Top MBA College In India: ভারতের সেরা এমবিএ কলেজ কোনগুলি? বাংলায় আছে কোন কোন কলেজ? দেখে নিন তালিকা

Top MBA College In India

দেশের সেরা এমবিএ কলেজ কোনগুলি (Top MBA College In India) এই প্রশ্ন রয়েছে প্রচুর ছাত্রছাত্রীর মনে। বিশেষ করে যারা উচ্চতর পড়াশোনায় MBA করতে চান। তবে এমবিএ একটি খরচ সাপেক্ষ কোর্স। তাই যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমবিএ করা যায় না। একটি সঠিক প্রতিষ্ঠান বেছে নেওয়া জরুরি। আগামী দিনে ভবিষ্যতে আপনার ক্যারিয়ার গড়ার পথে যা সুবিধাজনক হবে।

Top MBA College In India 2025

আপনিও কি ভাবছেন এমবিএ করবেন? আর তার জন্য ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সন্ধানে আছেন? তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। এখানে উল্লেখ করা হচ্ছে ভারতবর্ষের শ্রেষ্ঠ দশটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম যেখানে এমবিএ করানো হয়। আর এই শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় পশ্চিমবঙ্গের কটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেটাও জেনে নেওয়া জরুরী। আসুন দেখে নেওয়া যাক এই বিষয়ে বিস্তারিত।

ভারতের সেরা স্কুলের তালিকা প্রকাশ। পশ্চিমবঙ্গের সেরা স্কুল কোনগুলো? 

ভারতবর্ষের সেরা দশটি এমবিএ কলেজ

ভারতবর্ষের সেরা দশটি এমবিএ কলেজ সম্পর্কে জানতে হলে আপনাদের এনআই আরএফ র্যাঙ্কিকিং (NIRF Ranking) সম্পর্কে জানতে হবে। এনআইআরএফ (NIRF)-এর ফুল ফর্ম জাতীয় প্রাতিষ্ঠানিক র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক। এনআইআরএফ র‍্যাঙ্কিং তালিকা একটি পিডিএফ ডকুমেন্ট যেটি প্রধানত ভারতের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়ন ও তার সাথে স্থান নির্ধারণ করে।

এখানে কলেজের গুণমান, গবেষণা, তার পাশাপাশি স্থান নির্ধারণ এবং পরিকাঠামো সহ একাধিক গুরুত্বপূর্ণ মানদণ্ডকে গুরুত্ব দেওয়া হয়। প্রকাশিত সর্বশেষ NIRF র‍্যাঙ্কিং রিপোর্টের উপর ভিত্তি করে কোন কোন কলেজ গুলিকে তালিকায় রাখা হচ্ছে? শীর্ষ স্থান অধিকারী কলেজ কোনগুলি, সেরা এমবিএ কলেজ সম্পর্কে আজ এই প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক।

NIRF র‍্যাংকিং শিক্ষা মন্ত্রণালয় দ্বারা প্রতিষ্ঠিত। শীর্ষ ১০টি এমবিএ কলেজগুলি কি কি? দেখে নিন। প্রথম স্থানে: Indian Institute of Management, (IIM) Ahmedabad দ্বিতীয় স্থানে: Indian Institute of Management, (IIM) Bangalore, তৃতীয় স্থানে: Indian Institute of Management, (IIM) Kozhikode, চতুর্থ স্থানে: Indian Institute of Technology, (IIT) Delhi, আর পঞ্চম স্থানে রয়েছে: Indian Institute of Management, (IIM) Calcutta.

দেশের সেরা পাঁচটি Engineering College এর তালিকা। এখানে পড়াশোনা করে দুর্দান্ত কেরিয়ার তৈরি করুন

প্রসঙ্গত উল্লেখ্য, এই বছরের তথা NIRF র‍্যাঙ্কিং NIRF র‍্যাঙ্কিং তালিকা এখনও প্রকাশ করা হয়নি, আশা করা যাচ্ছে, চলতি বছর তথা ২০২৫ সালের অগাস্টে এই র‍্যাঙ্কিং প্রকাশ হতে পারে।

Related Articles

Back to top button