Virat Kohli – অন্ধকারে বিরাটের ভবিষ্যৎ, এবার বিরাট কোহলি আর শ্রেয়স আইয়ার মধ্যে বিতর্ক।

Virat Kohli VA Shreyas Iyer – শ্রেয়সের ৩ নম্বরে খেলা নিয়ে বিতর্ক! তবে কি অন্ধকারে বিরাটের ভবিষ্যৎ

দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিসের বিরুদ্ধে খুব একটা ভালো না খেললেও (Shreyas Iyer vs Virat Kohli) শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে পরপর তিনটে ম্যচে হাফ সেঞ্চুরি করে হাফ সেঞ্চুরির হ্যাটট্রিক করেছেন শ্রেয়স আইয়ার। তিনি অবশ্য এই বার কোলকাতা নাইট রাইডার্স এর কাপ্টেনও হয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিরাট কোহলির অনুপস্থিতিতে তিন নম্বরে ব্যাট করার সুযোগ পেয়ে দারুণ ভাবে কাজে লাগিয়েছেন আইপিএলে নাইট দলের নেতা।

তারপর থেকেই ক্রিকেট মহলে ঘুরপাক খাচ্ছে এক অদৃশ্য প্রশ্ন (Shreyas Iyer vs Virat Kohli)। বিরাট যখন দলে ফিরবেন তখন কোথায় খেলবেন শ্রেয়স? আবার অনেকেই মনে করছেন কোহলির লাগাতার অফ ফর্মের কথা মাথায় রেখে রোহিতের দলে হয়তো বেশি গুরুত্ব দেবেন শ্রেয়স। এবার সেই বিতর্কে ঢুকে পড়লেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর।

সদ্য সমাপ্ত টি-২০ সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচে যথাক্রমে ৫৭, ৭৪ এবং ৭৩ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন শ্রেয়স। ক্রিকেটমহলে তাঁর এই দুর্দান্ত ব্যাটিং বিশেষ প্রশংসা কুড়িয়েছে। গাভাসকর মনে করছেন, ভারতীয় দলে এখনও কোহলির বিকল্প তৈরি হয়নি (Shreyas Iyer vs Virat Kohli)। তিনি আরও বলেছেন বর্তমানে ফর্মে না থাকলেও ভারতীয় দলে তার বিকল্প আর কেউ নেই।
ওয়েস্ট ইন্ডিসের বিরুদ্ধে সিরিজ জয়ের পরে শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল কোহলিকে( Shreyas Iyer vs Virat Kohli)।

যে কারণে তিন নম্বরে খেলার সুযোগ চলে আসে পান শ্রেয়স কাছে। কোহলি দলে থাকার সময় সাধারণত চার অথবা পাঁচ নম্বরে পাঠানো হয়ে থাকে শ্রেয়সকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর দুরন্ত পারফরম্যান্সের পর শ্রেয়স জানিয়েছেন, তাঁর পছন্দের ব্যাটিং করার জায়গা তিন নম্বরই। তবে গাভাসকর চান, তিন নম্বরে খেলুন কোহলিই।

তাঁর মতে, “সত্যিই এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিরাট কোহলিকে বদল করা সম্ভব নয়। বিরাট তিন নম্বরেই খেলবে, সে নিয়ে কোনও সন্দেহই নেই। সেক্ষেত্রে শ্রেয়সকে চার অথবা পাঁচ নম্বরে ব্যাবহার করা যেতে পারে (Shreyas Iyer vs Virat Kohli)। ফর্মে থাকা সূর্যকুমারকেও প্রথম দলে রাখতে হবে।

কিন্তু গাভাসকরের সঙ্গে একমত হতে পারছেন না অনেকেই তার মধ্যে আছেন আকাশ চোপড়া। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বলেন, কোহলিকে ওপেনার হিসাবে রোহিত শর্মার সঙ্গে ওপেন করানো যেতে পারে। সেক্ষেত্রে টি-২০ ফরম্যাটে তিন নম্বরেই খেলানো যাবে শ্রেয়সকে। এবার দেখার বিষয় টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়।

অন্যদিকে, ফুলটাইম নেতৃত্বের দায়িত্ব নেওয়ার পর থেকেই পরপর সিরিজ জিতছেন রোহিত শর্মা । তবে অনেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনে করেন রোহিতের বেশি করে ব্যাটিংয়েই ফোকাস করা উচিত (Shreyas Iyer vs Virat Kohli)। অধিনায়কত্ব হল তাঁর অতিরিক্ত দায়িত্ব। অতীতে দেখা গিয়েছে, অনেকেরই নেতৃত্বের চাপে ব্যাটিং থেকে ফোকাস নষ্ট হয়েছে। তারা চাননা রোহিতের ক্ষেত্রেও তেমনটা ঘটুক।

আরো পড়ুন, এবার ভারত কে হুমকী দিলো রাশিয়া

আপনাদের কি মনে হয় শ্রেয়স আইয়ার কি পরবর্তী বিরাট হবে মতামত জানাতে হলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং খেলা সম্পর্কিত নতুন নতুন খবর পড়ার জন্য নিয়মিত চোখ রাখুন আমাদের এই ওয়েবসাইটে। আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button