Vidyalaxmi Yojana: সবাইকে 10 লাখ টাকা দিচ্ছে সরকার! চালু হল নতুন প্রকল্প। কিভাবে আবেদন করবেন? জানুন
কেন্দ্রীয় সরকারের বিদ্যালক্ষ্মী যোজনায় পাবেন ১০ লাখ টাকা
সরকার চালু করল নতুন বিদ্যালক্ষ্মী যোজনা (Vidyalaxmi Yojana). এই প্রকল্পের সাহায্যে আপনিও পেয়ে যাবেন ১০ লক্ষ টাকা। বর্তমানে বিভিন্ন সরকারি প্রকল্পের (Government Scheme) সাহায্যে সাধারণ মানুষ আর্থিক সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। আর তার মধ্যে উল্লেখযোগ্য একটি প্রকল্প হল বিদ্যালক্ষ্মী যোজনা। বর্তমানে এই প্রকল্প সারা দেশে হইচই ফেলে দিয়েছে। প্রচুর মানুষ এই প্রকল্পের জন্য আবেদন করছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্প চালু রেখেছেন। আপনিও যদি আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আজকের এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ে নেবেন।
Vidyalaxmi Yojana Scheme 2024
সরকারের জনপ্রিয় প্রকল্প হল বিদ্যালক্ষ্মী যোজনা (Vidyalaxmi Yojana). এই প্রকল্পের দ্বারা কোনো একজন আবেদনকারী গ্যারান্টি ছাড়াই 10 লক্ষ টাকার ঋণ পাবেন। এই প্রকল্পে আর্থিক সাহায্য করা হয় প্রধানত পড়ুয়াদের। এই প্রকল্পটি চালু করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। আগ্রহী পড়ুয়াদের লোন দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী যোজনা শুরু করেছে। আর এই প্রকল্প চালু করার প্রধান উদ্দেশ্য হল দেশের কোনও শিক্ষার্থীর পারিবারিক আর্থিক অবস্থার কারণে যাতে তাঁর স্বপ্নপূরণের পথে বাধা সৃষ্টি না হতে পারে। প্রকল্পের শুরুতেই বলা হয়েছে, দেশের 850 টি শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রায় 22 লাখেরও বেশি শিক্ষার্থী প্রকল্পটির সুবিধা পাবেন।
প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী যোজনার সুবিধাগুলি কী কী?
কেন্দ্রীয় সরকারের স্কিমের অধীনে পড়াশোনার জন্য ছাত্র-ছাত্রীরা মোট 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারবেন। ছাত্রছাত্রীরা 10 লাখ টাকা পর্যন্ত ঋণ কোনো গ্যারান্টি ছাড়াই এবং কোনো বন্ধক ছাড়াই পাবেন। জানা যাচ্ছে, সরকার এই প্রকল্পে 2030 সালের মধ্যে 3600 কোটি টাকা ব্যয় করতে চলেছে। যাতে ছাত্রছাত্রীদের আরো কিছুটা উন্নতি হয়। শুধু তাই নয়, আবেদনকারী ছাত্র-ছাত্রীরা এই প্রকল্পের ঋণের উপর 3% সুদের ভর্তুকিও পাবেন। ছাত্র-ছাত্রীদের অনলাইনে আবেদন জমা পড়ার সাথে সাথেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এছাড়াও মনে রাখবেন, এই প্রকল্পে 75% ক্রেডিট গ্যারান্টিও পাওয়া যায়।
প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী যোজনা কেন শুরু হয়?
সাধারণত আগে ৭ লক্ষ টাকার বেশি শিক্ষা ঋণ গ্যারান্টি দিতে হত। কিন্তু এই সমস্যার সমাধান করতে দেশের প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী যোজনার সূচনা করেন। প্রকল্পটি চালু করার সময় প্রধানমন্ত্রী বলেছিলেন, এই প্রকল্পটি দেশের সকল যুব শক্তির ক্ষমতায়ন এবং মেধাবীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং বড় পদক্ষেপ। প্রকল্পে বলা হয়েছে 10 লাখ টাকা ঋণে 3 শতাংশ ভর্তুকি দেওয়া হবে।
এই প্রকল্প সম্পর্কে আরো বিস্তারিত তথ্য দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বলেছিলেন, যে এই প্রকল্পের উদ্দেশ্য, এই দেশে সুশিক্ষার প্রচার করা। তাই আপনিও যদি এই প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী যোজনার জন্য কীভাবে আবেদন করতে চান তাহলে আপনাকে জেনে নিতে হবে এই প্রকল্পের যোগ্যতার মানদণ্ড, প্রকল্পের শর্ত, আপনি কিভাবে আবেদন করবেন সে সম্পর্কে।
প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী যোজনার যোগ্যতার মানদণ্ড
প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী যোজনার সুবিধাগুলি পেতে আপনাকে আবেদন জমা করতে হবে। আর তার জন্য যোগ্যতার মানদন্ড সম্পর্কেও জানা জরুরী।
১) এই প্রকল্পে এমন 22 লক্ষ পড়ুয়া নির্বাচন করা হবে, যাদের পারিবারিক বার্ষিক আয় 4.5 লক্ষ টাকা বা তার কম। ২) বিদ্যালক্ষী যোজনায় এমন ১ লাখ শিক্ষার্থীকে বেছে নেওয়া হবে যাদের কিনা পারিবারিক বার্ষিক আয় 8 লাখ টাকার মধ্যে। ৩) বিদ্যালক্ষ্মী যোজনায় দ্বাদশ পাস ছাত্ররা নিজেদের পড়াশোনার জন্য আবেদন করতে পারবেন। এই স্কিমটি যে কোনও ধরণের ডিগ্রি বা কোর্সের জন্য নেওয়া যেতে পারে।
আবাস যোজনা প্রকল্পে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! পাকা বাড়ি থাকলেও টাকা পাবেন, জানাল সরকার
প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী যোজনার আবেদন পদ্ধতি
- এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে ভিজিট করতে হবে প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে।
- এরপর আপনি ওয়েবসাইটের হোমপেজে রেজিস্ট্রেশন বিকল্প পাবেন। আর এখানেই আপনাকে পূরণ করতে হবে একটি আবেদনপত্র।
- এখন আপনাকে দেওয়া হবে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড। রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে আপনি আবার লগইন করতে পারবেন।
- এর পরের ধাপে স্ক্রিনে একটি নতুন পেজ খুলবে, যেখানে প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী যোজনার জন্য আবেদন করার বিকল্প পাবেন। এবার এটিতে ক্লিক করুন এবং আবেদন পত্রটি যথাযথ তথ্য দিয়ে পূরণ করুন।
- এবার, আপনার দিক থেকে তথ্য প্রদান হয়ে গেলে আপনারস দেওয়া সকল তথ্য পর্যালোচনা করা হবে। তার ভিত্তিতে আপনার ঋণ অনুমোদন করা হবে। আর যখন আপনার আবেদন অনুমোদিত হবে, আপনি ইমেল অথবা মোবাইল বার্তার মাধ্যমে সেই সম্পর্কে জানতে পেরে যাবেন। আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।