Food Department Recruitment: পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে নতুন চাকরির বিজ্ঞপ্তি। মাসে বেতন 40,000/- টাকা! আবেদন জানান অনলাইনে

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য একটি ভাল খবর। পুজোর পরেই প্রচুর শূন্যপদে নিয়োগ শুরু হয়েছে (Food Department Recruitment) রাজ্যের খাদ্য দপ্তরে নতুন বেশ কিছু পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ দেওয়া শুরু হল। এই নতুন চাকরির বিজ্ঞপ্তি সুবর্ণ সুযোগ চাকরিপ্রার্থীদের জন্য। তাই আপনিও যদি অনেকদিন ধরে চাকরির খোঁজে থেকে থাকেন, আপনিও যদি চান খাদ্য দপ্তর এর নতুন নিয়োগে অংশ নিতে তাহলে আজকের এই প্রতিবেদন অবশ্যই মন দিয়ে পড়ে নেবেন।

কারণ এই প্রতিবেদনে উল্লেখ করা হবে খাদ্য দপ্তরের নতুন নিয়োগে কি কি যোগ্যতা প্রয়োজন, কারা এখানে আবেদন জানাতে পারবেন, চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীদের বয়সসীমা, চাকরির বেতন ও আবেদন জানানোর পদ্ধতি সম্পর্কে সব ডিটেলস তুলে ধরা হলো আজকের প্রতিবেদনে।‌ তাই অবশ্যই আর দেরি না করে সম্পূর্ণ প্রতিবেদন পড়ে নিন। আশা করা যায় এর দ্বারা আপনারা উপকৃত হবেন।

WB Food Department Recruitment 2024

পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফে নতুন করে বিজ্ঞপ্তি জারি হয়েছে। সম্প্রতি বেশ কিছু শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর। রাজ্য খাদ্য ও সরবরাহ বিভাগের ‘খাদ্যশ্রী ভবন’ থেকে প্রকাশিত হওয়া এই নিয়োগ বিজ্ঞপ্তিটি (Food Department Recruitment 2024) প্রধানত তিনটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের কথা উল্লেখ করে। এই নিয়োগে প্রার্থীদের কাজের সুযোগ থাকবে রাজ্যের খাদ্য দপ্তরে, যেখানে তারা কাজ করতে পারবেন অত্যাধুনিক সফটওয়্যার সিস্টেম ও প্রযুক্তির মাধ্যমে।

১) ভ্যাকেন্সি ডিটেলস

সম্প্রতি খাদ্য দপ্তরের তরফে প্রকাশিত এই নতুন বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, মোট তিনটি পদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া চলছে। কি কি পদের জন্য? পদগুলি হলো ১) সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল ২) ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর এবং ৩) সফটওয়্যার ডেভেলপার। এই তিনটি পদে যে সকল চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে চাইছেন তাদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সম্পর্কে তথ্য জেনে নেওয়া যাক। কিভাবে আবেদন জানাবেন ও কবে পর্যন্ত আবেদন চলছে সেটিও জেনে নেওয়া জরুরী।

পোস্ট অফিসে 344 পদে নতুন চাকরি। প্রতিমাসে বেতন 30,000 টাকা। জেনে নিন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

২) শিক্ষাগত যোগ্যতা

এখানে যেহেতু তিনটে ভিন্ন পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে, তাই শিক্ষাগত যোগ্যতার পার্থক্য আলাদা আলাদা। যেমন, সফটওয়্যার ডেভেলপার ও ডেটাবেস এডমিনিস্ট্রেটর পদের জন্য আবেদন জানাতে চান যে সকল প্রার্থীরা তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার্স (MCA) অথবা আইটি বিএসসি/বিটেক ডিগ্রি অথবা কম্পিউটার সাইন্সে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (BE) ডিগ্রি পাশ।

এর পাশাপাশি, যারা সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল পদের জন্য আবেদন জানাতে চান, তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে কম্পিউটার সাইন্সে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (BE), ব্যাচেলর অফ টেকনোলজি (B.Tech) ডিগ্রি পাশ।

৩) মাসিক বেতন

যারা এই তিনটি পদে চাকরি পাবেন তাদের প্রতি মাসের বেতন হবে যথেষ্ট ভালো। ঠিক কত বেতন পাবেন তারা? ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদে কর্মরতদের প্রতি মাসের বেতন হবে ৪০,০০০/- টাকা। সফটওয়্যার ডেভেলপার পদে কর্মরতদের প্রতি মাসের বেতন হবে ৩৩,০০০/- টাকা এবং সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল পদে কর্মরত প্রার্থীদের প্রতি মাসের বেতন হবে ২১,০০০ টাকা।

রেলে চাকরির পরীক্ষা দেবেন? কোন মাসে কি পরীক্ষা হবে? সম্পূর্ণ তালিকা দেখে নিন

৪) আবেদন জানাবেন কিভাবে

আপনারা যারা ফুড ডিপার্টমেন্টের নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা আবেদন জানানোর জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। তারপর সেখান থেকে আবেদন-এর লিংকে ক্লিক করবেন। সেখান থেকে আবেদন পত্র ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট একত্র করে সাবমিট করবেন। এভাবেই অনলাইনে নিজের আবেদনপত্র জমা দিয়ে দেবেন প্রার্থীরা।

৫) আবেদনের সময়সীমা

এই নিয়োগের আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। আপনারা যারা আবেদন জানাতে আগ্রহী তারা আগামী ২৪ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে নিজ আবেদন সাবমিট করে দেবেন। আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

Related Articles

Back to top button