WB DEO Recruitment: রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি! প্রতিমাসে বেতন 11,000/- টাকা

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য নতুন চাকরির সুবর্ণ সুযোগ। প্রচুর শূন্যপদে ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য নিয়োগ হচ্ছে(WB DEO Recruitment). রাজ্যের একটি জেলায় চলছে নিয়োগ প্রক্রিয়া। ‌আবেদন জানাতে পারেন পুরুষ ও মহিলা চাকরিপ্রার্থীরা। আপনি যদি কলেজ পাশ করে থাকেন তাহলে এই নিয়োগে অবশ্যই ‌যোগদান করুন(WB DEO Recruitment).

পাশাপাশি আপনার যদি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই সকল বিষয় দক্ষতা থাকে, তাহলে আপনি এখানে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। তাহলে আর দেরি কিসের? জমা করুন আপনার আবেদন,‌ আর তার জন্য জেনে নিন কিভাবে এই নিয়োগের অ্যাপ্লিকেশন জমা করতে হবে।

14052 শূন্যপদে রাজ্যে আপার প্রাইমারি নিয়োগ শুরুর নির্দেশ হাইকোর্টের! ঠিক দুমাসের মধ্যে চাকরি পাবেন প্রার্থীরা

WB DEO Recruitment 2024

১) ভ্যাকেন্সি ডিটেলস

অতি সম্প্রতি রাজ্যের ভূমি দপ্তরের তরফে নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিয়োগ চলছে পূর্ব বর্ধমান জেলায়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এখানে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। যারা এই নিয়োগে অংশগ্রহণ করতে চান, তাঁরা অবশ্যই মূল বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন।‌ তবে চাকরিপ্রার্থীদের সুবিধার্থে নিয়োগ সংক্রান্ত যাবতীয় ডিটেলস আজকের প্রতিবেদনে উল্লেখ থাকল।

২) শিক্ষাগত যোগ্যতা

প্রত্যেক নিয়োগের মত এই নিয়োগের ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‌আপনি কোন কোন শিক্ষাগত যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারেন, সেই বিষয়ে জেনে নিন। এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চাইলে প্রার্থীদের কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন অর্থাৎ স্নাতক পাশের যোগ্যতা থাকতে হবে।

এর পাশাপাশি প্রার্থীর কম্পিউটার চালানোর দক্ষতা এবং সার্টিফিকেট থাকতে হবে। এমএস ওয়ার্ড ও এমএস এক্সেলে কাজের দক্ষতা থাকতে হবে প্রার্থীদের। প্রার্থীদের হতে হবে পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা। আপনারও যদি এই সকল বিষয়ে দক্ষতা থাকে, তাহলে অবশ্যই নিজ আবেদন সাবমিট করবেন।

ভারতীয় রেলে 1376 পদে স্টাফ নিয়োগ! উচ্চমাধ্যমিক পাশে আবেদন, মাসিক বেতন 44900/- টাকা

৩) বয়সসীমা

প্রতিটি নিয়োগের মতোই ভূমি দপ্তরের এই নতুন নিয়োগে বয়সসীমা গুরুত্বপূর্ণ বিবেচনাধীন একটি বিষয়। চাকরির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন সেই সকল প্রার্থীরা যাদের বয়স ০১/০৬/২০২৪ অনুযায়ী ২১ বছর থেকে ৪৫ বছরের মধ্যে।

 অবশ্যই নিয়োগের ক্ষেত্রে বয়সসীমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা (SC, ST, OBC) আলাদা করে বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। আপনার বয়স এর মধ্যে হলে অবশ্যই আবেদন সাবমিট করবেন।

৪) মাসিক বেতন

পশ্চিমবঙ্গের ভূমি দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর পদের (WB DEO Recruitment) নতুন নিয়োগ সিলেক্টেড ও নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসের বেতন হবে যথেষ্ট ভালো। বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে প্রার্থীদের মাসিক বেতন হবে ১১,০০০ টাকা। এর পাশাপাশি থাকছে আরো অন্যান্য সুবিধাও।

৫) আবেদন জানাবেন কিভাবে

  • আবেদনে আগ্রহী প্রার্থীদের প্রথমে পূর্ব বর্ধমান জেলার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
  • ওয়েবসাইটে গিয়ে সঠিক নির্দেশ মেনে সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন।‌রেজিস্ট্রেশন সম্পন্ন করা হলে পুনরায় লগ ইন করবেন।
  • তারপর অ্যাপ্লিকেশনের যে লিঙ্কটি আছে সেখানে ক্লিক করবেন।
  • আবেদন পত্রের প্রতিটি তথ্য যথাযথ ভাবে উল্লেখ করবেন। কোন তথ্য যেন ভুল না হয়।
  • আবেদনপত্রটি সঠিক ভাবে ফিল আপ হয়ে গেলে ডকুমেন্ট গুলি যেগুলি যাওয়া হয়েছে সেগুলি জমা দিন।‌
  • নথি জমা দেওয়া হয়ে গেলে আবেদন মূল্য চাইলে তা জমা দিন, নচেৎ আবেদন মূল্য হিসেবে কোন অর্থ জমা দিতে হবে না।‌
  • এরপর পুরো আবেদনপত্র একবার রিচেক করে নিয়ে সাবমিট করে দিন।‌
  • অবশ্যই একটি প্রিন্ট আউট কপি নিজের কাছে রাখবেন। এটি পরবর্তীতে দরকার হতে পারে। আর এই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল সাইটে নজর রাখুন।

৬) আবেদনের সময়সীমা

ডেটা এন্ট্রি অপারেটর পদের নিয়োগের আবেদন বর্তমানে শুরু হয়ে গিয়েছে। চাকরির আবেদন চলবে আগামী ১৪/০৯/২৪ তারিখ পর্যন্ত। তবুও অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সময়সীমা জানতে চাকরিপ্রার্থীরা অবশ্যই মূল বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন।

৭) নিয়োগ প্রক্রিয়া

অফিসিয়াল নোটিফিকেশন থেকে জানা যাচ্ছে, পূর্ব বর্ধমান জেলার ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য ও উপযুক্ত প্রার্থীদের বেছে নেওয়া হবে। ‌পরীক্ষাটি কবে হবে, পরীক্ষার জন্য কি কি সিলেবাস থাকবে ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে আরো ডিটেলস পেয়ে যাবেন জেলার অফিসিয়াল ওয়েবসাইটে। ‌

Related Articles

Back to top button