Work From Home: মহিলাদের জন্য বাড়ি বসে ইনকাম করার সেরা ১০ উপায়। প্রতিমাসে আয় হবে 50,000 টাকা। জেনে নিন বিস্তারিত
Work From Home Opportunities For Womens
বর্তমানে সকলেই রোজগার নিয়ে চিন্তিত। খুঁজে চলেছেন রোজগারের (Work From Home) ভিন্ন রাস্তা। অনেক ছাত্র-ছাত্রীরা রয়েছেন আবার বহু মহিলারা রয়েছেন যারা পড়াশোনার পাশাপাশি ও গৃহস্থলীর কাজের পাশাপাশি রোজগার করবেন বলে ভাবছেন। তাঁদের জন্য বাড়িতে বসে কাজ করা অনেক বেশি সুবিধাজনক। তাই আজকের প্রতিবেদনে রইল মহিলাদের জন্য বাড়িতে বসে ইনকাম করার টিপস সেরা ১০ উপায়।
Work From Home Opportunities For Womens
মহিলাদের জন্য বাড়িতে বসে ইনকাম করার বেশ কিছু উপায় রয়েছে। জিনিসপত্র বিক্রি করা থেকে টিউশনি। আবার অনলাইনে আয় (Online Earning) করার বিভিন্ন রাস্তা রয়েছে। এখন আপনি যদি আপনার আয় নিয়ে ভাবিত হয়ে থাকেন তবে আজকের প্রতিবেদন আপনার জন্য। এই প্রতিবেদনে দশটি আয় করার রাস্তা আলোচনা করা হলো।
বাড়ি বসে আয় করার উপায়গুলি কী কী?
১) হোম ডেলিভারি
বর্তমানে হোম ডেলিভারির চল খুব বেড়েছে। মহিলারা রান্না করে বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছেন, বিভিন্ন অনুষ্ঠান, কর্পোরেট প্রোগ্রামের অর্ডার নিচ্ছেন ভাল রান্না হলে আপনার দর বাড়বে। আপনি অর্ডার পাবেন আর আয় বাড়বে।
২) আচার, চাটনি বিক্রি
বহু মহিলাই আচার, চাটনি, এই জাতীয় খাবার গুলি ভালো বানান। তাঁদের জন্য বাড়িতে বসে এই ব্যবসা লাভজনক হবে। বাড়ির ছাদকে ব্যবহার করে ব্যবসার অগ্রগতি করতে পারবেন। বিভিন্ন দোকানে, হাটে, বাজারে কিংবা অনলাইন মাধ্যমে সেগুলি বিক্রি করে আয় করতে পারেন।
৩) বাড়িতে টিউশনি
আপনি যদি পড়াতে ভালবাসেন তাহলে টিউশনি করতে পারেন। আপনার বাড়িতেই পড়তে আসবে
স্টুডেন্টরা, আপনি আপনার সুবিধার মতো বিভিন্ন ক্লাসের স্টুডেন্টদের পড়িয়ে আয় করতে পারবেন।
৪) মেকআপ আর্টিস্ট
বেশিরভাগ মহিলাই সাজগোজ করতে ও সাজাতে ভালোবাসেন। তাই একজন মেকআপ আর্টিস্ট হিসেবে আপনি আপনার কেরিয়ার শুরু করতে পারেন। বাড়িতে ছোট্ট একটা পার্লার বানিয়ে নিলে অনেকেই আপনার কাছে সাজতে আসবে। আর উৎসব কিংবা বিয়ের মরশুমে বাড়ি গিয়ে সাজিয়ে ভালো আয় করতে পারেন।
৫) বাড়িতে তৈরি জিনিস বিক্রি করুন
ঘরে বসে সহজে টাকা উপার্জনের একটি বিশেষ উপায় হল অনলাইনে ঘরে তৈরি জিনিস বিক্রি করা। এর মধ্যে বেকড খাবার, স্বাস্থ্যকর স্ন্যাকস, আবার, সুগন্ধযুক্ত মোমবাতি, ওয়াল হ্যাঙ্গিং, টেবিল ম্যাট এবং সাজানোর জিনিস রয়েছে। এটসি, অ্যামাজন, ফ্লিপকার্ট বা আজিও-এর মতো সাইটে বিক্রেতা হিসেবে নিজেকে রেজিষ্টার করে আপনার হাতে তৈরি জিনিসপত্র বিক্রি করুন।
৬) ইনস্যুরেন্স পিওএসপি (POSP)
একজন পিওএসপি (বা পয়েন্ট অফ সেলস পার্সন) হলেন তাঁরা যারা ইনস্যুরেন্স প্রোডাক্ট বিক্রি করে থাকেন। এরা হলেন ইনস্যুরেন্স এজেন্ট যারা কাজ করে ইনস্যুরেন্স কোম্পানির সাথে, আর তাদের পলিসি গ্রাহকদের কাছে তাদের ব্যক্তিগত চাহিদা অনুযায়ী বিক্রি করে থাকে।
৭) অনুবাদকের কাজ
আপনি যদি একাধিক ভাষা জেনে থাকেন তবে আপনার টাকা উপার্জনের আরেকটি উপায় হল অনুবাদক হওয়া। সেক্ষেত্রে নথি, ভয়েস মেল, কাগজপত্র, সাবটাইটেল এবং আরও অনেক কিছু অনুবাদ করে আয় করা সম্ভব। আপনি ট্রান্সলেশন এজেন্সি বা ফ্রিল্যান্সিং পোর্টালগুলির সাথে যোগাযোগ করে এই পথে আয় করতে পারেন। ফ্রিল্যান্স ইন্ডিয়া, আপওয়ার্ক, বা ট্রুল্যান্সারের মতো পোর্টালগুলোর সঙ্গে যোগাযোগ করুন।
আরও পড়ুন: কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? শিখলেই চাকরি পাওয়া নিশ্চিত
৮) ট্রাভেল এজেন্ট বা প্ল্যানার
গৃহিণীদের জন্য আরো একটি ভেলো কাজ হল বাড়িতে বসে ট্রাভেল এজেন্ট হিসেবে কাজ করা। সেক্ষেত্রে ভ্রমণের ব্যবস্থা এবং টিকিট বুক সবই অনলাইন মাধ্যমে করা যেতে পারে। তবে এর জন্য বিভিন্ন টুরিস্ট স্পট সম্পর্কে সাম্যক জ্ঞান কিভাবে যেতে হয় ফিরতে হয় ইত্যাদি খোঁজ ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে।
৯) গ্রাফিক্স ডিজাইন
আপনি যদি গ্রাফিক্সের কাজে দক্ষ হয়ে থাকেন তাহলে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে বাড়িতে বসে
বিভিন্ন কোম্পানির হয়ে কাজ করে আয় করতে পারবেন। বর্তমানে গ্রাফিক্স ডিজাইনারদের দারুন
চাহিদা। এর জন্য আপনার ল্যাপটপ লাগবে।
১০) ফ্রিল্যান্সিং
গৃহিণীদের জন্য বাড়িতে বসে স্বাধীনভাবে কাজ করার একটি রাস্তা হল ফ্রিল্যান্সিং। আপনি যে বিষয়ে দক্ষ যেমন লেখালেখি, ছবি আঁকা, সোশ্যাল মিডিয়ার কাজ ইত্যাদি বিষয়ে বাড়িতে বসে ফ্রিল্যান্সিং করে টাকা রোজগার করতে পারবেন।
উপসংহার: গৃহিণীদের জন্য বাড়ি বসে আয় করার দশটি উপায়ে আলোচনা করা হল। এছাড়া আরো বেশ কিছু উপায় রয়েছে। ইন্টারনেটে খোঁজ করে আপনিও আরো ডিটেলস পেয়ে যাবেন।