Group D Recruitment 2022

Group D Recruitment 2022 – কি হতে চলেছে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ?

সকল স্তরের সকল চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় খবর। এবারে বড় সিদ্ধান্তের পথে হাঁটল এ রাজ্য। গ্রুপ ডি তে (Group D Recruitment 2022) কর্মী নিয়োগ নিয়ে বড়োসড়ো সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার। রাজ্য আর করবে না গ্রুপ ডি পদে কোন কর্মী নিয়োগ।

তবে কি গ্রুপ ডি পদই (Group D Recruitment 2022) তুলে দেওয়া হলো? আরও আশাহত করা হলো চাকরি প্রার্থীদের? অবশ্যই না। নিয়োগ স্তর থেকে একটি গ্রুপ অবলুপ্ত হওয়ার অর্থ প্রতিযোগিতা আরো কয়েক লক্ষ গুণ বেড়ে যাওয়া। তবে চিন্তার কোন কারণ নেই। শুধুমাত্র তুলে দেওয়া হলো গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড।

এখন অনেকের মনেই প্রশ্ন উঠেছে কি করে তাহলে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে? রাজ্য মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে গ্রুপ ডি (Group D Recruitment 2022) রিক্রুটমেন্ট বোর্ডের অধীনস্থ সমস্ত পদে কর্মী নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি। শুধু তাই নয়, তৈরি করা হয়েছে আশাকর্মীদের জন্য ২,৫০০ টি নতুন পদও।

LPG সিলিন্ডার নিয়ে নতুন পদক্ষেপ কেন্দ্রের, তবে কি এবার স্বস্তি পেতে চলেছে সাধারন মানুষ!

স্বাস্থ্য কেন্দ্র সম্পর্কিত বিভিন্ন কাজে রাজ্যজুড়ে আশাকর্মী নিয়োগ করা হয়ে থাকে। এই নতুন পদ যুক্ত হওয়ার পর আরও অনেক চাকরি প্রার্থী অর্থাৎ মহিলারা যে এর ফলে উপকৃত হবেন তা আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে হাইকোর্টে চলা স্কুল সার্ভিস কমিশনের মামলা নিয়ে বেশ অস্বস্তিতে রয়েছে রাজ্য। বাতিল হয়েছে অনেকেরই চাকরি। (Group D Recruitment 2022)

সবচেয়ে বেশি উল্লেখ্য রাজ্যের সাধারণ মানুষের পাশাপাশি চাকরি হারিয়েছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীও। এমনকি মাত্র দুটি কিস্তিতে প্রাপ্ত বেতনের সমস্ত টাকাও ফেরতের নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত। চলছে পুরো ঘটনার সিবিআই তদন্ত। (Group D Recruitment 2022)

ভারতীয় টাকায় গান্ধিজীর বদলে এবার রবীন্দ্রনাথ ও কালামের ছবি, কি জানালো রিজার্ভ ব্যাংক?

আর এরই মাঝে এবার রাজ্যের গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড তুলে দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। প্রসঙ্গত, বিধানসভায় আইন পাশের মাধ্যমে ২০১৫ সালে নভেম্বর মাসে তৈরি হয় গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড। তারপর ২০১৭ সালে চাকরির পরীক্ষায় ৬ হাজার পদে নিয়োগের জন্য গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড (Group D Recruitment 2022) তৈরি হলেও পরীক্ষা দেন ২৫ লক্ষ চাকরি প্রার্থী। তবে যেহেতু সংরক্ষিত ৫০০ পদে উপযুক্ত প্রার্থী পাওয়া যায়নি, তাই নিয়োগ করা হয় ৫ হাজার ৫০০টি পদে।

আপনিও কি মনে করছেন গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড উঠে যাওয়ার ফলে সুবিধা হয়েছে চাকরি প্রার্থীদের? তাইলে আপনাদের মতামত জানাতে পারেন নিচে থাকা কমেন্ট বক্সে। প্রতিদিন এমন নিত্যনতুন খবরের আপডেট পেতে কল করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

পুরনো এই কয়েন থাকলে আপনিও করতে পারেন বাজিমাত! রাতারাতি কত পেতে পারেন জানেন?