WB DA News Today – রাজ্য সরকারি কর্মচারীরা ১২% DA পাবেন, বাকি বকেয়া ৩১% DA নিয়ে কি জানালেন?
WB DA News Today – কবে মিলবে বকেয়া DA?
অতিমারীর আবহে সরকারি কর্মচারীদের ডিএ স্থগিত রাখা হয়েছিল। যদিও বকেয়া ডিএ মেটানো নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও করা হয় (WB DA News Today)। তবে সংবাদ মাধ্যম সূত্রে খবর, সরকারি কর্মচারীদের ডিএ ১২% দেওয়া হবে। তবে বকেয়া ৩১% ডিএ কবে মিলবে?
প্রসঙ্গত, ১৮ মাসের ডিএ বকেয়া ছিল রাজ্য সরকারি কর্মীদের। কলকাতা হাইকোর্টের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে কর্মচারীদের ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল (WB DA News Today)। সেই মতো কর্মচারীরা ডিএ পাবেন সেই আশা করে বসে আছেন। কিন্তু তার মধ্যে ১২% ডিএ সম্পর্কিত নতুন তথ্য উঠে আসলো।
উচ্চমাধ্যমিকের পরীক্ষার খাতা রিভিউ নিয়ে, পরীক্ষকদের শোকজ করার সিদ্ধান্ত নিতে পারে সংসদ
বিশেষত সম্প্রতি অর্থ দফতরের নাম করে একটি বিবৃতি প্রকাশ ভাইরাল করা হয়েছে, ১ জুলাই থেকে রাজ্য সরকারি কর্মচারীরা ১২ শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা পাবেন। কিন্তু সেই বিবৃতি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে রাজ্য সরকারি কর্মী সংগঠন (WB DA News Today)। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজের এক প্রতিনিধি এ প্রসঙ্গে বলেন, সেই বিজ্ঞপ্তি পুরোটাই ভুয়ো। অর্থ দফতরের তরফেও সেরকম কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তার আগে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ রাজ্য সরকারকে মেটাতে হবে।
গত ২০ মে কলকাতা হাইকোর্ট এর তরফ থেকে তিন মাসের মধ্যে ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছিল। হাতে আর মাত্র কয়েক দিন। তারমধ্যেই মেটাতে হবে ডিএ (WB DA News Today)। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজের তরফ থেকে জানানো হয়েছে, ২০০৯ সালের ১ জুলাই থেকে ২০১৬ সালের ১ জুলাই পর্যন্ত নিয়ম অনুসারে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পায়নি।
বাতিল ৬ লক্ষ আধার কার্ড, আপনারটা এখান থেকে চেক করুন, আর বাতিল হলে কি করবেন দেখুন
সংবাদমাধ্যম সূত্রের খবর, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মেটাতে প্রায় ২৩,০০০ কোটি টাকা লাগবে। গত ১৬ জুলাই রাজ্য সরকারের সব দফতরের আর্থিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছে অর্থ দফতর (WB DA News Today)। তবে এ বিষয়ে কোন আপডেট মেলেনি।
কত টাকা পাবেন সরকারি কর্মচারীরা?
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজের হিসাব অনুযায়ী, গ্রুপ ‘সি’ কর্মীরা, বেতনক্রম ৮,৮০০ টাকা অনুসারে বকেয়া ডিএ হিসেবে প্রায় ৩৭৩,০০০ টাকা পেতে পারেন। এছাড়া গ্রুপ ‘ডি’ কর্মীরা, বেতনক্রম ৬,৬০০ টাকা অনুসারে বকেয়া ডিএ হিসেবে ২৭৮,০০০ টাকা পেতে পারেন (WB DA News Today)। এ সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েব পোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.