Gold Price – মাসের শুরুতে সোনার দামে ধাক্কা! 10 গ্রাম সোনার দাম শুনলে অবাক হবেন।

মাসের শুরুতেই Gold Price বা সোনার দামের বিরাট ধাক্কা। সোনা বা স্বর্ণ হল এমনই একটি ধাতু যা প্রত্যেকটি মানুষের কাছেই একটি আশার জিনিস। অনেকেই আশা করে থাকেন যে তাদের আর্থিক অবস্থা অনুযায়ী তারা সোনার গয়না বানাবে। সোনা এমনই একটি ধাতু যার দাম বাড়লেও চাহিদা কমেনা। চাহিদার নিয়মের ব্যাতিক্রম এই ধাতু এক ধরনের গিফেন দ্রব্য।

Today Silver and Gold Price

সোনার মাধ্যমে মানুষ সমাজে তার আর্থিক প্রতিপত্তি লাভ করে এবং সমাজে তার অলংকার ও জাঁকজমক পূর্ণ জীবন প্রদর্শন করে। তবে বহুমুল্য এই সোনা বিয়ে থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে লাগে। সেই Gold Price বা সোনার দাম যদি আরও বাড়ে তাহলে মধ্যবিত্তের দুর্ভোগের শেষ নেই।

তবে সম্প্রতি সোনার দামের তুলনায় রুপোর দাম কমেছে অনেকটা। রুপোর অলংকার কারিগরদের কাছে এবং রুপো বিক্রেতাদের কাছে এই বার্তা একটি সুসংবাদ স্বরূপ। তবে কিছুদিন আগেই গেছে বিয়ের মরশুম এবং এখন অনেকাংশেই বিয়ে হচ্ছে এই মুহূর্তে যদি Gold Price বা সোনার দাম বাড়ে তবে সেটা সকলের কাছেই দুঃখের খবর।

যে সকল বাবা মায়েরা তাদের সন্তানদের বিয়ের জন্য সোনা কিনবেন ভাবছিলেন তাদের পড়তে হচ্ছে দুর্ভোগের মুখে। বিয়ে ছাড়াও নারীদের পাশাপাশি অনেক পুরুষই এখন শখে সোনা কিনে থাকেন। স্বর্ণ ধাতুর হঠাৎ এই ঊর্ধ্বগামী দাম তাদের আশার বাইরে। এর আগে মাঘ মাসে বেশ কিছুদিন ধরে সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তায় পড়ে গিয়েছিলেন সোনা ক্রেতা ও বিক্রেতারা।

সোনা কতোটা খাঁটি তা নির্ভর করে সোনার ক্যারেটের ওপর। সবচেয়ে খাঁটি সোনা 24 ক্যারেটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোন ধাতু মেশানো নেই। সোনায় ক্যারেট যত কমবে সোনায় তত বেশি খাঁদ মেশানো হয়। আজ আমরা এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেবো কত ক্যারেট Gold Price বা সোনার দাম কত পরিমান বাড়ল।

আধার নম্বর নিয়ে সাবধান! একটু ভুল হলেই ফাঁকা হতে পারে আপনার একাউন্ট।

আজ 24 ক্যারেট Gold Price বা সোনার দাম 1 গ্রামে 6316 টাকা এবং 24 ক্যারেট খুচরো সোনার বাটের দাম 1 গ্রামে 6325 টাকা। 22 ক্যারেট হলমার্ক সোনার বাটের দাম 1 গ্রামে 5790 টাকা। তুলনা করলে দেখা যাচ্ছে গতকাল পাকা সোনার বাটের যা দাম ছিল তার তুলনায় 150 টাকা দাম বেড়েছে 10 গ্রামের হিসাবে।

Hasir Alo - হাসির আলো

18 ফেব্রুয়ারি, 19 ফেব্রুয়ারি হলমার্ক Gold Price বা সোনার দাম 200 টাকা করে বেড়েছিল। তবে, 26 ফেব্রুয়ারি হলমার্ক সোনার দাম কমেছিল 850 টাকা। আর আপনারা কেনার আগে অবশ্যই সোনার দাম সম্পর্কে বিস্তারিত জেনে নিয়ে কিনবেন। সোনার পরিবর্তে আমরা অন্য কোনো ধাতুর কথা ভাবতে পারিনা।

পশ্চিমবঙ্গে সোনার দাম কত আজকে? গরীব মধ্যবিত্তের পকেটে টান বিয়ের মরশুমে।

তবুও অনেকেই আছেন যারা দৈনন্দিন জীবনের রুপোর গয়নাও ব্যবহার করে থাকেন তাদের উদ্দেশ্যে রুপো ধাতুর দামও দেওয়া হল। 25 ফেব্রুয়ারি রুপোর দাম বেড়েছিল 400 টাকা। অপরদিকে, 29 শে ফেব্রুয়ারি, 1 মার্চ রুপোর দাম কমেছিল যথাক্রমে 400 টাকা ও 1200 টাকা। সব মিলিয়ে, বিয়ের এই মরশুমে কমছে সোনা ও রূপোর দাম। আজ খুচরো রুপোর বাটের দাম তুলনামুলক কমে দাঁড়িয়েছে 900 টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button