Android Phone – এ গেম খেলছে কি বাচ্চারা? 1 টা ক্লিকেই ব্যালেন্স ZERO! বিশদে জানুন।
Android Phone এর Application এর মাধ্যমে হ্যাক হচ্ছে তথ্য।
আপনার Android Phone পকেটে থাকাকালীন হয়ে যাচ্ছে গরম। ব্যাটারি শেষ হচ্ছে তাড়াতাড়ি? সাবধান! মোবাইলে নজর রাখছে অন্য কেউ। অজান্তেই আপনার Android Mobile আক্রান্ত হয়েছে যে ভাইরাসে তার নাম ‘হার্লি’। মাঝে মাঝেই ঢুকছে Pop-up মেসেজ? আপানার ব্যাঙ্কের সব তথ্য মুহূর্তেই চলে যেতে পারে অন্যের হাতে।
সাবধান হয়ে যান এখুনি। যুগ পাল্টাচ্ছে। বর্তমানে আধুনিকতার ছোঁয়া পৌঁছেছে দেশের কোনায় কোনায়। আর এক্ষেত্রে আধুনিক প্রযুক্তির Android Phone এখন ঘরে ঘরে। বিজ্ঞানের আবিষ্কারের উপকারিতা যেমন আছে আবার অপব্যবহারও কম নয়। তাই নেহাতই আবিস্কারকে দোষারোপ না করে তার সঠিক ব্যবহারের দিকেই বেশি নজর দেওয়া উচিত। AK47 যেমন দেশ রক্ষা করে আবার এই AK47 এর ভয় দেখিয়ে ব্যাঙ্ক ডাকাতিও হয়। তাই এক্ষেত্রে দোষ কার?
কম্পিউটার বা Android Phone – কে সুরক্ষিত রাখতে ব্যবহৃত হয় Antivirus. এমন একটি কোম্পানি ক্যাস্পারস্কাই এর বক্তব্য অনুযায়ী, প্রায় ২০০ টির মতো Android Application এ হানা দিয়েছে এই ট্রোজ্যান। প্লে – স্টোর জুড়ে রয়েছে যার প্রায় ৫০ লক্ষ Download হয়ে গেছে ইতিমধ্যে। সুতরাং সাবধান হন এখুনি।
বাচ্চাদের থেকে দূরে রাখুন আপনার Android Phone. কারণ তারা না বুঝেই বিভিন্ন Pop-up মেসেজ ‘OK’ বা ‘Accept’ ক্লিক করে দিলেই সমস্যা। এছাড়া অনেক Application আছে, যা পাওয়া যায়না প্লে – স্টোরে। অজানা সাইটে গিয়ে Download করে ব্যবহার করতে হয় .apk ফাইল। এই ধরণের নানা মেসেজ মাঝে মাঝেই অনেকে শেয়ার করে Whatsapp বা Facebook Messenger এ। এগুলি Download এর সাথে সাথেই আপনার মোবাইল আক্রান্ত হতে পারে ম্যালওয়ার এর মাধ্যমে।
ফলে আপনার Android Phone – এ সমস্ত গোপনীয় তথ্য চলে যেতে পারে অসৎ লোকেদের কাছে। ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার মোবাইলের আভ্যন্তরীণ Software. নতুন এই ম্যালওয়ার এর নাম ‘হার্লি’। এটি অনেকটা জোকার ট্রোজ্যান হিসেবে কাজ করে। অর্থাৎ বাইরে থেকে বোঝার উপায় নেই। অন্য অজানা, অনামী এবং অপ্রয়োজনীয় Application এর আড়ালে থেকে আপনার মোবাইলে নজরদারি করে এই ভাইরাস।
এছাড়াও এই ভাইরাস গুলি Android Phone – এর মাধ্যমে নিজে থেকেই আপনার সাবস্ক্রিপ্সন করে দেবে অন্য কোন ওয়েবসাইটে। আপনি নিজের অজান্তেই মেম্বার হয়ে যেতে পারেন অন্য যেকোনো Paid website এ। দেখবেন যে, মাঝে মাঝেই আপনার ডিভাইসে আসতে থাকে নানা ধরণের অপ্রয়োজনীয় Notification.
চীন কে হটিয়ে এবার আইফোন বানাবে টাটা, ভারতে 20 হাজারে মিলবে iPhone.
জানা গেছে, ইতিমধ্যেই সাধারণ মানুষের Mobile এ প্রায় ৫০ লক্ষ Download হয়ে গেছে। তাই আপনি নিজের ডিভাইসটি চেক করে দেখে নিন। আর যে সকল Application আপনার তেমন কোন কাজে আসে না, সেইসব Application গুলি না রাখাই ভালো। এতে ক্ষতির হাত থেকে রক্ষা পেয়ে যাবেন।
কোন নতুন ধরণের Application নিজের ডিভাইসে Download করার আগে তা ভালভাবে যাচাই করে দেখে নিন। দরকার হলে ঐ Application এর কমেন্ট বা টোটাল ডাউনলোড দেখে নিতে পারেন। এছাড়া একটা স্টার রেটিং করা থাকে প্লে – স্টোরে। সেটি দেখেও Application সম্পর্কে অনেকটা ধারণা পাওয়া যায়। আর অতি অবশ্যই বাচ্চাদের কোন ভাবেই আপনার ডিভাইসটি দেবেন না। এমন আরও তথ্য পেতে ওয়েবসাইটে নজর রাখুন। ধন্যবাদ।
Written by Mukta Barai.