Unclaimed Deposits – 28 কোটি জনগণের একাউন্টে টাকা পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী! আপনিও কী পাবেন? কীভাবে পাবেন জানুন।

কেন্দ্রীয় সরকার একের পর এক ঘোষনা করেছেন সাধারণ (Unclaimed Deposits) মানুষের জন্য। সাধারণ মানুষকে উপকৃত করতে বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। তেমনি এবার ঘোষনা করলেন ২৮ কোটি জনগণকে টাকা দেবে কেন্দ্র। আসল ব্যাপারটা কি জানতে পড়তে হবে সম্পূর্ণ প্রতিবেদনটি। মূলকথা হচ্ছে, ইপিএফও জানিয়েছে যে তারা ইপিএফ অ্যাকাউন্টে সুদ স্থানান্তর করেছে। আপনিও কি আপনার প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে সুদ আসার জন্য অপেক্ষা করছেন? তাহলে জেনে নিন কিছু কথা।

Unclaimed Deposits Money Gave 28 Creore People

2022-23 আর্থিক বছরের সুদ ইতিমধ্যেই EPFO-এর 28.17 কোটি সদস্যের অ্যাকাউন্টে (Unclaimed Deposits) স্থানান্তরিত হয়ে গিয়েছে। এটা নিশ্চয়ই জানেন 2023-24 এর জন্য সুদের হার গত বছরের 8.15% থেকে বাড়িয়ে 8.25% করা হয়েছে। এই বর্ধিত সুদের টাকা আপনার একাউন্টে কি ঢুকেছে কিনা জানতে নিম্নলিখিত উপায় অবলম্বন করতে হবে।

কীভাবে EPFO ব্যালেন্স চেক করবেন?

আপনি চাইলেই অনলাইনের মাধ্যমে ব্যালেন্স (Unclaimed Deposits) চেক করে নিতে পারবেন। তারজন্য কয়েকটি ধাপ অনুসরন করতে হবে। এছাড়া আপনার ফোনের মাধ্যমে উমং অ্যাপ ব্যবহার করে, SMS এর মাধ্যমে, আবার মিসড কল দিয়েও ব্যালেন্স চেক করতে পারবেন।

  • অনলাইনের মাধ্যমে
  • উমং অ্যাপের মাধ্যমে
  • SMS এর মাধ্যমে
  • মিসড কল দিয়ে

অনলাইনের মাধ্যমে

  • প্রথমে অফিশিয়াল EPFO পোর্টালে যান।
  • এরপর গ্রাহকের UAN এবং পাসওয়ার্ড যেটা থাকবে সেটা লিখে Sign in করুন।
  • নেক্সট পিএফ অ্যাকাউন্টটি নির্বাচন করুন।
  • এরপর লেনদেনের হিসেব জানার জন্য View PF Passbook-এ ক্লিক করুন।
  • এটাতে ক্লিক করলেই আপনি আপনার ব্যালেন্স দেখতে পাবেন (Unclaimed Deposits).

ব্যাংক থেকে লোন নিচ্ছেন? এই নিয়ম না মানলে আপনাকে দিতে হতে পারে দ্বিগুন সুদ।

উমং অ্যাপের মাধ্যমে

  • প্রথমে আপনার ফোন UMANG অ্যাপ ইনস্টল করুন।
  • এরপর অ্যাপটি খুলে EPFO-তে যান।
  • নেক্সট UAN এবং পাসওয়ার্ড লিখে sign in করুন।
  • তারপর গ্রাহকের EPF ব্যালেন্স এবং অন্যান্য তথ্য স্ক্রিনে দেখা যাবে (Unclaimed Deposits).
Credit Card তথা ক্রেডিট কার্ড

SMS এর মাধ্যমে

  • গ্রাহকের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) আপনার যে ফোন নম্বরের সাথে লিংক করা আছে সেই নম্বরের মাধ্যমে 7738299899 নম্বরে একটি SMS পাঠান।
  • নিজের ভাষা নির্বাচন করুন।
  • SMS পাঠানোর পর কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। এরপর SMS বক্সেই আপনার EPF ব্যালেন্স ভেসে উঠবে।

ব্যাংক লোনের সুদের টাকা ফেরত পাবে গ্রাহকরা? RBI এর নির্দেশ শুনে খুশি গ্রাহকরা।

মিসড কল দিয়ে

  • গ্রাহকের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) আপনার যে মোবাইল ফোন নম্বরের সঙ্গে লিঙ্ক করা করা হয়েছে, সেই নম্বরের মাধ্যমে 011-22901406 নম্বরে একটি মিসড কল পাঠান।
  • এর পরে SMS বক্সেই আপনার EPF ব্যালেন্স ভেসে উঠবে (Unclaimed Deposits).

আপনার EPF ব্যালেন্স চেক করতে উপরিউক্ত যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করেই সহজেই জেনে যেতে পারবেন আপনার ব্যালেন্স (Unclaimed Deposits). তাহলে আর দেরি কেন এখনই চেষ্টা করে দেখুন। এমন আরও গুরুত্বপূর্ণ খবরের জন্য এই পেজ ফলো করে আমাদের পাশে থাকুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button