DA নিয়ে বাঁধভাঙা আনন্দ। 3 কিস্তিতেই মেটানো হবে বকেয়া। কবে থেকে কত পাবেন? দেখুন।
রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার, উভয় ক্ষেত্রেই DA বৃদ্ধি যেন অনেকটাই আনন্দ বৃদ্ধি করে প্রত্যেক সরকারি কর্মীদের। চাকরীরতদের তুলনায় পেনশনভোগীদের সুবিধা বেশি হয় কারণ, তাদের বেতন বৃদ্ধির একমাত্র উপায় হল এই মহারঘ্যভাতা বা DA. এই বিষয়টি বিস্তারিত আলোচনায় জেনে নেওয়া যাক।
DA সরকারি কর্মীদের মৌলিক অধিকার। অবিলম্বে দেবার ব্যবস্থা করছে সরকার।
7 তম বেতন কমিশনের সর্বশেষ আপডেট: মহার্ঘ ভাতা সাম্প্রতিক বৃদ্ধির পরে, 18 মাসের অমীমাংসিত মহার্ঘ ভাতা (DA) বকেয়া পরিশোধ সংক্রান্ত সমস্যা আবার উঠে আসছে। নতুন রিপোর্ট অনুসারে, কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের তাদের বকেয়া পাওয়ার আশা একেবারেই হারানো উচিত নয়। সরকার এই বিষয়ে সদা সচেষ্ট।
যাইহোক, পূর্ববর্তী প্রতিবেদনের ভিত্তিতে নতুন মিডিয়া রিপোর্টগুলি থেকে এটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, DA – এর যাবতীয় বকেয়াগুলি একবারে দেবার পরিবর্তে 3 টি কিস্তিতে দেওয়া হতে পারে। 2020 সালের জানুয়ারী থেকে 2021 সালের জুন পর্যন্ত অর্থাৎ, 18 মাসের ডিএ বকেয়া পরিশোধ সংক্রান্ত বিষয়টি মন্ত্রিসভায় আলোচনাধীন অবস্থায় বেশ অনেক দিন ধরে ঝুলে আছে।
হিসেব অনুসারে, শুধুমাত্র লেভেল-3-এ কর্মীদেরই DA বকেয়া প্রায় 11,880 থেকে 37,554 টাকার মধ্যে। আর তাহলে লেভেল-13 বা লেভেল-14-এর কর্মচারী, তাদের বকেয়া 1,44,200 থেকে 2,18,200 টাকার মধ্যে। তবে, সরকারের সাথে আরও আলোচনার পরে, এই পরিসংখ্যানগুলিও পরিবর্তিত হতে পারে। তবে বকেয়া মেটানোর বিষয়ে সচেষ্ট বলেই তা আলোচনার বিসয়বস্তু।
7ম বেতন কমিশনঃ- সরকার ডিএ 4 শতাংশ বাড়িয়ে 38 শতাংশ করেছে কয়েকদিন আগেই। সরকারি কর্মীরা বর্ধিত হারেই বেতন পাচ্ছেন। তবে বকেয়া DA – কবে পাবেন তার দিকেই তাকিয়ে আছেন সবাই। কেন্দ্রীয় মন্ত্রিসভা 28 শে সেপ্টেম্বর 2022 – এ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স তথা AICPI – এর 12 মাসের গড় বৃদ্ধির শতাংশের ভিত্তিতে 01.07.2022 থেকে কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য 4 শতাংশ হারে মূল্য ভাতা এবং মহার্ঘভাতা রিলিফের অতিরিক্ত কিস্তি প্রকাশের অনুমোদন দেয়।
এই ক’দিন শিক্ষকদের স্কুলে ঢোকার নতুন নির্দেশ। শিক্ষাদপ্তরের নির্দেশ অমান্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ।
জুন, 2022 শেষ হওয়া সময়ের জন্য। কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং পেনশনভোগীরা যথাক্রমে মহার্ঘ ভাতা বা DA এবং মহার্ঘ্যতা ত্রাণের তথা DR – এর বেশি পরিমাণের অধিকারী হবেন। কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের এই মহার্ঘ ভাতা বৃদ্ধির কারণে অতিরিক্ত আর্থিক প্রভাব অনুমান করা হয়েছে প্রতি বছরে 6,591.36 কোটি টাকা। 2022-23 আর্থিক বছরে 4,394.24 কোটি টাকা (অর্থাৎ জুলাই, 2022 থেকে ফেব্রুয়ারি, 2023 পর্যন্ত 8 মাসের জন্য)।
পেনশনভোগীদের এই মূল্যবৃদ্ধির কারণে অতিরিক্ত আর্থিক প্রভাব পড়বে প্রতি বছর 6,261.20 কোটি টাকা। 2022-23 আর্থিক বছরে 4,174.12 কোটি টাকা (অর্থাৎ জুলাই, 2022 থেকে ফেব্রুয়ারি, 2023 পর্যন্ত 8 মাসের জন্য)। মহার্ঘ ভাতা এবং মহার্ঘ্যতা ত্রাণ উভয়ের জন্য রাজকোষে সম্মিলিত প্রভাব প্রতি বছর 12,852.56 কোটি টাকা হবে।
বকেয়া ডিএ নিয়ে সিদ্ধান্ত কয়েক ঘন্টার মধ্যে, বিরাট সুখবর রাজ্য সরকারী কর্মীদের।
2022-23 আর্থিক বছরে 8,568.36 কোটি টাকা (অর্থাৎ জুলাই, 2022 থেকে ফেব্রুয়ারি, 2023 পর্যন্ত 8 মাসের জন্য)। সরকারি কর্মীরাই তা সে রাজ্য সরকার হোক বা হোক কেন্দ্রীয় সরকার, উভয় ক্ষেত্রেই সাধারণ মানুষের সাথে সরকারের যোগাযোগের প্রধান মাধ্যম।
আর সেই কারনেই সরকারও তাদের প্রতি বিশেষ নজর রাখেন। সরকারি কর্মীদের এমন আরও সুখবর দিতে আমরা সদা সচেষ্ট। অন্যান্য আরও খবর পেতে আমাদের সাথে থাকুন। আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।
Written by Mukta Barai.
OK.thanks.
Pagol