের নয়া ঘোষণায় মুখে হাসি ফুটল লাখ লাখ কর্মীর

প্রসঙ্গত উল্লেখ্য, গতবার থেকে রামনবমীতেও ছুটি দিচ্ছে রাজ্য সরকার। আগামী বছর রামনবমী পড়েছে ৬ এপ্রিল রবিবার দিন। আর মহরম পড়েছে ৬ জুলাই, রাখিপূর্ণিমা পড়েছে ৯ অগস্ট, সরকারি কর্মীরা জেনে নিন, ভানুভক্তের জন্মদিন, মহালয়া এবং দুর্গাপুজোর মহাষষ্ঠী সবই রবিবার পড়ায় এবাড়তি ছুটি মিলবে না সরকারি কর্মীদের। তাই আগেই একদিনের এক্সট্রা ছুটির ঘোষণা করা হয়েছে। আর সেই ছুটির ঘোষণায় খুশি বাংলার লাখ লাখ সরকারি কর্মী।

Related Articles

Back to top button