Mutual Fund: এই সাতটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে আপনিও বড়লোক! নিমেষে হবেন মালামাল, তালিকা ধরে মিলিয়ে নিন
Top Seven Mutual Fund Investment Idea
বিনিয়োগের জন্য মিউচুয়াল ফান্ড (Mutual Fund) বিশেষভাবে উল্লেখযোগ্য। বর্তমানে সকলেই টাকা পয়সা নিয়ে অনেক বেশি সতর্ক। সবাই চান সর্বোচ্চ রিটার্ন। আর সেখান থেকেই আগ্রহ বাড়ছে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে। কারণ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে বিনিয়োগকারী অল্প সময়ে অনেক বেশি রিটার্ন পাবেন। আপনিও যদি ভেবে থাকেন অল্প সময়ে বড়লোক হবেন, তবে আপনার জন্য ৭ টি সেরা মিউচুয়াল ফান্ডের হদিস রইল আজকের প্রতিবেদনে। দেখে নিন কোথায় কিভাবে বিনিয়োগ করলে সর্বোচ্চ লাভ।
Mutual Fund Investment Ideas
উপার্জিত অর্থ দ্বিগুণ করার জন্য বিনিয়োগ করা খুব জরুরী। আর বিনিয়োগ করার জন্য বেশির ভাগ ক্ষেত্রেই মানুষ নিরাপদ জায়গাগুলি খোঁজে। উদাহরণস্বরূপ ব্যাংক এবং পোস্ট অফিসে বেশি মানুষ বিনিয়োগ করে থাকেন। কিন্তু অনেকে এটা জানেন না, রিস্ক নিয়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে বিরাট রিটার্ন পাওয়া যায়। অল্প সময়ের মধ্যে বড়লোক হওয়ার ঠিকানা মিউচুয়াল ফান্ড। এখন আপনিও যদি বিনিয়োগ করতে চান আর সঠিক মিউচুয়াল ফান্ডের খোঁজে থেকে থাকেন তাহলে আপনার জন্য রইল আজকের প্রতিবেদন। অতএব আর দেরি না করে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নেবেন। সেরা সাত মিউচুয়াল ফান্ড সম্পর্কে আজকে আলোচনা করা হলো।
সাতটি গুরুত্বপূর্ণ মিউচুয়াল ফান্ডের বিবরণ
অনেকে মনে করেন যে, এসআইপি মানেই হল দীর্ঘসময় ধরে বিনিয়োগ করা। আসলে এখানে বিভিন্ন সেক্টর রয়েছে। তাই সেখানে যদি সঠিক পরিকল্পনা করে আপনি বিনিয়োগ করতে পারেন তাহলে দেখবেন যে দিনের শেষে দেখা যাবে ভাল রিটার্ন এসেছে আপনার হাতে। আসুন দেখে নেওয়া যাক সাতটি জরুরী মিউচুয়াল ফান্ড সম্পর্কে।
১) কোয়ান্ট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড
আপনি যদি এই ফান্ডে বিনিয়োগ করেন এখানে ৫ বছরের সময়ে এসআইপি রিটার্ন পাবেন ২৬.৯২ শতাংশ করে। আপনি এখানে ১ হাজার টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। যদি মাসে আপনি ১২ হাজার টাকার এসআইপি করতে পারেন তাহলে মোট ১০ বছরে আপনার টাকা হবে ১৫ লক্ষ। তবে আপনি এখান থেকেই হাতে পাবেন ৬২ লক্ষ ৫৬ হাজার ৮৩৫ টাকা।
২) ইনভেস্কো ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফান্ড
দ্বিতীয় যে মিউচুয়াল ফান্ড সম্পর্কে আলোচনা করা হচ্ছে, এখানে ১০ বছরের সময়ে এসআইপি রিটার্ন পাওয়া যাবে মোট ২৫.১ শতাংশ করে। এখানে আপনি ৫০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। আর যদি মাসে ১২,৫০০ টাকা করে এসআইপি করতে পারেন তাহলে সেটা ১০ বছরে হয়ে যাবে ৫৬ লক্ষ ৬৯ হাজার ৫৬ টাকা।
৩) এলআইসি এমএফ ইনফ্রাস্ট্রাকচার ফান্ড
তৃতীয় যে মিউচুয়াল ফান্ড সম্পর্কে আলোচনা করা হচ্ছে, সেখানে ১০ বছরের সময়ে এসআইপি রিটার্ন পাওয়া যাবে মোট ২৪.০৪ শতাংশ করে। এখানে আপনি ২০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। আর যদি মাসে আপনি ১২,৫০০ টাকা করে এসআইপি করেন তাহলে মোট ১০ বছরে আপনি হাতে পাবেন ৫৩ লক্ষ ৫৩ হাজার ১৯৭ টাকা।
৪) ডিএসপি ইন্ডিয়া টাইগার ফান্ড
ডিএসপি ইন্ডিয়া টাইগার ফান্ডে ১০ বছর সময়ে এসআইপি রিটার্ন পাওয়া যাবে ২৪.০৩ শতাংশ। আপনি এখানে ১০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। আর যদি মাসে আপনি ১২,৫০০ টাকা করে এসআইপি করেন তাহলে ১০ বছরে হাতে পাবেন মোট ৫৩ লক্ষ ৫০ হাজার ৩৪৬ টাকা।
৫) আইসিআইসিআই প্রুডেন্সিয়াল টেকনোলজি ফান্ড
আপনি যদি এখানে বিনিয়োগ করেন ১০ বছরের সময়ে আপনি এসআইপি রিটার্ন পাবেন ২৪.৩৮ শতাংশ। এখানে আপনি ১০০ টাকা হাতে নিয়েই বিনিয়োগ করতে পারেন। যদি মাসে ১২,৫০০ টাকা করে এসআইপি করতে পারেন তাহলে সেটা ১০ বছরে হয়ে যাবে ৫৪ লক্ষ ৫২ হাজার ৩১৩ টাকা।
৬) আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড
ছয় নম্বরে যে মিউচুয়াল ফান্ড সম্পর্কে আলোচনা করা হচ্ছে, এখানে ১০ বছরের সময়ে এসআইপি রিটার্ন মিলবে ২৪.২২ শতাংশ করে। এখানে ১০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। যদি মাসে আপনি ১২,৫০০ টাকা করে এসআইপি করতে পারেন তাহলে সেটা ১০ বছরে হাতে পাবেন ৫৪ লক্ষ ৬ হাজার ৬২৭ টাকা।
পোস্ট অফিসের এই স্কিমে পাবেন 5,00000/- টাকা। বছরের শেষে ধামাকা অফার মিস করবেন না
৭) ফ্র্যাঙ্কলিন বিল্ড ইন্ডিয়া ফান্ড
এখানে আপনি বিনিয়োগ করতে চাইলে সেটা ১০ বছরের সময়ে এসআইপি রিটার্ন পাওয়া যাবে ২৪.০৮ শতাংশ। এখানে মোট ৫০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। যদি মাসে ১২,৫০০ টাকা করে এসআইপি করেন তাহলে ১০ বছরে হাতে পাবেন মোট ৫৩ লক্ষ ৬৩ হাজার ৯৩৫ টাকা। অর্থাৎ বুঝতেই পারছেন, এই সাতটি মিউচুয়াল ফান্ড আপনার জন্য খুব লাভজনক হতে চলেছে। তাই আর দেরি না করে বিনিয়োগ করা শুরু করুন।