Dearness Allowance – পশ্চিমবঙ্গে ডিএ শুধুমাত্র কেন্দ্রের অর্ডারের অপেক্ষায় আটকে, টাকা এলেই সব বকেয়া মেটাবে সরকার। বিস্তারিত দেখুন।
পশ্চিমবঙ্গে ডিএ (Dearness Allowance) বর্তমানে একটি বহু চর্চিত বিষয়। স্টেশনের চা দোকান থেকে রাস্তার মোড়, সমস্ত জায়গাতেই এখন সাধারণের একটি বিশেষ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ডিএ। সারা দেশ জুড়ে প্রতিটি রাজ্যের সরকারি কর্মীরা বাজারের দ্রব্যমূল্যের বৃদ্ধির সাথে সাথে সরকারের থেকে ডিয়ারনেস অ্যালাওয়েন্স পেয়ে থাকেন, যা তাদের বাজারের দ্রব্যমূল্যের চাপ সামলাতে সাহায্য করে। তবে এরাজ্যে ডিএ এখনো অধরা। কবে মিলবে, তার একটি ইঙ্গিত মিলেছে সম্প্রতি। বিস্তারিত জেনে নেওয়া যাক।
পশ্চিমবঙ্গে Dearness Allowance মেটাতে একপায়ে রাজি আছে রাজ্য সরকার।
সারা দেশের প্রত্যেক রাজ্যের সরকারি কর্মীরা Dearness Allowance পাচ্ছেন নিয়ম করে তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গে ডিএ আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এ আবার কেমন করে সম্ভব? কেন্দ্রের ডিএ তো কেন্দ্র সরকার তার কর্মীদের দিচ্ছেন 38 শতাংশ হারেই। তবে কেন্দ্র সরকার কিভাবে পশ্চিমবঙ্গে ডিএ আটকে রাখতে পারে?
এই বিষয়ে পরিষ্কার মন্তব্য প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের এক অন্যতম প্রধান ব্যক্তিত্ব। তিনি জানিয়েছেন যে, কেন্দ্র সমস্যা না করলে অনেক আগেই পাওনা বকেয়া ডিএ পেয়ে যেতেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা। কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের টাকা আটকে রেখেছে বলেই সরকারি কর্মীরা তাদের হকের টাকা পাচ্ছেন না।
রাজ্যের শাসক দলের প্রধান মুখপাত্র শ্রী কুনাল ঘোষ মহাশয় এমনই মন্তব্য করেছে পশ্চিমবঙ্গে Dearness Allowance মেটানো প্রসঙ্গে। কোলকাতা শহীদ মিনার চত্ত্বরে 33 টি সংগঠনের মিলিত উদ্যোগে তৈরি হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের আন্দোলন বর্তমানে 10 দিন পেরোতে চলেছে। তারা প্রতীকী অনশন পর্যন্ত করছেন। আন্দোলনকারীদের মুখে শোনা গেছে প্রতিবাদী প্যারোডিও।
কোলকাতার বুকে যখন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের নিয়ে তৈরি সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন যখন রাজ্য সরকারের টনক নড়াতে ব্যস্ত তখনই ক্ষমতাসীন শাসক দলের রাজনৈতিক দলীয় মুখপাত্র জানালেন যে, কেন্দ্রের কাছে তাদের অনেক টাকা বকেয়া হিসেবে জমে আছে। কেন্দ্রের কাছে তারা সেই বকেয়া পেতে অনেকবারই দাবী জানানো সত্ত্বেও কেন্দ্র সেই টাকা মেটায় নি।
তিনি বলেন যে, “সকলের আন্দোলন করার অধিকার আছে। কেন্দ্র রাজ্যের প্রচুর পাওনা বাকি রেখেছে বলেই হচ্ছে। যারা আন্দোলন করছেন তারা এটাও ভাবুক। তাঁরাও কেন্দ্রের কাছেও বলুক।” তবে কোনও আন্দোলনের জন্য যাতে আমজনতার অসুবিধা না হয়, সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। এই মন্তব্য অনেক প্রশ্নের উদয় ঘটাচ্ছে সরকারি কর্মীদের মনে।
Adani কাণ্ডে তোলপাড় সারা দেশ, এই ব্যাংকে টাকা রেখেছেন কি আপনি! কি বলছে RBI, জেনে নিন।
সম্প্রতি এই বকেয়া ডিএ মিটিয়ে দিতে কোলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছিল রাজ্য সরকারকে। কিন্তু সেই রায় না মেনে রাজ্য সরকার SLP মামলা করেছে মহামান্য সুপ্রিম কোর্টে। এই মামলার সম্ভবত শেষ শুনানি আছে আগামী 15ই মার্চ, 2023 তারিখে। রাজ্য সরকারি কর্মীদের Dearness Allowance মেটান সে রাজ্যের সরকার, যেহেতু রাজ্যের সরকারি কর্মীরা রাজ্য সরকারের অধীনেই কর্মরত থাকেন।
তাহলে কেন্দ্র কি করে কোন টাকা দিলে রাজ্য সরকার তার কর্মীদের বকেয়া ডিএ মেটাবেন, সে প্রশ্নের উত্তর এখনো অধরা। তাহলে রাজ্য সরকার কেনই বা সুপ্রিম কোর্টে করেছেন SLP মামলা! কোলকাতার বুকে রাজ্য সরকারি কর্মীদের অরাজনৈতিক সংগঠন হিসেবে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন আগামীতে আরও ব্যাপক আকার নেবে বলেই দাবী করেছে সংগঠনের নেতৃত্ব।
পশ্চিমবঙ্গে ডিএ মেটানো এবং সকল শূন্য পদের স্বচ্ছ নিয়োগ, এই 2 টি দাবীকে হাতিয়ার করেই সরকারি কর্মীরা আন্দোলন জারি রেখেছেন মহামান্য কোলকাতা হাইকোর্টের অর্ডারকে সঙ্গী করেই। এমন আরও আপডেট পেতে দেখতে থাকুন আমাদের ওয়েবসাইট। এছাড়া এই সংক্রান্ত আপনার সুচিন্তিত মতামত আমাদের জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।
Written by Mukta Barai.
বামফ্রন্ট সরকারের আমলে থেকেই আমাদের দাবি রাজ্যসরকারগুলির পাওনাগন্ডা ঠিকমতো মিটিয়ে দিন।
কিন্তু বাঙলার বর্তমান সরকার পাওনাগন্ডা ঠিকমতো পাওয়া সত্ত্বেও রাজ্যসরকারি কর্মচারী, শিক্ষক,পেনশনারদের ডিএ ঠিক মতো মেটাচ্ছে না।কেন্দ্রের সমহারে ডিএ বাঙলার কোনো সরকার ই কোনো সময় মেটাতে পারেনি। কিন্তু AICPI অনুযায়ী ডিএ বাঙলার সরকারকে মেটাতেই হবে।না হলে আন্দোলন চলছে,চলবে।।