Free LPG

অক্টোবরের শুরু থেকেই উৎসবের মরশুম গোটা দেশে। একের পর এক উৎসব ও অনুষ্ঠানে মেতে উঠেছে রাজ্যবাসী। এরই মাঝে সকলের জন্য এক দুর্দান্ত খুশির খবর। এলপিজি সিলিন্ডার পাবেন সম্পূর্ণ বিনামূল্যে (Free LPG). এমনিতেই রান্নার গ্যাসের ঊর্ধ্বমুখী দামের কারণে সকলের কপালে চিন্তার ভাঁজ। আর সেই আবহে সরকারের এমন সময় দুর্দান্ত ঘোষণা নিঃসন্দেহে রাজ্যবাসীর মুখে হাসি ফোটাল।

দুর্গাপূজা শেষ হলেই আলোক উৎসব দীপাবলি। দীপাবলির আগেই ঘরে ঘরে পৌঁছে যাবে ফ্রী এলপিজি সিলিন্ডার। আর সেই ঘোষণা হয়ে গেল সরকার তরফে। তাহলে আর কি? এই সিদ্ধান্ত শুনে মুখের হাসি চওড়া হলো সকলেরই। আসুন সরকারের নতুন সিদ্ধান্ত নিয়ে জানা যাক। কিভাবে পাবেন ফ্রি সিলিন্ডার? জেনে নেওয়া যাক বিস্তারিত।

Free LPG Cylinders Announcement

মূল্যবৃদ্ধির বাজারে জীবন যাপন করা কঠিন হয়ে পড়েছে। প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বমুখী। আর রান্নার গ্যাসের দাম নিয়ে আলাদা করে বলার নেই। দিন দিন রান্নার গ্যাসের দাম যেভাবে বাড়ছে, তাতে এলপিজি সিলিন্ডার কিনতে নাভিশ্বাস দশা সকল সাধারণ মানুষের। এরই মাঝে সরকার করল দারুন গুরুত্বপূর্ণ একটি ঘোষণা।

এই ঘোষণা থেকে জানা যায়, রাজ্যবাসীরা পেয়ে যাবেন বিনামূল্যে গ্যাসের সিলিন্ডার (Free LPG Cylinders) দুর্গাপুজোর মরশুমে প্রতিটি মানুষ সরকারের কাছ থেকে বড় উপহার পেতে চলেছেন বলেই মনে করা হচ্ছে। সম্প্রতি সামনে এসেছে একটি বিজ্ঞপ্তি। যার থেকে জানা যাচ্ছে, যে সকল গ্রাহক প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা নিয়ে থাকেন, তাঁরা বিনামূল্যে এলপিজি সিলিন্ডার পাবেন খুব শীঘ্রই।

পুজোর মধ্যে রান্নার গ্যাস নিয়ে বড় খবর! বাড়িতে গ্যাস কানেকশন থাকলেই জানতে হবে, নইলে বিপদে পড়বেন

রাজ্যবাসীদের বিনামূল্যে গ্যাসের সিলিন্ডার দিতে চলেছে সরকার। ঘরে ঘরে এইবার দীপাবলীর আগেই বিনামূল্যের সিলিন্ডার আসতে চলেছে। উত্তরপ্রদেশ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে যোগী সরকার সেই রাজ্যের অধিবাসীদের জন্য বছরে দুটি বিনামূল্যে গ্যাস দেওয়ার কথা ঘোষণা করেছিল। আর এবার দীপাবলীর আগে গ্রাহকদের ঘরে সেই বিনামূল্যে সিলিন্ডারগুলো ঢুকতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই ফ্রি গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা করেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার।

বিজয়ার উপহার! টানা 5 বছর ফ্রিতে রেশন পাবেন! বাম্পার ঘোষণা সরকারের

Ujjwala Gas Apply 2024

  • প্রধানমন্ত্রীর উজ্জ্বলা গ্যাস যোজনা প্রকল্পে কেবল মাত্র মহিলারাই আবেদন করতে পারবেন।
  • এই প্রকল্পে আবেদনের জন্য মহিলাদের ক্ষেত্রে বয়স হতে হবে অন্ততপক্ষে ১৮ বছর।
  • যদি কোন পরিবারের একজন ব্যক্তির তেল বিপণন কোম্পানি (OMC) থেকে অন্য কোনো এলপিজি সংযোগ থেকে থাকে তাহলে পিএম উজ্জ্বলা গ্যাস যোজনা তাঁর আবেদন গ্রহণ করা হবেনা।
  • এই প্রকল্পে আবেদন করতে পারবেন তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST), SECC অধীনে তালিকাভুক্ত পরিবারের সদস্য, অন্ত্যোদয় আন্না যোজনার (AAY) অংশগ্রহণকারী প্রার্থী, সর্বাধিক অনগ্রসর শ্রেণী (এমবিসি) চা এবং প্রাক্তন চা বাগান উপজাতি, দ্বীপ ও নদী দ্বীপে বসবাসকারী মানুষ, বনবাসী মানুষজন।

Important Documents For Ujjwala Gas Yojana

প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনায় আবেদন করতে গেলে প্রার্থীদের যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলির প্রয়োজন সেগুলি হল- ১) ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড ২) কেওয়াইসি ফর্ম ৩) গ্রাহকের আধার কার্ড বা ভোটার কার্ডের কপি।‌

PM Ujwala Gas Yojana Application

আপনিও যদি প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাস যোজনা প্রকল্পের যোগ্যতার মানদন্ড অনুসারে আবেদন করার জন্য যোগ্য হয়ে থাকেন তাহলে আপনি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট মারফত এই প্রকল্পের জন্য নিজের আবেদন জমা করতে পারেন। আরো বিস্তারিত জানতে এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।