University Admission: বিশ্ববিদ্যালয়ের ভর্তির পরীক্ষায় এই 10 টি বিষয় মাথায় রাখতেই হবে। এক নজরে দেখে নিন

Tips For University Admission Exam

কলেজের পড়াশোনা শেষ করে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেবেন (University Admission)? তবে পরীক্ষায় বসার আগে কিছু বিষয়ে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। পরীক্ষার আগে তো প্রস্তুতি নেবেনই। পরীক্ষার দিনেও কয়েকটি বিষয়ে মনে রাখবেন। যদি আপনি রাজ্যের মধ্যে কিংবা দেশের মধ্যে কোন ইউনিভার্সিটির পরীক্ষা দিতে চান, তাহলে এই টিপসগুলি আপনার কাজে আসবে। তাহলে আর দেরি কেন? আসুন দেখে নেওয়া যাক ইউনিভার্সিটি ভর্তির টিপস ও এই বিষয়ে বিস্তারিত।

University Admission Exam Tips 2025

১) ফর্ম ফিল আপের সময়

যখন আপনি কোন ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ করবেন, তখন অবশ্যই দেখে বুঝে প্রত্যেকটি তথ্য পূরণ করতে হবে। যে বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হতে চাইছেন সেখানকার নিয়ম নীতিগুলো দেখে নেবেন। সবসময়ই নথি আপলোড করার সময় বা নিজস্ব তথ্য পূরণ করার সময় খেয়াল রাখবেন।

২) পরীক্ষার আগের দিন

পরীক্ষার আগের দিনের রাতটা খুব ভাইটাল হয়। সারা বছর তো পড়াশোনা করছেন, এর পাশাপাশি পরীক্ষার আগের দিনের রাতে আগেরবারের প্রশ্ন দেখে নিন। খুব বেশি নার্ভাস হবেন না। চেষ্টা করুন ভালো করে ঘুমানোর।

দেশের সেরা 10 Medical College- এর তালিকা। ডাক্তার হওয়ার স্বপ্ন থাকলে যাবতীয় ডিটেলস জানুন

৩) পরীক্ষা ভীতি দূর করুন

আপনি একা নন আরও অনেকেই পরীক্ষা দিচ্ছে। তাই পরীক্ষা নিয়ে অহেতুক ভয় পাবেন না। ঠান্ডা মাথায় পরীক্ষা দিন। যে যে প্রশ্ন পারবেন এটেন্ড করবেন। পরীক্ষা নিয়ে অতিরিক্ত নার্ভাস হলে জানা জিনিসও ভুল করে আসবেন।

৪) সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রে আসুন

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিন লেট করবেন না। সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন। বিশেষ প্রয়োজনে এক ঘণ্টা আগে আসুন তবু চেষ্টা করুন টাইম মেইনটেইন করে চলার। পাংচুয়ালিটি খুব ইম্পোর্টেন্ট।

৫) নিজের রোল নম্বর ঠিক করে লিখবেন

খাতায় রোল নম্বর লেখার জন্য জায়গা থাকে। দেখে, বুঝে মিলিয়ে সঠিকভাবে নিজের রোল নম্বর লিখবেন। খাতায় রোল নম্বর যেন ভুল না হয়। তাহলে কিন্তু খুব মুশকিল। তাই রোল নম্বর লেখার সময় খেয়াল রাখতে হবে।

৬) প্রশ্নপত্র ঠিকভাবে পড়বেন

পরীক্ষার প্রশ্নপত্র ঠিকভাবে পড়তে হবে। সবকটি প্রশ্ন ঠিকভাবে রিডিং পড়বেন। তারপর যেটা সুবিধা মনে হবে সেটি আগে অ্যাটেন্ড করবেন। কিছুটা জটিল প্রশ্ন যেগুলি সেগুলি পরে লিখবেন। তাহলে দেখবেন আপনার পরীক্ষার খাতা সাজানো গোছানো হবে।

৭) প্রশ্নের মানবন্টন না দেখা

বেশিরভাগ পরীক্ষার্থী এই ভুলটা করে থাকেন। প্রশ্নের মানবন্টন না দেখেই দাগানো শুরু করে দেন। বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে অপশনাল বিষয় গুলোর বদলে অন্য বিষয়ে দাগানোর সুযোগ থাকে। সে ক্ষেত্রে পরীক্ষার্থী হয়তো অপশনাল বিষয়গুলি পারছেন না, তার বদলে অন্য যেগুলো দাগাতে পারতো সেগুলো সোজা। তাই মানবন্টন আগে দেখে নেওয়া জরুরি।

৮) ১০০% উত্তর করার চেষ্টা করুন

পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন থাকলেও যদি নেগেটিভ মার্কিং না থাকে তাহলে চেষ্টা করুন ১০০ শতাংশ প্রশ্নের উত্তর করার। আর যদি নেগেটিভ মার্কিং থাকে তাহলে শিওর না হয়ে উত্তর করা ঠিক নয়।

৯) নকল করার চেষ্টা করবেন না

নিজে যা পারবেন তাই লিখবেন নকল করার চেষ্টা করলে আর তারপর যদি ধরা পড়ে যান পরীক্ষার হলে আপনার প্রতি শিক্ষকদের ভুল ধারণা হবে। তাই যা পারবেন নিজে লেখার চেষ্টা করবেন। কোন নকল করার চেষ্টা করবেন না।

উচ্চমাধ্যমিক পাশ করে ইঞ্জিনিয়ার হতে চান? ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার গাইড জেনে সিদ্ধান্ত নিন

১০) সময়ের মধ্যে খাতা কমপ্লিট করুন

সময়ানুবর্তিতা কতটা জরুরী তা আলাদা করে বলার নয়। তাই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে সঠিক সময়ের মধ্যে ঘড়ি ধরে প্রশ্নের উত্তর করুন। খাতা মেলানোর জন্য সময় রাখবেন। প্রত্যেকটি প্রশ্ন উত্তর লেখার পর খাতা মিলিয়ে তবে জমা দেবেন।

Related Articles

Back to top button