ফ্রিতে UPI Transaction-এর দিন শেষ! টাকা লেনদেন করলেই দিতে হবে চার্জ। কবে থেকে চালু হচ্ছে নতুন নিয়ম?

UPI Transaction Rules In India

বর্তমানে ক্যাশ টাকা লেনদেনের চেয়ে ইউপিআই ট্রানজেকশন (UPI Transaction) করতেই অভ্যস্ত সকলে। দোকান, বাজার সর্বত্রই চলে অনলাইনে টাকা লেনদেন। এক জায়গায় বসে অন্য জায়গায় টাকা পাঠানো, টাকা রিসিভ করা, বিল পেমেন্ট করা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে ইউপিআই লেনদেন অত্যাবশ্যকীয় হয়ে উঠেছে। আর সেই সূত্র ধরেই এবার ইউপিআই ট্রানজাকশনের ওপর চার্জ বসাতে চলেছে কেন্দ্র। আসুন জেনে নেওয়া যাক কবে থেকে চালু হচ্ছে নতুন নিয়ম।

UPI Transaction Rule In India

যারা ইউপিআই-তে লেনদেন করেন তাঁদের জন্য জারি হতে চলেছে নতুন নিয়ম। জানা যাচ্ছে আর ফ্রিতে ইউপিআই লেনদেন করা চলবে না। তাহলে কি এই লেনদেনের ওপর বসতে চলেছে বিশেষ চার্জ? আসলে বিভিন্ন সংস্থা কেন্দ্রের কাছে একটি বিশেষ প্রস্তাব পেশ করেছে সম্প্রতি। জানা যাচ্ছে, এই প্রস্তাবে যদি কেন্দ্রের মোদী সরকার সম্মতি দেয় তাহলে কিন্তু সাধারণ মানুষের কাছে সেটা বেশ চিন্তার কারণ হবে। কারণ নয়া নিয়ম চালু হলে UPI ব্যবহার করা অনেকটাই ব্যয়বহুল হয়ে যাবে।

আরও পড়ুন: বদলে যাচ্ছে UPI-তে টাকা লেনদেনের নিয়ম! এবার টাকা পাঠাবেন কিভাবে? নিয়ম না জানলে বিপদে পড়বেন

সূত্রের খবর, ডিজিটাল পেমেন্ট কোম্পানিগুলির প্রতিনিধিত্বকারী শিল্প সংস্থা পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়া (PCI) চিঠি লিখে অনুরোধ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও)। তাঁরা বলেছে, কেবল বৃহৎ ব্যবসায়ীদের জন্য রুপে ডেবিট কার্ড এবং ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) জন্য। যার ফলে কেন্দ্রীয় সরকার UPI লেনদেন এবং RuPay ডেবিট কার্ডের উপর মার্চেন্ট চার্জ অর্থাৎ এর ফি আবার আরোপের কথা বিবেচনা করা শুরু করেছে।

ভারতে ইউপিআই লেনদেন ব্যয়বহুল হচ্ছে!

আসলে বর্তমানে পেমেন্ট পদ্ধতি গুলিতে কোনও মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) আরোপ করা হয় না। এর কারণ, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) সুবিধা প্রদান করে তাঁদের। তবে, এখন যা খবর ছোট ব্যবসার জন্য লেনদেন বিনামূল্যে রাখার সময় আলোচনা করা হচ্ছে বড় ব্যবসায়ীদের উপর ফি আরোপের বিষয়ে।

আরও পড়ুন: UPI পরিষেবা বন্ধ থাকবে। টাকা-পয়সা লেনদেন করার আগে জানুন

২০২২ সালের আগে, ব্যবসায়ীকে কিছু করে ফি দিতে হত। যাকে বলা হয় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) বলা হয়। লেনদেন করার বিনিময়ে এই ফি দেওয়া হত ব্যাংককে। চলতি বছর ২০২৫-২৬ সালের বাজেটে, সরকার পেমেন্ট ভর্তুকি কমিয়েছে। ৩,৫০০ কোটি টাকা থেকে কমিয়ে ৪৩৭ কোটি টাকা করেছে। আর সেই কারণে ব্যাংকগুলি লোকসানের সম্মুখীন হচ্ছে। এখন দেখা যাক যে প্রস্তাব সরকারের কাছে পেশ করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে সরকার সাড়া দেয় নাকি। তাহলে ভারতবর্ষের ইউপিআই ব্যবহার ব্যয়বহুল হবে।

উপসংহার: বর্তমানে সকলেই ইউপিআই টাকা লেনদেনে যেভাবে অভ্যস্ত হয়ে উঠেছেন সেখানে নতুন করে অনলাইন ট্রানজেকশনে যদি চার্জ বসে তাহলে চিন্তার ভাঁজ ব্যবহারকারীদের কপালে। যদিও এই বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নেয় তা কেবল সময়ের অপেক্ষা মাত্র।

Related Articles

Back to top button