WB DA News – বকেয়া ডিএ নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি, অবশেষে জানা গেলো কবে মিলবে ডিএ? New Update.
WB DA News – ডিএ সম্পর্কিত নতুন আপডেট জেনে নিন।
রাজ্য সরকারি কর্মচারীরা কবে পাবেন বকেয়া ৩১ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ, এই নিয়ে প্রশ্ন এখনও বর্তমান? (WB DA News) গত ২০ মে কলকাতা হাইকোর্ট নির্দেশ মতো বকেয়া ডিএ মেটানোর জন্য রাজ্য সরকারকে ৩ মাসের সময় দেওয়া হয়েছিল। হাতে আর মাত্র কয়েকদিন। এর মধ্যে কি আদৌ তা পাওয়া সম্ভব হবে?
সম্প্রতি বকেয়া ডিএ নিয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজের তরফ থেকে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে (WB DA News)। আগামী ১৯ আগস্টের মধ্যে বকেয়া ৩১ শতাংশ ডিএ দেওয়ার আর্জি জানানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনো আপডেট পাওয়া যায়নি। এরইমধ্যে পাওয়া গেলো নতুন একটি তথ্য।
মাধ্যমিক পাশে সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ, জেনে নিন আবেদনের শেষ তারিখ
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজ সূত্রে খবর, গত ২০০৯ সালের ১ জুলাই থেকে ২০১৬ সালের ১ জুলাই পর্যন্ত যথাযথ নিয়ম অনুসারে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাননি। সেই অনুযায়ী ডিএ এর ওপর টাকার অংক বিচার করলে মোট কত টাকা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা তা জানেন কি? চলুন তাহলে জেনে নেওয়া যাক। (WB DA News)
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজের দেওয়া তথ্য অনুসারে, গ্রুপ ‘ডি’ কর্মীদের বেতন ৬,৬০০ টাকা হলে বকেয়া ডিএ বাবদ পাবেন ২৭৮,০০০ টাকা। গ্রুপ ‘সি’ কর্মীদের বেতনক্রম ৮,৮০০ টাকা হলে পাবেন ৩৭৩,০০০ টাকা। আপার ডিভিশন অ্যাসিসট্যান্টরা বকেয়া ডিএ হিসেবে পেতে পারেন প্রায় ৫ লাখ টাকা। (WB DA News)
ডিএ নিয়ে কর্মচারীদের কি বক্তব্য?
রাজ্য সরকারি কর্মচারীদের বক্তব্য, ইচ্ছে করলেই সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত আপিল জানাতে পারে রাজ্য সরকার। সেক্ষেত্রে তারাও আইনি লড়াইয়ের জন্য তৈরী আছেন। প্রয়োজনে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন কর্মচারীদের একাংশ।
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েব পোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
আন্দাজে লটারি টিকিট না কেটে, এই নিয়মে টিকিট কাটুন, ভাগ্য বদলে যাবে