WB Food Supply Department এ কেমিস্ট নিয়োগ, বেতন ২৫,০০০ টাকা।
WB Food Supply Department এ আবেদনের শেষ তারিখ, জেনে নিন।
সরকারি চাকরির সন্ধান করছেন? তাহলে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন। সম্প্রতি পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তর বা WB Food Supply Department এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে জন্য জেলায় কর্মী হিসেবে নিয়োগ করা হবে। নিয়োগ পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, আবেদনের শেষ তারিখ সম্পর্কে জানুন।
নিয়োগ পদের নাম – কেমিস্ট।
শূন্যপদের সংখ্যা– ১টি।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা– WB Food Supply Department এর এই পদে আবেদন জানাতে হলে আবেদনকারীকে যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে বিএসসি (B.Sc) স্নাতক ডিগ্রী পাশ করে থাকতে হবে।
বয়সসীমা– আবেদনকারীর নূন্যতম বয়স ১৮ বছর থেকে ৩৬ বছরের মধ্যে থাকতে হবে।
আবেদন পদ্ধতি– কেবলমাত্র অনলাইনের মাধ্যমেই জানানো যাবে আবেদন। পশ্চিমবঙ্গ ফুড এন্ড সাপ্লাই ডিপার্টমেন্টের (WB Food Supply Department ) অফিশিয়াল ওয়েবসাইট লিংক থেকে আবেদন জানাতে হবে। প্রথমে Recruitment অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘One Time Registration’ এ ক্লিক করে ‘Apply Online for Chemist’ অপশনে ক্লিক করতে হবে। তবেই আবেদনের মেইন পেজ খুলে যাবে। এরপর আবেদনকারীর প্রয়োজনীয় নথিগুলি দিয়ে অনলাইন আবেদন করতে হবে।
বেতন– মাসিক বেতন ২৫,০০০ টাকা।
নিয়োগ প্রক্রিয়া– WB Food Supply Department এর এই পদে নিয়োগের জন্য প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। তাতে উত্তীর্ন হলে নেওয়া হবে ইন্টারভিউ। এরপর প্রার্থী বাছাইয়ের মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে।
লিখিত পরীক্ষা– ৪০ নম্বর।
পার্সোনাল ইন্টারভিউ– ১০ নম্বর।
চাকরির ধরন-
কন্ট্রাকচুয়াল বেসিসে (১বছরের জন্য) নিয়োগ করানো হবে।
পশ্চিমবঙ্গে পুজোর আগে ডিএ ঘোষণার শেষ সুযোগ, সমস্ত অফিসারদের ডাকলেন মুখ্যমন্ত্রী
আবেদন ফি– অফিশিয়াল বিজ্ঞপ্তিতে আবেদন ফি সম্পর্কে কোনো কিছু জানানো হয়নি।
আবেদনের শেষ তারিখ – ২২ সেপ্টেম্বর, ২০২২.
অফিশিয়াল বিজ্ঞপ্তি-
https://food.wb.gov.in/fsr/assets/pdf/chemist-Recruitment.pdf
অফিশিয়াল ওয়েবসাইট –
https://food.wb.gov.in/
Apply Now-
https://food.wb.gov.in/fsr/FSR_Home_Page
চাকরি সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েব পোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
বাড়িতে বসেই Jio 5G SIM পাবেন একদম বিনামূল্যে, কিভাবে পাবেন দেখুন