Virat vs Babar : বিরাট কোহলিকে নিয়ে একি বললেন শোয়েব আখতার! বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য।
Virat vs Babar : বিরাট কোহলি বনাম বাবর আজম কার উইকেট নেওয়া সহজ? উত্তরে কি বললেন শোয়েব। জানুন বিস্তারিত।
খেলা মানেই উন্মাদনা। খেলা মানেই একটা উচ্ছ্বাস (Virat vs Babar)। ক্রিকেট হোক বা ফুটবল সেরা ব্যাটস্ম্যান, বোলার বা ফুটবলারদের প্রসঙ্গে সকল খেলাপ্রেমীরাই জানতে উদগ্রীব থাকেন। ক্রিকেট জগতের দুই জনপ্রিয় ক্রিকেটারের মধ্যে কোন ক্রিকেটারকে আউট করা কঠিন? এবার এ নিয়ে প্রশ্ন করা হল পাকিস্তানের প্রাক্তন ফার্স্ট বোলার শোয়েব আখতারকে।
আরও পড়ুন, সরকারি চাকরি পরীক্ষার্থীদের জন্য সেরা সুযোগ! কলকাতা পৌরসভায় হতে চলেছে বড় নিয়োগ।
আজকাল সোশ্যাল মিডিয়ায় প্রিয় (Virat vs Babar) ক্রিকেটারদের সকল অনুগামীরাই ফলো করে থাকেন। তাদের ম্যাচের আগের ছবি হোক বা ম্যাচের পর জেতার ট্রফি হাতে ছবি পোস্ট। সবেতেই শুভেচ্ছা বার্তা জানিয়ে থাকেন অনুগামীরাই। তবে সম্প্রতি ক্রিকেট জগতের দুই জনপ্রিয় প্রাক্তন ও বর্তমান অধিনায়ক বিরাট কোহলি এবং বাবর আজমের মধ্যে কাকে আউট করা সবচেয়ে কঠিন এ সম্পর্কে প্রশ্ন করা হল শোয়েব আখতারকে। এ প্রশ্নের উত্তর দিতে অধিক সময় নেননি তিনি। তবে যা উত্তর দিলেন তা অনেক ক্রিকেট প্রেমীর পছন্দ নাও হতে পারে।
টি- ২০ ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তান একটা ইম্প্রেশন সৃষ্টি করেছিল বটে। তা হয়েছিল বাবর আজমের নেতৃত্বেই (Virat vs Babar)। বিশ্বকাপ পাকিস্তানের দখলে না গেলেও তাদের কাছে একটা প্রাপ্তি ছিল এটা। সংবাদ মাধ্যম সূত্রে খবর, দুই অধিনায়ক সম্পর্কে প্রশ্ন করার প্রসঙ্গে তিনি তার উত্তর জানিয়ে বলেন, তিনি যদি আবার আগের মতন নিজের কাজটি করেন, তবে বিরাট কোহলির চেয়ে বাবর আজমের উইকেট নেওয়া তার কাছে বেশি কঠিন হবে।
আরও পড়ুন, মেগা সেল, 5 টাকার পুরোনো নোটের ছবি আপলোড করেই পেতে পারেন ২ লক্ষ টাকা free auction!
ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি হোক বা পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজম, দুজনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনেকবারই সেঞ্চুরি করেছেন (Virat vs Babar)। কোহলি ভারতের হয়ে ১০০ -এর অধিক টেস্ট ম্যাচ, প্রায় ১০০ -এর কাছাকাছি টি-টোয়েন্টি এবং ২০০ -এর অধিক ODI খেলেছেন। তার ঝুলিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট ১৫ টি সেঞ্চুরিও রয়েছে। অন্যদিকে বাবর আজমও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কম ম্যাচ খেলে কয়েকটি সেঞ্চুরি হাকিয়েছেন।
এই সম্পর্কিত অন্যান্য খবর পেতে হলে অবশ্যই এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
WRITTEN BY MANIKA BASAK