Holiday 2025: আচমকা চারদিনের টানা ছুটির ঘোষণা করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে খুশির হাওয়া রাজ্যে

West Bengal Holiday Update

চার দিনের লম্বা ছুটি (Holiday) পাবেন সরকারি কর্মীরা। সম্প্রতি এমনটাই ঘোষণা করল বাংলার সরকার। আচমকা এই ছুটির ঘোষণায় দুর্দান্ত খুশি হলেন সকলে। এমনিতেই সারা বছর ধরে নানান ধরনের ছুটি চলে। উৎসব ও অনুষ্ঠানে টানা ছুটি পান রাজ্যের সরকারি কর্মীরা থেকে স্কুল কলেজ পড়ুয়ারা। তবে এমন হঠাৎ করে চার দিনের ছুটির ঘোষণাকে সবাই বলছেন সারপ্রাইজ হলিডে।

West Bengal Holiday Update 2025

এমনিতে সরকারি তরফে ছুটির ক্যালেন্ডার প্রতি বছরের প্রথম দিকেই প্রকাশ করা হয়। আর সেই ক্যালেন্ডার অনুযায়ী বছরভরের সরকারি ছুটিগুলি তারিখ ও দিন-সহ উল্লেখ করা থাকে। তবে মাঝেমধ্যেই বিশেষ কোন কারণে সরকারি তরফে নতুন ছুটির ঘোষণা করা হয়। কখনো সেটা একদিনের হয় আবার কখনো একাধিক দিনের ছুটি পেয়ে থাকেন সরকারি কর্মীরা ও ছাত্র-ছাত্রীরা। এমনই হঠাৎ করে চার দিনের ছুটির ঘোষণা হতে মুখে হাসি ফুটল সবার।

সরকারি কর্মীরা পাবেন টানা চার দিনের ছুটি!

কিন্তু সরকারি কর্মীদের মনে এখন একটাই প্রশ্ন আসবে, রাজ্য সরকার কবে ছুটির ঘোষণা করল?কবে থেকে মিলবে এই টানা চার দিনের ছুটি। এই ছুটিতে হলিডে প্ল্যান করতেই পারেন সরকারি কর্মীরা। এমনিতেই রাজ্য সরকার ডিএ সংক্রান্ত ঘোষণা এখনো করেনি। আদালতে মহার্ঘ ভাতার মামলা বিচারাধীন। এমন পরিস্থিতিতে চার দিনের লম্বা ছুটি ঘোষণা করে চমকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee).

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকা ২০২৫। টানা ছুটি কতবার পাবেন?

কবে থেকে পাবেন এই ছুটি?

আসলে আর দুদিন পর ১৪ই ফেব্রুয়ারি। বিশেষ করে এই দিনটি ভ্যালেন্টাইন ডে হিসেবে পরিচিত হলেও এই দিন ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন। আর সেই উপলক্ষে আসন্ন শুক্রবার ছুটি ছিলই রাজ্যে। তবে এবার জানা গেল যে, ১৩ তারিখও ছুটি করেছে রাজ্য সরকার। অর্থাৎ আজকে ছুটি থাকছে বাংলায়। ইতিমধ্যেই সেই মর্মে একটি নয়া বিজ্ঞপ্তি জারি হয়েছে। ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছিল মঙ্গলবার।

আর সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল যে, ১৩ই ফেব্রুয়ারি শবে-বরাত উপলক্ষে ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। যদিও এর ফলে আচমকা ছুটি পেয়ে গেলেন সরকারি স্কুল, কলেজ থেকে শুরু করে কর্পোরেশন, পাশাপাশি পৌরসভা-সহ সরকরি ও আধা সরকারি অফিস ও প্রতিষ্ঠান গুলির কর্মীরা।তবে শুধু এই দুদিন ছুটি নয়।

ফেব্রুয়ারিতে লম্বা ছুটির ঘোষণা করল রাজ্য সরকার। বন্ধ থাকছে স্কুল কলেজ অফিস। দেখে নিন ছুটির তালিকা

১৩ এবং ১৪ দুদিন পরপর ছুটির পর পড়ছে শনি ও রবিবার। এই দুইদিন সপ্তাহন্তের ছুটি (Government Holiday). অর্থাৎ টানার চার দিনের লম্বা ছুটি চলবে রাজ্যে। স্বাভাবিকভাবে বলা যায়, মাসের মাঝে এমন চার দিনের জন্য ছুটি পেয়ে বেশ খুশি সকল কর্মচারীরা। তবে শুধুমাত্র চলতি ফেব্রুয়ারি মাসে নয়, মার্চ মাসেও পাবেন একটানা ৩ দিনের ছুটি। আগামী ১৪ ও ১৫ মার্চ থাকছে দোল উপলক্ষে ছুটি। এর পরের দিন ১৬ মার্চ পড়ছে রবিবার। তাই ওই মাসেও একটানা তিন দিনের ছুটি পাওয়া যাবে।

Related Articles

Back to top button