Tram Service In Bengal

পশ্চিমবঙ্গের ট্রাম পরিষেবা(Tram Service in WB) প্রত্যেকের কাছেই নস্টালজিক। কলকাতা এবং ট্রাম যেন একে অপরের সাথে জড়িয়ে। কলকাতা শহরের আনাচে কানাচে ছড়িয়ে কত শত ইতিহাস। কত দর্শনীয় স্থান রয়েছে শহরের বুকে। এরকমই এক ঐতিহ্যপূর্ণ কলকাতার ট্রাম(Tram Service in Bengal) ১৫০ বছর ধরে কলকাতা শহরের বিভিন্ন রুটে পরিষেবা দিয়ে চলেছে ট্রাম(Tram Service In Bengal).

বহু আধুনিক যানবাহন এলেও এখনো শহরবাসী নস্টালজিক হয়ে পড়ে ট্রাম উল্লেখ করে(Tram Service In Bengal). কিন্তু এবার শোনা যাচ্ছে খুব চিন্তার খবর। কারণ শীঘ্রই বন্ধ হতে চলেছে ট্রাম পরিষেবা(Tram Service In Bengal). রাজ্য সরকার সম্প্রতি ট্রাম পরিষেবা(Tram Service in Bengal) তুলে দিতে কোর্টে হাজির হয়েছে।

ব্যাঙ্কের নিয়মে আমূল বদল! চালু হচ্ছে একগুচ্ছ নতুন নিয়ম! কোন নিয়মে বদল এল? অবশ্যই জেনে নিন

Tram Service in Bengal New Update

শোনা যাচ্ছে, রাজ্য সরকার ট্রাম(Tram Service In Bengal) তুলে দেওয়ার জন্য তৎপর হয়েছে। তাদের দাবী, ট্রাম লাইনের জন্য বারংবার দুর্ঘটনা ঘটছে শহরে। আর এগুলো বন্ধ করার জন্য কোর্ট-এর দ্বারস্থ পশ্চিমবঙ্গ সরকার(Tram Service In Bengal). অবশেষে অনুমতি মিলেছে মাত্র একটি মাত্র রুটে ট্রাম চালানোর জন্য। যদিও এতদিন এই শহরে মোট তিনটি রুটে ট্রাম চলতো। আর সেগুলি হলো (টালিগঞ্জ-বালিগঞ্জ, গড়িয়াহাট-ধর্মতলা এবং ধর্মতলা-শ্যামবাজার)। কিন্তু প্রায় অর্ধেক রুট বন্ধ হয়ে কলকাতায় মাত্র ১টি রুটে চলতে দেখা যাবে ট্রাম।

Tram Service In Bengal Govt Decision

ইতোমধ্যে সূত্রের খবর, কলকাতার একটি রুটে ট্রাম(Tram Service In Bengal) চালানোর জন্য কোর্টে আর্জি জানাতে চলেছে রাজ্যের পরিবহন দপ্তর। খবর মিলছে যে, কলকাতার যে ট্রাম লাইন দীর্ঘদিন ধরে বন্ধ ছিল অর্থাৎ এসপ্ল্যানেড থেকে খিদিরপুরের মধ্যে যে লাইনটি আছে, একমাত্র সেই রুটেই চলবে ট্রাম(Tram Service in WB)।

যা জানা যাচ্ছে, এটিকে চালানো হতে পারে ‘জয় রাইড’ হিসেবে। যদিও ট্রাম পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার খবর শুনে বেশ মন খারাপ আমজনতার। কিন্তু সরকার তরফে খবর, কলকাতায় মানুষের তুলনায় যানবাহন সংখ্যা ও রাস্তার সংখ্যা কম।আর সেই কারণেই মানুষের স্বার্থে ট্রাম পরিষেবা বন্ধ হতে পারে।

ট্রেনের টিকিট কাটলেই মিলবে Free Wifi সহ আরও একাধিক সুবিধা।

যদিও রাজ্য সরকারের এই সিদ্ধান্তে বিরোধিতা ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের। তাঁরা এখনো পর্যন্ত সমস্ত রুটে ট্রাম চালানোর পক্ষেই সওয়াল করছেন। এই বিষয়টি সম্পর্কে সংগঠনের যুগ্ম সম্পাদক সাগ্নিক গুপ্ত মুখ খুলেছেন।‌ প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেছেন “পৃথিবীর বহু দেশে নতুন করে ট্রাম পরিষেবা চালু করা হচ্ছে। কারণ, এত কম খরচে পরিবেশবান্ধব ও দূষণহীন যান মেলা সম্ভব নয়।” একই সঙ্গে তিনি সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেছেন আমাদের এই রাজ্য সরকার ট্রাম পরিষেবাটাই তুলে দিতে চায়। যার কারণ হিসেবে দেখানো হচ্ছে মন্থর গতির ট্রাম নাকি শহরের ট্র্যাফিক জ্যামের কারণ!