দেশের সেরা পাঁচটি Engineering College এর তালিকা। এখানে পড়াশোনা করে দুর্দান্ত কেরিয়ার তৈরি করুন।
Top Engineering Colleges In India
বেশিরভাগ ছাত্রছাত্রীদেরই স্বপ্ন থাকে ডাক্তারি না হলে ইঞ্জিনিয়ারিং নিয়ে (Engineering College) পড়াশোনা করবেন। আর তার জন্যই পছন্দের কলেজ বাছাই প্রক্রিয়া চলে। সকলেই একটি লক্ষ্য নিয়ে এগোন। স্কুল থেকে কলেজের গণ্ডিতে পা রাখলে সকলেই চান একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান।আর তার জন্যই দেশের সেরা ৫ টি ইঞ্জিনিয়ারিং কলেজের বিবরণ রইলো আজকের প্রতিবেদনে। আশা করা যায়, এই প্রতিবেদন থেকে আপনারা উপকৃত হবেন।
Top 5 Engineering College In India
ভারতে সবসময়ই তুঙ্গে থাকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রির জনপ্রিয়তা। বর্তমানে এ দেশে ৮ হাজারের বেশি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। যেখানে ভর্তি হতে গেলে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উর্ত্তীর্ণ হতে হয়। আর জাতীয় প্রতিষ্ঠান র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (NIRF) ২০২৪ দ্বারা প্রকাশিত সাম্প্রতিক র্যাঙ্কিং-এ উঠে এসেছে তেমনই দেশের সেরা ৫ টি (Top 5 College) বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের খবর। আগের থেকে জানা থাকলে সেখানে এডুকেশন ও অ্যাডমিশন নেওয়া তুলনামূলক ভাবে সহজ হবে।
বর্তমানে এই দেশে ৯৪২টিরও বেশি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন কোর্স অফার করা হয় সেখানে। আর এই কলেজগুলিতে ভর্তি হতে হলে প্রধানত বেশ কিছু প্রবেশিকা পরীক্ষা যেমন JEE Mains, VITEEE, SRMJEE, BITSAT এবং MET-এর উপর নির্ভর করতে হয়।
ভারতের সেরা ৫ ইঞ্জিনিয়ারিং কলেজের বিবরণ
১) প্রথমেই উল্লেখ করতে হবে VIT বিশ্ববিদ্যালয়ের কথা। তামিলনাড়ুতে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি (র্যাঙ্ক ১১)। আজকের আলোচনার প্রথম স্থানে থাকা বিশ্ববিদ্যালয় -টি প্রতিষ্ঠিত হয়েছে গত ২০০১ সালে। এটি বর্তমানে ভারতের অন্যতম সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি QS World University Rankings ২০২৫ সালে ৭৯১-৮০০ রেঞ্জে স্থানও পেয়েছে। এই বিশ্ববিদ্যালয় ছাত্র -ছাত্রীরা BCom, BBA, BDes, MBA, MTech, MSW এবং PhD সহ বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারেন।
ভারতের সেরা স্কুলের তালিকা প্রকাশ। পশ্চিমবঙ্গের সেরা স্কুল কোনগুলো?
২) দ্বিতীয় যে বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করতে হয় সেটি হল SRM বিশ্ববিদ্যালয় চেন্নাই (র্যাঙ্ক ১৩)। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই SRM বিশ্ববিদ্যালয়। এটি আসলে ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (SRMIST) ক্যারিয়ার সেন্টারের জন্য পরিচিত। এই বিশ্ববিদ্যালয় যা প্রশিক্ষণ এবং প্লেসমেন্ট সেবা প্রদান করে।
৩) তৃতীয় যে বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করতে হয় সেটি হল BITS পিলানি, রাজস্থান (র্যাঙ্ক ২০)। এটি প্রতিষ্ঠিত ১৯৬৪ সালে। বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স (BITS) পিলানি অগ্রণী শিক্ষাপ্রতিষ্ঠান। এটি সাধারণত IBM, Swiggy এবং Nestle-এর মতো শীর্ষ কোম্পানিগুলির সাথে বার্ষিক প্লেসমেন্ট চালায়।
উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিরাট সিদ্ধান্ত! নতুন নিয়ম জেনে নিন পরীক্ষার্থীরা
৪) এরপর উল্লেখ করতে হয় অমৃত বিশ্ব বিদ্যালয়, তামিলনাড়ুর কথা র্যাঙ্ক ২৩। কোয়েম্বাটুর-ভিত্তিক অমৃত বিশ্ববিদ্যালয়টি সাতটি ক্যাম্পাস পরিচালনা করে। এটি অর্জন করেছে NAAC A++ গ্রেড। এখানে AEEE, JEE Main, CAT এবং GMAT পরীক্ষার মাধ্যমে ভর্তি হয়।
৫) পাঁচ নম্বরে উল্লেখ করা হচ্ছে ওড়িশা (র্যাঙ্ক ২৬) এর কথা। যেটি প্রতিষ্ঠিত ২০০৭ সালে। এই ডিমড বিশ্ববিদ্যালয়টি মোট ৪৫২ একর জমিতে বিস্তৃত।এই বিশ্ববিদ্যালয় NAAC A++ এবং NBA-সাক্ষ্য প্রাপ্ত। এখানে SAAT স্কোরের মাধ্যমে ভর্তি নেওয়া হয়।