Top 5 Hospitals: চেন্নাইয়ের সেরা হাসপাতালের তালিকা। চেন্নাই এর শীর্ষ ৫ হাসপাতাল। দক্ষিণ ভারতে কোন রোগের জন্য কোন হাসপাতাল সেরা?
Top 5 Hospitals In Chennai
স্বাস্থ্যের অবনতি হলে আমরা অবশ্যই চাই ভালো হাসপাতালে ভালো মানের চিকিৎসা। আর তার জন্যই দেশের সেরা (Top 5 Hospitals) হাসপাতালগুলি বিগত বছর গুলিতে ভাল স্বাস্থ্যের পরিষেবা দেওয়ার জন্য এসেছে শিরোনামে। আজকের প্রতিবেদনে রইল চেন্নাইয়ের সেরা হাসপাতালের তথ্য। চেন্নাইয়ের সেরা ৫ টি শীর্ষ হাসপাতালের খবর (Hospital In Chennai) জেনে নিন।
১) অ্যাপোলো হাসপাতাল
চেন্নাইয়ের মধ্যে সবচেয়ে ভালো হাসপাতাল হলো অ্যাপোলো হাসপাতাল। এখানে রয়েছে সবচেয়ে উন্নত যন্ত্রপাতি এবং বিশ্বমানের ডাক্তার। কিন্তু এই হাসপাতালের চিকিৎসার খরচ দক্ষিণ ভারতের মধ্যে সবচেয়ে বেশি। তবে কম সময়ে যদি ভাল চিকিৎসা চান, তাহলে অবশ্যই আপনি আসতে পারেন অ্যাপোলো হাসপাতালে।
যেভাবে যাবেন এখানে? চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে মাত্র ৪ কি.মি দূরে অ্যাপোলো। এর দূরত্ব চেন্নাই এগমোর রেল স্টেশন থেকে মাত্র ৩ কি.মি। আপনি যাওয়ার জন্য হাওড়া অথবা শিয়ালদা থেকে ট্রেন পেয়ে যাবেন। বিমানে এই হাসপাতাল চেন্নাই এয়ারপোর্ট থেকে মাত্র ১৫ কি.মি. দূরে অবস্থিত। দেখে নিন ঠিকানা- Apollo Hospitals, Greams Road
21, Greams Lane Off Greams Road Chennai – 600006 ফোন – +91-44-28290200 / +91-44-28293333
+91-44-28294429
আপনি যদি অ্যাপোলো হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য যান, তাহলে ৮ থেকে ১০ দিনের প্ল্যান করে নিন। এই হাসপাতালে বড় মাপের চিকিৎসা অথবা অপারেশানের জন্য কমপক্ষে ২০ দিনের মতো সময় নিয়ে আসতে হবে।রেজিস্ট্রেশন কিভাবে করবেন? এই হাসপাতালে রেজিস্ট্রেশন করতে হলে ঢোকার মুখেই ডান দিকে প্রথমে যে বিল্ডিংটা রয়েছে ঠিক সেখানেই রেজিস্ট্রেশন হয়। নাম হল ‘সুন্দুরি ব্লক/Sundoori Block’।
২) শ্রী রামাচন্দ্র মেডিকেল সেন্টার
চেন্নাইয়ের দ্বিতীয় নামকরা হাসপাতাল হল শ্রী রামাচন্দ্র মেডিকেল সেন্টার। আপনার যদি পকেটে টাকা কম থাকে তাহলে আপনি চেন্নাইয়ের শ্রী রামাচন্দ্র মেডিকেল সেন্টারে চিকিৎসা করাতে পারেন। তবে মনে রাখবেন যে, এখানে চিকিৎসার জন্য আপনার সময় লাগবে সি.এম.সি ভেলোরের তুলনায় অনেক কম। এই হাসপাতালের অবস্থান হলো চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে ১৭ কি.মি. দূরে। দেখে নিন ঠিকানা- Sri Ramachandra Medical Centre No.1 Ramachandra Nagar, Porur Chennai, Tamil Nadu.
৩) ভেলোর সি.এম.সি হাসপাতাল
যদি আপনি কম খরচে ভালো মানের চিকিৎসা করার চিকিৎসার জন্য চেষ্টায় থাকেন তাহলে এই দক্ষিণ ভারতের তামিলনাডু রাজ্যের জেলা শহর ভেলোরের সি.এম.সি হল ভারতের একেবারে প্রথম শ্রেণীর হাসপাতাল। হাসপাতাল ঘিরে গড়ে উঠেছে অসংখ্য হোটেল ও লজ। এখানে রুম ভাড়াও তুলনামূলকভাবে অনেক কম। তবে এটা মনে রাখতে হবে যে, খুব ভিড়ের জন্য এখানে চিকিৎসা করাতে সময় লাগে অনেক বেশি।সি.এম.সি ভেলোরে বিশ্বমানের চিকিৎসা যার খরচ তুলনামূলকভাবে অনেক কম। কারণ এটি এক খ্রিস্টান মিশনারী পরিচালিত হাসপাতাল। যেভাবে যাবেন? আপনি যদি এই হাসপাতেলে যেতে চান, তাহলে কাটপাটি স্টেশনে নামতে হবে। কাটপাটি স্টেশন থেকে আপনি অনেক গাড়ি পেয়ে যাবেন।দেখে নিন ঠিকানা- Ida Scudder Road, Vellore, Tamil Nadu 632004 Phone: 0416 228 1000.
৪) শ্রী নারায়নী হাসপাতালে
আপনি যদি অল্প খরচ এবং অল্প সময়ের ভালো চিকিৎসা পেতে চান তাহলে চলে আসুন ভেলোরের শ্রী নারায়নী হাসপাতালে। দক্ষিণ ভারতের বিখ্যাত সি.এম.সি ভেলোর হাসপাতাল থেকে শ্রী নারায়নী হাসপাতালের দূরত্ব মাত্র ৮ কিলোমিটার। কাটপাটি স্টেশন থেকে এই হাসপাতালের দূরত্ব ২৮ কিমি। দেখে নিন ঠিকানা- Sri Narayani Hospital & Research Centre Azad Road, Sripuram, Thirumalaikodi, Vellore, Tamil Nadu 632055 Phone: 0416 220 6301.
৫) মানিপাল হাসপাতাল- Manipal Hospital
চেন্নাইয়ের পঞ্চম ভালো হাসপাতাল হল মনিপাল হাসপাতাল। এটি বেঙ্গালুরুর অন্যতম প্রধান এক হাসপাতাল। এই হাসপাতাল আদলে ৬০০ বেড বিশিষ্ট হাসপাতাল। আরো ৩০০ বেড এখানে খুব শিগগিরই এখানে যুক্ত করার পরিকল্পনা চলছে। আর এখানে চিকিৎসার খরচ তুলনায় অনেকটা কম। এই হাসপাতালে রয়েছে অনেকগুলো ইউনিট। এই সব সেন্টারগুলোই সাফল্যের সঙ্গে নিয়মিত কাজ করে চলেছে। দেখে নিন ঠিকানা- Manipal Hospital HAL Airport road Manipal Hospital 98, HAL Airport road, Bangalore – 560 017 Appointment Helpline: 1800 3001 4000 Enquiries: +91 80 40119000/2502 4444.