After Madhyamik Course – মাধ্যমিকের পর কি নিয়ে পড়বো? কোন বিষয়ে পড়লে সহজেই চাকরি পাওয়া যাবে?
After Madhyamik Course in West Bengal.
মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার পরেই পড়ুয়াদের মধ্যে ঘুরপাক খেতে থাকে একটিই বিষয় (After Madhyamik Course) কি বিষয় নিয়ে পড়বো? কোন স্ট্রিমে ভর্তি হলে ভবিষ্যতে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যাবে? কি বিষয় নিয়ে পড়াশোনা করলে সহজেই একটা চাকরি পাওয়া সম্ভব? কারণ মূল লক্ষ্য হলো ভবিষ্যৎ জীবনে একটা ভালো চাকরি বা প্রতিষ্ঠিত হয়ে টাকা উপার্জন করা। আর সেই লক্ষ্যেই মাধ্যমিক পাস করার পর থেকেই শুরু হয়ে যায় নিরবচ্ছিন্ন লড়াই। মাধ্যমিকের পর যখন উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে যাবেন, সায়েন্স, আর্টস না কমার্স, কোন বিষয় নিয়ে পড়বেন, তা নিয়ে ভাবনা চলতে থাকে পড়ুয়া থেকে অভিভাবকদের মধ্যেও।
মাধ্যমিকের পর কোন বিষয় নিয়ে পড়লে (After Madhyamik Course) চাকরির সুযোগ সবচেয়ে বেশি, তার খোঁজ করতে থাকেন সবাই। বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয়, সিনিয়রদের সাথে এই বিষয়ে আলোচনাও চলতে থাকে। আর এর পরেই অনেক সময় দেখা যায়, অধিকাংশ ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক সকলেই একটি ভুল করে থাকেন। হয়তো পড়ুয়ার ভালোলাগার বিষয় আর্টস, কিন্তু ভর্তি হয়ে গেল সায়েন্সে। ফলে তার যেমন বিষয়টি পড়তেও ভালো লাগছে না, ঠিক তেমনি সেই বিষয়ে ভালো রেজাল্ট করাও তার পক্ষে সম্ভব নয়।
তাই সর্বপ্রথমে একটি কথা মাথায় রাখতে হবে, যে বিষয় নিয়ে পড়তে ভালো লাগে, যে কোর্স পড়ুয়ার কাছে পছন্দের সেই দিকেই এগোনো উচিত। তবেই জীবনে সাফল্য আসবে। উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পালা ( Admission in Class XI) মাধ্যমিকের পরেই (After Madhyamik Course) শুরু হয়ে যায় একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য সমস্ত প্রক্রিয়া। তিনটি বিভাগ রয়েছে, সায়েন্স (Science), আর্টস (Arts) এবং কমার্স (Commerce) এই বিভাগগুলোর মধ্যে বেছে নেওয়ার জন্য কয়েকটি দিক মাথায় রাখা প্রয়োজন।
যারা লজিক্যাল থিঙ্কিং (Logical Thinking) করতে ভালোবাসেন, তারা সায়েন্স (Science) নিয়ে পড়তে পারেন। সায়েন্স বিভাগে ভর্তি হওয়ার সবচেয়ে বড় সুবিধা হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে কলেজে যে কোনো বিষয় নিয়ে ভর্তি হওয়া যায়। সায়েন্স বিভাগে অংক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োটেকনোলজি, Computer Science, Nutrition, বায়োলজি, Statistics এই সমস্ত বিষয়গুলোর মধ্যে থেকে ৪টি বিষয় বেছে নিয়ে পড়াশোনা করা যেতে পারে।
যারা সাহিত্য নিয়ে পড়তে ভালোবাসেন, সাহিত্যচর্চা করতে চান, (After Madhyamik Course) তারা আর্টস (Arts) বিভাগে ভর্তি হতে পারেন। আর্টস বিভাগের ক্ষেত্রে ইতিহাস, ভূগোল, Political Science, সংস্কৃত, আরবি এই সমস্ত বিষয়গুলোর মধ্যে থেকে ৪টি বিষয় বেছে নিয়ে পড়াশোনা করতে হবে। আবার ব্যবসা পছন্দ করেন, এবং যারা হিসাব-নিকাশের মারপ্যাচ কষতে চান, তারা কমার্স (Commerce) বিভাগে ভর্তি হতে পারেন।
সে ক্ষেত্রে বিজনেস স্টাডিজ, Accountancy এই সমস্ত বিষয়গুলোর মধ্যে ৪টি বিষয় বেছে নিয়ে পড়াশোনা করতে হবে। একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সায়েন্স, আর্টস, কমার্স, যে বিভাগেই ভর্তি হন না কেন, ভালোভাবে পড়াশোনা করতে হবে। সঠিক লক্ষে পৌঁছতে হলে যে কোনো বিভাগেই পরিশ্রম করে শিক্ষা অর্জন করলে সাফল্য পাওয়া যায়। প্রথাগতভাবে উচ্চমাধ্যমিকে ভর্তি হওয়া ছাড়াও কোনো ছাত্র ছাত্রী কারিগরি শিক্ষার ক্ষেত্রেও ভর্তি হতে পারেন।
আধার কার্ড ও ব্যাংক একাউন্ট থাকলে মাসে 3000 টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, আজই এইভাবে আবেদন করুন।
সে দিক থেকে আইটিআই তে ভর্তি হলে টেকনিক্যাল (After Madhyamik Course) একটি কাজ শিখে খুব সহজেই চাকরি পাওয়া যেতে পারে। মাধ্যমিকের পরে এই আইটিআই (ITI After Madhyamik Course) কোর্সগুলিতে ভর্তি হতে পারেন। বর্তমানে বহু সরকারি এবং বেসরকারি ITI College রয়েছে। সেখান থেকেই আই টি আই এর এই কোর্সগুলি করতে পারেন।
Computer Operator and Programming Assistant
প্লাম্বিং
Carpentry
ওয়েল্ডিং
বেকারি এন্ড কনফেকশনারী
কম্পিউটার হার্ডওয়ার অপারেটর
সিভিল Draughtsman এবং মেকানিক্যাল ড্রাফটসম্যান
মোটরসাইকেল মেকানিক
মাধ্যমিকের পর এই স্কলারশিপে আবেদন জানালে পাবেন বার্ষিক 12000 টাকা, বিস্তারিত জেনে নিন।
মাধ্যমিকের পরেই আইটিআই কলেজগুলিতে এই ধরনের কারিগরি কোর্সে ভর্তি হয়ে হাতের কাজ শিখে সেই ক্ষেত্রে পেশাগতভাবে খুব সহজেই এগিয়ে যেতে পারবেন এবং উপার্জন শুরু করে দিতে পারবেন।
যে বিষয় নিয়েই পড়বেন, মন দিয়ে পড়লে চাকরির সম্বাবনা রয়েছে। অনেকেই বিজ্ঞান বা অংকে ভালো না হলেও, পরিবারের সম্মান রক্ষার্থে সায়েন্স নিয়ে পড়তে চায়। কিন্তু রেজাল্টের সময় দেখা যায়, রেজাল্ট খারাপ হয়েছে। তাই সমাজ কি বলবে, সেই চিন্তা না করে, আপনি যে বিষয়ে পারদর্শী সেই বিষয় নিয়ে পড়ুন। মনে রাখবেন, সায়েন্স আর্টস কিম্বা কমার্স কোনও ব্যাপার না। চাকরির সময় রেজাল্ট কেমন হলো সেটাই বেশি গুরুত্ব পায়।