UCO Bank Recruitment – প্রচুর শূন্যপদে সরকারি ব্যাংকে চাকরির বিজ্ঞপ্তি। অনলাইনে আবেদন করুন
Uco Bank New Recruitment Details
চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। রাজ্যে শুরু হল নতুন করে নিয়োগ প্রক্রিয়া। ইউকো ব্যাংকে (UCO Bank Recruitment) নিয়োগ প্রক্রিয়া শুরু হল সম্প্রতি। যে সকল প্রার্থীরা ব্যাংকে চাকরি করবেন বলে ভাবছিলেন, এই নিয়োগ প্রক্রিয়া আপনাদের জন্য। নতুন বছর পড়তেই বিভিন্ন জায়গায় রিক্রুটমেন্ট শুরু হচ্ছে। আপনারা যদি চাকরির সন্ধানে থেকে থাকেন তবে আজকের প্রতিবেদন থেকে ইউকো ব্যাঙ্কে চাকরির ডিটেলস জেনে নিন। আসুন এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানা যাক।
UCO BANK RECRUITMENT
পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী তরুণ -তরুণীদের জন্য ইউকো ব্যাংকের এই নিয়োগ অবশ্যই খুব জরুরী ভূমিকা পালন করবে। বছরের বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংকের তরফে রিক্রুটমেন্ট (Recruitment) শুরু হয়। নির্দিষ্ট কিছু শর্ত মেনে যোগ্যতা এবং আবেদন পদ্ধতি বিচার করে আপনারা এই নিয়োগের অংশ হতে পারেন। ইউকো ব্যাংকের নিয়োগের যোগ্যতা, স্যালারি, ও আবেদন পদ্ধতির ডিটেলস জেনে নিন।
১) ভ্যাকেন্সি ডিটেলস
ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা ইউকো ব্যাঙ্কের তরফে সম্প্রতি নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ব্যাংকে স্পেশ্যালিস্ট অফিসার পদে নিয়োগ করা হবে। এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ইউকো ব্যাঙ্কের বিভিন্ন পদ মর্যাদায় কর্মী নিয়োগ হবে। সম্প্রতি এখানে আছে একাধিক শূন্যপদ। আগ্রহী প্রার্থী অনলাইনে আবেদন জমা করতে হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।
২) কোন কোন পদে নিয়োগ
কোন কোন পদে নিয়োগ হবে? ইউকো ব্যাঙ্কে নিয়োগ দেওয়া হবে ইকনমিস্ট, ফায়ার সেফটি অফিসার, সিকিউরিটি অফিসার, রিস্ক অফিসার, আইটি অফিসার এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পদে চাকরি দেওয়া হচ্ছে। সব মিলিয়ে এখানে শূন্যপদ রয়েছে ৬৮টি। বিভিন্ন পদে নিযুক্তদের প্রথম দুই বছর ‘প্রবেশন’-এ রাখা হবে। এমনটাই উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
৩) শিক্ষাগত যোগ্যতা
আসুন এই নিয়োগের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানা যাক। এই নিয়োগে ইকনমিস্ট পদের জন্য প্রার্থীদের স্নাতকোত্তর হতে হবে ইকনমিক্স/ ইকনমেট্রিক্স/ বিজ়নেস ইকনমিক্স/ অ্যাপ্লায়েড ইকনমিক্স/ ফিন্যান্সিয়াল ইকনমিক্স/ ইন্ডাস্ট্রিয়াল ইকনমিক্স/ মনিটারি ইকনমিক্স বা সম্পর্কিত বিষয়ে। তবে অন্য পদগুলির জন্য ভিন্ন যোগ্যতার মাপকাঠি ধার্য করা হয়েছে।
রাজ্য সরকারি কর্মীদের ‘লক্ষ্মীলাভ’! সরকারের সিদ্ধান্তে খুশি সকলে
৪) বয়সসীমা
ইউকো ব্যাংকের নতুন নিয়োগ প্রক্রিয়ায় যারা ইকনমিস্ট এবং ফায়ার সেফটি অফিসার পদে আবেদন করতে চান, সেই সকল প্রার্থীদের জন্য বয়স রাখা হয়েছে যথাক্রমে ২১-৩০ বছর এবং ২২-৩৫ বছরের মধ্যে। তবে বাকি পদগুলির জন্য বয়ঃসীমা ধার্য হয়েছে ২৫-৩৫ বছর।
৫) মাসিক বেতন
এই নিয়োগে ইকনমিস্ট, ফায়ার সেফটি অফিসার, সিকিউরিটি অফিসার পদে নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৪৮,৪৮০-৮৫,৯২০ টাকা। অন্য দিকে, বাকি পদগুলিতে নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৬৪,৮২০-৯৩,৯৬০ টাকা।
মাসে 12,000 টাকার বেতনে চাকরি দিচ্ছে মোদি সরকার। সরকারি যোজনায় এবার চাকরি পাবে লাখ লাখ প্রার্থী
৬) আবেদন জানাবেন কিভাবে
এই নিয়োগে আবেদন জমা করা যাবে অনলাইন মাধ্যমে। এর জন্য আপনারা অফিশিয়াল সাইট ভিজিট করতে পারেন। এখানে বিভিন্ন পদের জন্য নিয়োগ ক্ষেত্রে যোগ্যতা যাচাই করার জন্য ব্যাঙ্কের তরফে নেওয়া হবে অনলাইন পরীক্ষা বা স্ক্রিনিং টেস্ট। এরপর নেওয়া হবে ইন্টারভিউ। এর জন্য আগ্রহীদের অবশ্য ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সব নথি-সহ আবেদন জমা করতে হবে। এই নিয়োগে আবেদন জানাতে আপনাদের অর্থাৎ সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের যথাক্রমে জমা করতে হবে ১০০ এবং ৬০০ টাকা। আবেদনের শেষ তারিখ হল আগামী ২০ জানুয়ারি। এর মধ্যে নিজের অ্যাপ্লিকেশন সাবমিট করুন। এছাড়াও আপনারা নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে ভিজিট করুন ব্যাঙ্কের ওয়েবসাইটে।