2 কোটি সিম কার্ড ব্লক করলো TRAI. কাদের সিম বন্ধ হবে? চালু রাখতে কি করণীয়?

TRAI Blocked 2 Crore Sim Card

নতুন বছর থেকে টেলিকম দপ্তর (TRAI) চালু করছে বেশ কিছু নতুন নিয়ম। কোটি কোটি সিম কার্ড বন্ধ হতে চলেছে। তাই স্বাভাবিকভাবেই সকলের মনে একটাই প্রশ্ন, কাদের সিম বন্ধ থাকবে আর কাদের সিম চালু থাকবে? হঠাৎ করে সিম বন্ধ হয়ে গেলে আপনি কি করবেন? এই পরিস্থিতিতে আপনার কি করনীয়। আসুন টেলিকম দপ্তরের নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিত জানা যাক।

Sim Card New Rule BY TRAI

বর্তমানে অনেকের একের বেশি সিম রয়েছে। আর সেই সকল সিম চলমান। তবে অনেক সময় নানান ধরনের অভিযোগ উঠছে। আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নিতে চলেছে টেলিকম দপ্তর (Telecom Department) ভারতবর্ষের টেলিকম দপ্তর বা ট্রাই এবার কোটি কোটি সিম কার্ড (Sim Card) বন্ধ করবে। ইতিমধ্যেই জানা যাচ্ছে সেই বিষয়ে। সেক্ষেত্রে আপনার সিম কার্ড যদি বন্ধ হয় তাহলে আপনার কি করনীয় বা কিভাবে সিম কার্ড চলমান রাখবেন আপনাকেও সে বিষয়ে জানতে হবে।

এখন থেকে নতুন সিম কার্ড নিলে মানতে হবে এই নিয়মগুলি। জেনে নিন বিস্তারিত

সম্প্রতি ভারতের টেলিকম বিভাগ সতর্ক করেছে যে, এবার থেকে আর জাল কলের সংখ্যা বাড়বে না। দীর্ঘ সময় ধরেই জাল কল নিয়ে সমস্যায় ভুক্তভোগী গ্রাহক। প্রতিদিন জনগণের স্বার্থে প্রায় 1.35 কোটি ভুয়ো কল ব্লক করা হচ্ছে। তবে তা সত্ত্বেও কিন্তু সাইবার ঠগ প্রতারণার নতুন নতুন পদ্ধতি সেই উঠেই আসছে। আর এটি মাথায় রেখে, টেলিকম বিভাগ এবার বড় পদক্ষেপ নিতে চলেছে। যা জানা যাচ্ছে, এবার এক ধাক্কায় আরও ১.৭৭ কোটি সিম কার্ড ব্লক করা হয়েছে। অর্থাৎ এখন থেকে এই সকল ব্লক করা সিম কার্ডে কল বা মেসেজ করা যাবে না। শুধু তাই নয়, সবমিলিয়ে মোট পাঁচ দিনের মধ্যে প্রায় সাত কোটি কল কেটে দেওয়া হয়েছে বলে খবর।

কেন কোটি কোটি সিম কার্ড ব্লক করা হচ্ছে?

বর্তমানে টেলিকম দপ্তরের নতুন পদক্ষেপের ফলে যে সিম কার্ডগুলো ডিপার্টমেন্ট ব্লক করে দিয়েছে, সেই সকল নম্বরগুলি ব্যবহার করা হয়েছিল ভুয়ো কল করার জন্য। গ্রাহকদের স্বস্তি দিতে ট্রাই নিল জরুরী পদক্ষেপ। ভারতীয় টেলিকম বিভাগ TRAI-এই সকল নম্বরগুলিকে ব্লক করেছে। শুধু তাই নয়, মোট ৪৫ লাখ জাল আন্তর্জাতিক কল বন্ধ করা হয়েছে।

এই পদক্ষেপের ফলে কি সুবিধা হবে?

টেলিকম দপ্তরের এই নতুন নিয়মে উপকার পাবেন লাখ লাখ গ্রাহক। এই নতুন নিয়ম চালু হওয়ার পর কলকারীর জন্য হোয়াইটলিস্ট করা প্রয়োজন হবে না। TRAI-এর মতে, জনগণের তরফে বার বার আসতে থাকা বিভিন্ন অভিযোগগুলি বিবেচনা করে আর এর নিষ্পত্তি ঘটাতে প্রধানত স্ক্যাম এড়াতে বিভাগ সব মিলিয়ে প্রায় ১.৩৫ কোটি ভুয়ো কল ব্লক করেছে। প্রায় ১.৭৭ কোটি মোবাইল নম্বরকেও বন্ধ করা হয়েছে। টেলিকম দপ্তরের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, আগামী দিনে আরো কঠোর হবে ট্রাই। নেওয়া হতে পারে আরো জরুরী পদক্ষেপ। আসলে ভুয়ো কল রোখা ট্রাইয়ের প্রধান উদ্দেশ্য ছিল। তাই এই কল না করলে সিম বন্ধ হবে না। তবে নতুন বছরের শুরুর দিকে নতুন করে আরও বিভিন্ন পদক্ষেপ নিতেও পারে টেলিকম দপ্তর।

Related Articles

Back to top button